Ajker Patrika

ভবিষ্যৎ নিয়ে সন্দিহান নেইমার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪: ৪০
ভবিষ্যৎ নিয়ে সন্দিহান নেইমার

ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে সেমিফাইনালের পথ প্রায় নিশ্চিত করেছিলেন নেইমার। কিন্তু শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলের জয় উদ্‌যাপনের পরিকল্পনা ভেস্তে দেন ক্রোয়েশিয়ার ব্রুনো পেতকোভিচ। এরপর পেনাল্টি শুটআউটে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় ব্রাজিল।

ব্রাজিলের বিদায়ের পরেই পদত্যাগ করেছেন কোচ তিতে। আর নেইমার ভাবছেন অবসর নিয়ে। তবে অবসর নেওয়ার বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। এ বিষয়ে আরও কিছুদিন ভাবতে চান তিনি।

ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে নেইমার বলেছেন, ‘এখনো জাতীয় দলের দরজা বন্ধ করিনি। আবার ফিরে আসব বলে শতভাগ নিশ্চয়তাও দিতে পারছি না। এ বিষয়ে আমার আরও কিছুদিন চিন্তার প্রয়োজন রয়েছে। জাতীয় দল ও আমার জন্য কোন সিদ্ধান্তটি ভালো হবে।’

জাতীয় দলের হয়ে অভিষেকের আগ থেকেই আলো ছড়িয়েছেন নেইমার। তাই তাঁকে নিয়ে ‘হেক্সা’ মিশন পূরণের স্বপ্ন দেখছিলেন ব্রাজিলিয়ানরা। কিন্তু তিনবার বিশ্বকাপে দলের আক্রমণভাগের নেতৃত্ব দিলেও দেশের অধরা স্বপ্নটা সফল করতে পারেননি তিনি। এবার স্বপ্নপূরণের পথে ভালোভাবেই দলকে এগিয়ে নিচ্ছিলেন এই পিএসজি তারকা। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে পরের পর্বে যাওয়ার উদ্‌যাপনের মুহূর্তটাও ঠিক করে রেখেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে সবকিছুই ভেস্তে গেছে পেতকোভিচের সমতাসূচক গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত