Ajker Patrika

১১১ বছরের ইতিহাসে প্রথমবার অবনমন পেলে-নেইমারের ক্লাব সান্তোসের 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৬: ৪০
১১১ বছরের ইতিহাসে প্রথমবার অবনমন পেলে-নেইমারের ক্লাব সান্তোসের 

দীর্ঘ ১১১ বছরের ইতিহাস সান্তোসের। ব্রাজিলের শীর্ষ লিগ থেকে কখনো অবনমন না হওয়ার। কিন্তু এবার সেই ইতিহাস তারা অক্ষত রাখতে পারল না। প্রথমবারের মতো ব্রাজিলের শীর্ষ লিগ ‘সিরি আ’ থেকে ‘সিরি বি’তে অবনমিত হতে হলো তাদের।

গতকাল নিজেদের শেষ ম্যাচে ফোর্তালেজার বিপক্ষে জিতলেই অবনমন এড়াতে পারত সান্তোস। কিন্তু ঘরের মাঠে ২-১ গোলে প্রতিপক্ষের কাছে হেরে বসে তারা। এই হারে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনও নিশ্চিত হয় তাদের।

সান্তোসের ১১১ বছরের দীর্ঘ ইতিহাসের ব্যত্যয় ঘটায় বিষয়টা ভালোভাবে নিতে পারেননি সমর্থকেরা। ম্যাচ হারের আগুনটা বাইরেও দেখিয়েছেন তাঁরা। সান্তোসের মাঠে ভিলা বেলমিরোর বাইরে রাস্তায়া পার্কিং করা বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেন সমর্থকেরা।

সান্তোসে খেলেই তারকা হয়ে উঠেছেন পেলে-নেইমাররা। শৈশবের ক্লাবের এমন দুর্দশা দেখে ব্যথিত হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সান্তোস সব সময় সান্তোসই থাকবে। আমরা আবারও হাসব।’ বেঁচে থাকলে নিশ্চয়ই নেইমারের মতোই কষ্ট পেতেন পেলে। গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি। তাঁর মৃত্যুর এক বছর পূর্ণ হতে না হতেই সান্তোসের আকাশে এমন দুঃসংবাদ।

২০ দলের টুর্নামেন্টে ১৭তম দল হিসেবে অবনমন হয়েছে সান্তোসের। ৩৮ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়েছে তারা। তাদের অবনমনে আর বাকি থাকল দুটি দল—ফ্লামেঙ্গো ও সাও পাওলো। সান্তোসের দুঃসংবাদের দিন টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে পালমেইরাস। সব মিলিয়ে সর্বোচ্চ ১২ বার জিতেছে তারা। ক্রুজেইরোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত