Ajker Patrika

আল নাসরের জয়ের রাতে বিবর্ণ রোনালদো, কী পোস্ট দিলেন

ক্রীড়া ডেস্ক    
কোনো গোল, অ্যাসিস্ট কিছুই তিনি করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আল নাসর যখন ২-০ গোলে জিতেছে, সেটা উদযাপন না করে কী করে থাকেন তিনি। ছবি: ফেসবুক
কোনো গোল, অ্যাসিস্ট কিছুই তিনি করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আল নাসর যখন ২-০ গোলে জিতেছে, সেটা উদযাপন না করে কী করে থাকেন তিনি। ছবি: ফেসবুক

নতুন মৌসুমের শুরুতে কাঁপিয়ে দিচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগে দুই ম্যাচের দুটিতে জিতেছে দলটি। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। কিন্তু দল ছন্দে থাকলেও তাঁকে যে গত রাতে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি।

আল আওয়াল পার্কে গত রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছে আল নাসর-আল খুলুদ। আল নাসর এই ম্যাচে ২-০ গোলে জিতলেও কোনো গোল করতে পারেননি রোনালদো। এমনকি পর্তুগিজ ফরোয়ার্ডের নেই কোনো অ্যাসিস্ট। কিন্তু তারকা খেলোয়াড় পারফর্ম না করলেও সতীর্থদের থেকে যদি সমর্থন পাওয়া যায়, তাহলে ম্যাচ জেতা অসম্ভব নয়। রোনালদো গত রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে যে বোঝাতে চেয়েছেন তেমন কিছুই। ম্যাচের কিছু মুহূর্তের ছবি পর্তুগিজ ফরোয়ার্ড নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘একসঙ্গে লড়ব। একসঙ্গে জিতব। আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। এভাবেই এগিয়ে যেতে হবে।’

আল খুলুদের বিপক্ষে গত রাতে প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি আল নাসর। দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলে রোনালদোর দল। ৫২ মিনিটে কিংসলে কোমানোর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন সাদিও মানে। আল নাসর দ্রুতই ২-০ গোলে এগিয়ে যেতে পারত। হোয়াও ফেলিক্সের ক্রস রোনালদোর ঠিক পায়ের সামনেই পড়েছে। কিন্তু আল খুলুদের গোলপোস্টের সামনে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলায় লক্ষ্যভেদ করতে পারেননি রোনালদো। দ্বিতীয় গোলের দেখা আল নাসর পেয়েছে ৮১ মিনিটে। মার্সেলো ব্রোজোভিচের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ইনিগো মার্তিনেজ।

একেবারে শেষভাগে এসে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল আল খুলুদ। কিন্তু ৮৮ মিনিটে দলটির মিডফিল্ডার মাইজিয়ান মাওলিদা পেনাল্টিতে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ২-০ গোলের জয়ে আল নাসর এখন ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগের শীর্ষে। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেয়েছে রোনালদোর দল। দুইয়ে থাকা আল খালিজেরও পূর্ণ ৬ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানের কারণে দুইয়ে অবস্থান করছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত