ফুটবলে গোলই শেষ কথা। তবে খেলাটির প্রাণ হচ্ছে মাঝমাঠ। এখান থেকেই খেলাটিকে নিয়ন্ত্রণ করা হয়।
রিয়াল মাদ্রিদের খেলা নিয়ন্ত্রণ করেন ত্রিশ পেরোনো তিন মিডফিল্ডার লুকা মদরিচ, টনি ক্রুস ও কাসেমিরো। ক্লাবটির মাঝমাঠের প্রাণ হয়ে উঠেছেন তাঁরা। ৮ বছর একসঙ্গে খেলায় নিজেদের মধ্যে বোঝাপড়াও অসাধারণ। ধারাবাহিক পারফর্ম করে সবার প্রশংসা কুড়াচ্ছেন তাঁরা। এবার খোদ রিয়াল কোচ এই ত্রয়ীকে তুলনা করেছেন ‘বারমুডা ট্রায়াঙ্গেলের’ সঙ্গে।
কার্লো আনচেলত্তি বলেছেন, ‘রিয়ালের ক্ল্যাসিক (ক্রুস-মদরিচ-কাসেমিরো) ও তরুণ (ভালভার্দে-কামাভিঙ্গা-চুয়ামেনি) দুই সেটের মিডফিল্ডকে পছন্দ করি। তবে কাসিমেরো, ক্রুস ও মদরিচ জুটি হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল। যাঁরা বলকে অদৃশ্য করে দেয়।’
পৌরনিক কাহিনীতে আছে, ‘ট্রলার-জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেল পার হতে পারে না। সেখানে যাওয়া মাত্র সব অদৃশ্য হয়ে যায়। তেমনি রিয়ালের অভিজ্ঞ তিন মিডফিল্ডারও বলকে অদৃশ্য করেন বলে মনে করেন আনচেলত্তি।
২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে রিয়ালকে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে ত্রিরত্নের অবদান অনন্য। ৩৬ বছর বয়সী মদরিচ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও দুরন্ত। স্প্যানিশ ক্লাবটির মাঝমাঠে অক্সিজেনের জোগান দিচ্ছেন ক্রুস। আর কাসেমিরো শুধু প্রতিপক্ষ ফুটবলারদের জন্য বাধাই নন, রিয়ালের হয়ে মাঝে মাঝে গোলস্কোররাও।
যদিও এবারের প্রাক্-মৌসুম প্রস্তুতি খুব একটা ভালো হয়নি রিয়ালের। তিন ম্যাচে জয়-হার-ড্র তিন স্বাদই পেয়েছে তারা। আগামী ১০ আগস্ট এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে উয়েফা সুপার কাপ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল।
ফুটবলে গোলই শেষ কথা। তবে খেলাটির প্রাণ হচ্ছে মাঝমাঠ। এখান থেকেই খেলাটিকে নিয়ন্ত্রণ করা হয়।
রিয়াল মাদ্রিদের খেলা নিয়ন্ত্রণ করেন ত্রিশ পেরোনো তিন মিডফিল্ডার লুকা মদরিচ, টনি ক্রুস ও কাসেমিরো। ক্লাবটির মাঝমাঠের প্রাণ হয়ে উঠেছেন তাঁরা। ৮ বছর একসঙ্গে খেলায় নিজেদের মধ্যে বোঝাপড়াও অসাধারণ। ধারাবাহিক পারফর্ম করে সবার প্রশংসা কুড়াচ্ছেন তাঁরা। এবার খোদ রিয়াল কোচ এই ত্রয়ীকে তুলনা করেছেন ‘বারমুডা ট্রায়াঙ্গেলের’ সঙ্গে।
কার্লো আনচেলত্তি বলেছেন, ‘রিয়ালের ক্ল্যাসিক (ক্রুস-মদরিচ-কাসেমিরো) ও তরুণ (ভালভার্দে-কামাভিঙ্গা-চুয়ামেনি) দুই সেটের মিডফিল্ডকে পছন্দ করি। তবে কাসিমেরো, ক্রুস ও মদরিচ জুটি হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল। যাঁরা বলকে অদৃশ্য করে দেয়।’
পৌরনিক কাহিনীতে আছে, ‘ট্রলার-জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেল পার হতে পারে না। সেখানে যাওয়া মাত্র সব অদৃশ্য হয়ে যায়। তেমনি রিয়ালের অভিজ্ঞ তিন মিডফিল্ডারও বলকে অদৃশ্য করেন বলে মনে করেন আনচেলত্তি।
২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে রিয়ালকে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে ত্রিরত্নের অবদান অনন্য। ৩৬ বছর বয়সী মদরিচ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও দুরন্ত। স্প্যানিশ ক্লাবটির মাঝমাঠে অক্সিজেনের জোগান দিচ্ছেন ক্রুস। আর কাসেমিরো শুধু প্রতিপক্ষ ফুটবলারদের জন্য বাধাই নন, রিয়ালের হয়ে মাঝে মাঝে গোলস্কোররাও।
যদিও এবারের প্রাক্-মৌসুম প্রস্তুতি খুব একটা ভালো হয়নি রিয়ালের। তিন ম্যাচে জয়-হার-ড্র তিন স্বাদই পেয়েছে তারা। আগামী ১০ আগস্ট এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে উয়েফা সুপার কাপ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল।
ভুটানে যেন বাংলাদেশি ফুটবলারদের মেলা বসেছে। গত কয়েক মাসে ১৫ ফুটবলার দেশটির লিগে নাম লিখিয়েছেন ধাপে ধাপে। এবার সেখানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় আজ স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগেযুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের ঘটনা নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে নানা রকম কথাবার্তা। চাহালের স্ত্রী ধনশ্রী যে তাতে হাঁপিয়ে উঠেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এটা নিয়ে করেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য।
১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমটা মোহাম্মদ সালাহর জন্য কেটেছে স্বপ্নের মতো। একের পর এক গোল করেছেন। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন মিসরীয় ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ নারী সাফ শুরু হচ্ছে আজ। থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ-ভুটান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। তবে বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-১৭ সাফের ম্যাচ টিভিতে দেখাবে না।
৩ ঘণ্টা আগে