চমক দেখানোতেই যে অভ্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের ঘটনা, নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন তিনি। পর্তুগিজ তারকা ফুটবলার এবার দেখাতে যাচ্ছেন নতুন এক চমক।
সামাজিক মাধ্যমে রোনালদোর জনপ্রিয়তা আর নতুন করে না বললেও চলছে। ইনস্টাগ্রামে পর্তুগিজ ফরোয়ার্ডকে অনুসরণ করেন ৬৩ কোটিরও বেশি ভক্ত-সমর্থক। সেই ইনস্টাগ্রামে গত রাতে একটি রহস্যময় পোস্ট করেন রোনালদো। ভিডিও থেকে যা বোঝা গেল, ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের মাইক্রোফোনের প্রচারণা চালাচ্ছেন তিনি। অবাক হলে মানুষের চোখের যে অবস্থা হয়, সেই ইমোজি দেন পর্তুগিজ তারকা। অনেকের ধারণা, রোনালদো নতুন কোনো পডকাস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছেন।
ইনস্টাগ্রামে রোনালদোর পোস্ট করা ভিডিওতে অনেক তারকা অ্যাথলেট মজা করেছেন বিভিন্নভাবে। তাঁর (রোনালদো) রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ মার্সেলো জিজ্ঞেস করেন, ‘তুমি এখন কী করতে যাচ্ছ? আমাকে দ্রুত বল।’ মার্সেলোর মতো আগ্রহ প্রকাশ করেছেন স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতা। রোনালদোর কাছে মোরাতার জিজ্ঞাসা, ‘কিসের প্রস্তুতি আপনি নিচ্ছেন?’ তারকা বক্সার কনর ম্যাকগ্রেগরও রোনালদোর ব্যাপারে কৌতূহল লুকোতে পারেননি, ‘আমরা কী করতে যাচ্ছি ভাই?’
স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস—ইউরোপের চারটি ফুটবল ক্লাবে খেলে রোনালদো গত বছর পাড়ি জমান সৌদি আরবে। সৌদির আল নাসর ক্লাবের হয়ে দেড় বছরে ৬৫ ম্যাচ খেলেছেন তিনি। ৫৯ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আল নাসরের জার্সিতে গত বছরই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন রোনালদো। আল তাউয়ুনকে পরশু ২-০ গোলে হারিয়ে এবারের সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে আল নাসর। সেমিফাইনালের সেই ম্যাচে রোনালদো এক গোল করেছেন এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন। আল হিলালের বিপক্ষে আগামীকাল সৌদি সুপার কাপের ফাইনালে খেলবে আল নাসর।
চমক দেখানোতেই যে অভ্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের ঘটনা, নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন তিনি। পর্তুগিজ তারকা ফুটবলার এবার দেখাতে যাচ্ছেন নতুন এক চমক।
সামাজিক মাধ্যমে রোনালদোর জনপ্রিয়তা আর নতুন করে না বললেও চলছে। ইনস্টাগ্রামে পর্তুগিজ ফরোয়ার্ডকে অনুসরণ করেন ৬৩ কোটিরও বেশি ভক্ত-সমর্থক। সেই ইনস্টাগ্রামে গত রাতে একটি রহস্যময় পোস্ট করেন রোনালদো। ভিডিও থেকে যা বোঝা গেল, ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের মাইক্রোফোনের প্রচারণা চালাচ্ছেন তিনি। অবাক হলে মানুষের চোখের যে অবস্থা হয়, সেই ইমোজি দেন পর্তুগিজ তারকা। অনেকের ধারণা, রোনালদো নতুন কোনো পডকাস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছেন।
ইনস্টাগ্রামে রোনালদোর পোস্ট করা ভিডিওতে অনেক তারকা অ্যাথলেট মজা করেছেন বিভিন্নভাবে। তাঁর (রোনালদো) রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ মার্সেলো জিজ্ঞেস করেন, ‘তুমি এখন কী করতে যাচ্ছ? আমাকে দ্রুত বল।’ মার্সেলোর মতো আগ্রহ প্রকাশ করেছেন স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতা। রোনালদোর কাছে মোরাতার জিজ্ঞাসা, ‘কিসের প্রস্তুতি আপনি নিচ্ছেন?’ তারকা বক্সার কনর ম্যাকগ্রেগরও রোনালদোর ব্যাপারে কৌতূহল লুকোতে পারেননি, ‘আমরা কী করতে যাচ্ছি ভাই?’
স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস—ইউরোপের চারটি ফুটবল ক্লাবে খেলে রোনালদো গত বছর পাড়ি জমান সৌদি আরবে। সৌদির আল নাসর ক্লাবের হয়ে দেড় বছরে ৬৫ ম্যাচ খেলেছেন তিনি। ৫৯ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আল নাসরের জার্সিতে গত বছরই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন রোনালদো। আল তাউয়ুনকে পরশু ২-০ গোলে হারিয়ে এবারের সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে আল নাসর। সেমিফাইনালের সেই ম্যাচে রোনালদো এক গোল করেছেন এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন। আল হিলালের বিপক্ষে আগামীকাল সৌদি সুপার কাপের ফাইনালে খেলবে আল নাসর।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে