টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান সুপারকাপের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গতকাল সুপারকাপের ফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল ৩টি করেন ফেদেরিকো ডিমার্কো, এডেন জেঁকো ও লাউতারো মার্টিনেজ।
সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশন নেয় এসি মিলান। কিন্তু গোলের খেলায় গোল করতে ব্যর্থ হয় তারা। বলা যায়, সেরকম আক্রমণই গড়তে পারেনি দলটি।
অন্যদিকে বল পজিশনে পিছিয়ে থাকলেও কাজের কাজটি করেছে ইন্টার। প্রথমার্ধেই দুই গোল পায় তারা। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে নগর প্রতিদ্বন্দ্বীদের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইন্টার, যার ফলও পায় দ্রুত।
ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় তারা। নিকো বারেল্লার পাস থেকে দলকে লিড এনে দেন ডিমার্কো। বিরতিতে যাওয়ার আগে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেঁকো। আলেসান্দ্রো বাস্তোনির পাস ধরে ডান পায়ে দুর্দান্ত ফিনিশিং করেন বসনিয়া ও হার্জেগোভিনার এই ফরোয়ার্ড।
বিরতির পর গোল শোধের চেষ্টা করলেও পারেনি এসি মিলান। উল্টো ৭৭ মিনিটে আরেকটি গোল হজম করে তারা। এবারের গোলটি করেন লাউতারো মার্তিনেজ। দলের শেষ গোলে সহায়তা করেন ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার।
এই জয়ে সুপারকাপের ইতিহাসে সপ্তমবারের মতো সুপারকাপ জিতল ইন্টার। সমান শিরোপা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানেরও। ৯বার জিতে শীর্ষে আছে ‘তুরিনের বুড়ি’ নামে পরিচিত জুভেন্টাস।
টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান সুপারকাপের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গতকাল সুপারকাপের ফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল ৩টি করেন ফেদেরিকো ডিমার্কো, এডেন জেঁকো ও লাউতারো মার্টিনেজ।
সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশন নেয় এসি মিলান। কিন্তু গোলের খেলায় গোল করতে ব্যর্থ হয় তারা। বলা যায়, সেরকম আক্রমণই গড়তে পারেনি দলটি।
অন্যদিকে বল পজিশনে পিছিয়ে থাকলেও কাজের কাজটি করেছে ইন্টার। প্রথমার্ধেই দুই গোল পায় তারা। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে নগর প্রতিদ্বন্দ্বীদের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইন্টার, যার ফলও পায় দ্রুত।
ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় তারা। নিকো বারেল্লার পাস থেকে দলকে লিড এনে দেন ডিমার্কো। বিরতিতে যাওয়ার আগে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেঁকো। আলেসান্দ্রো বাস্তোনির পাস ধরে ডান পায়ে দুর্দান্ত ফিনিশিং করেন বসনিয়া ও হার্জেগোভিনার এই ফরোয়ার্ড।
বিরতির পর গোল শোধের চেষ্টা করলেও পারেনি এসি মিলান। উল্টো ৭৭ মিনিটে আরেকটি গোল হজম করে তারা। এবারের গোলটি করেন লাউতারো মার্তিনেজ। দলের শেষ গোলে সহায়তা করেন ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার।
এই জয়ে সুপারকাপের ইতিহাসে সপ্তমবারের মতো সুপারকাপ জিতল ইন্টার। সমান শিরোপা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানেরও। ৯বার জিতে শীর্ষে আছে ‘তুরিনের বুড়ি’ নামে পরিচিত জুভেন্টাস।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে