Ajker Patrika

রিয়াল মাদ্রিদের ‘বারমুডা ট্রায়াঙ্গেল’ তাঁরা

রিয়াল মাদ্রিদের ‘বারমুডা ট্রায়াঙ্গেল’ তাঁরা

ফুটবলে গোলই শেষ কথা। তবে খেলাটির প্রাণ হচ্ছে মাঝমাঠ। এখান থেকেই খেলাটিকে নিয়ন্ত্রণ করা হয়। 

রিয়াল মাদ্রিদের খেলা নিয়ন্ত্রণ করেন ত্রিশ পেরোনো তিন মিডফিল্ডার লুকা মদরিচ, টনি ক্রুস ও কাসেমিরো। ক্লাবটির মাঝমাঠের প্রাণ হয়ে উঠেছেন তাঁরা। ৮ বছর একসঙ্গে খেলায় নিজেদের মধ্যে বোঝাপড়াও অসাধারণ। ধারাবাহিক পারফর্ম করে সবার প্রশংসা কুড়াচ্ছেন তাঁরা। এবার খোদ রিয়াল কোচ এই ত্রয়ীকে তুলনা করেছেন ‘বারমুডা ট্রায়াঙ্গেলের’ সঙ্গে।

কার্লো আনচেলত্তি বলেছেন, ‘রিয়ালের ক্ল্যাসিক (ক্রুস-মদরিচ-কাসেমিরো) ও তরুণ (ভালভার্দে-কামাভিঙ্গা-চুয়ামেনি) দুই সেটের মিডফিল্ডকে পছন্দ করি। তবে কাসিমেরো, ক্রুস ও মদরিচ জুটি হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল। যাঁরা বলকে অদৃশ্য করে দেয়।’

পৌরনিক কাহিনীতে আছে, ‘ট্রলার-জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেল পার হতে পারে না। সেখানে যাওয়া মাত্র সব অদৃশ্য হয়ে যায়। তেমনি রিয়ালের অভিজ্ঞ তিন মিডফিল্ডারও বলকে অদৃশ্য করেন বলে মনে করেন আনচেলত্তি।

প্রতিপক্ষ খেলোয়াড়কে ‘বারমুডা ট্রায়াঙ্গেলের’ মতো করেই ঘিরে ফেলেন রিয়াল মিডফিল্ড ত্রয়ী২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে রিয়ালকে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে ত্রিরত্নের অবদান অনন্য। ৩৬ বছর বয়সী মদরিচ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও দুরন্ত। স্প্যানিশ ক্লাবটির মাঝমাঠে অক্সিজেনের জোগান দিচ্ছেন ক্রুস। আর কাসেমিরো শুধু প্রতিপক্ষ ফুটবলারদের জন্য বাধাই নন, রিয়ালের হয়ে মাঝে মাঝে গোলস্কোররাও। 

যদিও এবারের প্রাক্-মৌসুম প্রস্তুতি খুব একটা ভালো হয়নি রিয়ালের। তিন ম্যাচে জয়-হার-ড্র তিন স্বাদই পেয়েছে তারা। আগামী ১০ আগস্ট এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে উয়েফা সুপার কাপ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত