Ajker Patrika

টানা দ্বিতীয়বার সুপারকাপ জিতল ইন্টার মিলান

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৪: ৪০
টানা দ্বিতীয়বার সুপারকাপ জিতল ইন্টার মিলান

টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান সুপারকাপের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গতকাল সুপারকাপের ফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল ৩টি করেন ফেদেরিকো ডিমার্কো, এডেন জেঁকো ও লাউতারো মার্টিনেজ।

সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশন নেয় এসি মিলান। কিন্তু গোলের খেলায় গোল করতে ব্যর্থ হয় তারা। বলা যায়, সেরকম আক্রমণই গড়তে পারেনি দলটি।

অন্যদিকে বল পজিশনে পিছিয়ে থাকলেও কাজের কাজটি করেছে ইন্টার। প্রথমার্ধেই দুই গোল পায় তারা। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে নগর প্রতিদ্বন্দ্বীদের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইন্টার, যার ফলও পায় দ্রুত।

ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় তারা। নিকো বারেল্লার পাস থেকে দলকে লিড এনে দেন ডিমার্কো। বিরতিতে যাওয়ার আগে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেঁকো। আলেসান্দ্রো বাস্তোনির পাস ধরে ডান পায়ে দুর্দান্ত ফিনিশিং করেন বসনিয়া ও হার্জেগোভিনার এই ফরোয়ার্ড।

বিরতির পর গোল শোধের চেষ্টা করলেও পারেনি এসি মিলান। উল্টো ৭৭ মিনিটে আরেকটি গোল হজম করে তারা। এবারের গোলটি করেন লাউতারো মার্তিনেজ। দলের শেষ গোলে সহায়তা করেন ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার। 

এই জয়ে সুপারকাপের ইতিহাসে সপ্তমবারের মতো সুপারকাপ জিতল ইন্টার। সমান শিরোপা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানেরও। ৯বার জিতে শীর্ষে আছে ‘তুরিনের বুড়ি’ নামে পরিচিত জুভেন্টাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত