Ajker Patrika

চেলসিকে বেচেই দিচ্ছেন আব্রামোভিচ

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১১: ০২
চেলসিকে বেচেই দিচ্ছেন আব্রামোভিচ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ লেগেছে ইউরোপীয় ফুটবলেও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাশিয়ার বিরুদ্ধে জানানো হচ্ছে প্রতিবাদ। ব্রিটেন তো রাজনৈতিক ও কূটনৈতিকভাবে রুশ আগ্রাসনের বিরোধিতা করছে। 
অবস্থা বেগতিক দেখে কদিন আগেই ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব ছেড়েছেন রোমান আব্রামোভিচ। এবার বিশ্বকাপ জয়ী দলটিকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তিনি।

চেলসির ভক্ত-সমর্থক, কর্মী, সহযোগী ও পৃষ্ঠপোষকদের উদ্দেশে ৫৫ বছর বয়সী রুশ ধনকুবের বলেছেন, ‘ক্লাবের (চেলসির) স্বার্থে সব সময় মন থেকে সেরাটা দিয়েছি। আমি ক্লাব বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’ 
২০০৩ সাল থেকে চেলসির মালিকের চেয়ারে আব্রামোভিচ। শোনা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ তিনি। পুতিনের এত বছর ধরে ক্ষমতায় টিকে থাকা এবং তাঁর হাত শক্তিশালী করার পেছনে বিভিন্নভাবে অবদান রেখেছেন এই ধনকুবের।

১৯ বছর চেলসিকে আগলে রেখেছেন আব্রামোভিচ১৯ বছর আগে ১৯০ মিলিয়ন ডলারে লন্ডনের ক্লাবটি কিনেছিলেন আব্রামোভিচ। সেই ক্লাবই এখন ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের।  আব্রামোভিচের মালিকানায় সম্ভাব্য সব শিরোপা জিতেছে চেলসি। 

সংখ্যাটাও ঈর্ষণীয়—২১টি। দুই দশকেরও কম সময়ে এতগুলো শিরোপা ইংল্যান্ডের আর কোনো ক্লাব জেতেনি। একমাত্র অপ্রাপ্তি হয়ে ছিল ক্লাব বিশ্বকাপ। গত মাসে ফাইনালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে হারিয়ে তাঁর সেই দুঃখ বিনাশ করেছেন রোমেলু লুকাকু-কাই হাভার্টজরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত