দীর্ঘ ১১১ বছরের ইতিহাস সান্তোসের। ব্রাজিলের শীর্ষ লিগ থেকে কখনো অবনমন না হওয়ার। কিন্তু এবার সেই ইতিহাস তারা অক্ষত রাখতে পারল না। প্রথমবারের মতো ব্রাজিলের শীর্ষ লিগ ‘সিরি আ’ থেকে ‘সিরি বি’তে অবনমিত হতে হলো তাদের।
গতকাল নিজেদের শেষ ম্যাচে ফোর্তালেজার বিপক্ষে জিতলেই অবনমন এড়াতে পারত সান্তোস। কিন্তু ঘরের মাঠে ২-১ গোলে প্রতিপক্ষের কাছে হেরে বসে তারা। এই হারে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনও নিশ্চিত হয় তাদের।
সান্তোসের ১১১ বছরের দীর্ঘ ইতিহাসের ব্যত্যয় ঘটায় বিষয়টা ভালোভাবে নিতে পারেননি সমর্থকেরা। ম্যাচ হারের আগুনটা বাইরেও দেখিয়েছেন তাঁরা। সান্তোসের মাঠে ভিলা বেলমিরোর বাইরে রাস্তায়া পার্কিং করা বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেন সমর্থকেরা।
সান্তোসে খেলেই তারকা হয়ে উঠেছেন পেলে-নেইমাররা। শৈশবের ক্লাবের এমন দুর্দশা দেখে ব্যথিত হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সান্তোস সব সময় সান্তোসই থাকবে। আমরা আবারও হাসব।’ বেঁচে থাকলে নিশ্চয়ই নেইমারের মতোই কষ্ট পেতেন পেলে। গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি। তাঁর মৃত্যুর এক বছর পূর্ণ হতে না হতেই সান্তোসের আকাশে এমন দুঃসংবাদ।
২০ দলের টুর্নামেন্টে ১৭তম দল হিসেবে অবনমন হয়েছে সান্তোসের। ৩৮ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়েছে তারা। তাদের অবনমনে আর বাকি থাকল দুটি দল—ফ্লামেঙ্গো ও সাও পাওলো। সান্তোসের দুঃসংবাদের দিন টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে পালমেইরাস। সব মিলিয়ে সর্বোচ্চ ১২ বার জিতেছে তারা। ক্রুজেইরোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে।
দীর্ঘ ১১১ বছরের ইতিহাস সান্তোসের। ব্রাজিলের শীর্ষ লিগ থেকে কখনো অবনমন না হওয়ার। কিন্তু এবার সেই ইতিহাস তারা অক্ষত রাখতে পারল না। প্রথমবারের মতো ব্রাজিলের শীর্ষ লিগ ‘সিরি আ’ থেকে ‘সিরি বি’তে অবনমিত হতে হলো তাদের।
গতকাল নিজেদের শেষ ম্যাচে ফোর্তালেজার বিপক্ষে জিতলেই অবনমন এড়াতে পারত সান্তোস। কিন্তু ঘরের মাঠে ২-১ গোলে প্রতিপক্ষের কাছে হেরে বসে তারা। এই হারে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনও নিশ্চিত হয় তাদের।
সান্তোসের ১১১ বছরের দীর্ঘ ইতিহাসের ব্যত্যয় ঘটায় বিষয়টা ভালোভাবে নিতে পারেননি সমর্থকেরা। ম্যাচ হারের আগুনটা বাইরেও দেখিয়েছেন তাঁরা। সান্তোসের মাঠে ভিলা বেলমিরোর বাইরে রাস্তায়া পার্কিং করা বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেন সমর্থকেরা।
সান্তোসে খেলেই তারকা হয়ে উঠেছেন পেলে-নেইমাররা। শৈশবের ক্লাবের এমন দুর্দশা দেখে ব্যথিত হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সান্তোস সব সময় সান্তোসই থাকবে। আমরা আবারও হাসব।’ বেঁচে থাকলে নিশ্চয়ই নেইমারের মতোই কষ্ট পেতেন পেলে। গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি। তাঁর মৃত্যুর এক বছর পূর্ণ হতে না হতেই সান্তোসের আকাশে এমন দুঃসংবাদ।
২০ দলের টুর্নামেন্টে ১৭তম দল হিসেবে অবনমন হয়েছে সান্তোসের। ৩৮ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়েছে তারা। তাদের অবনমনে আর বাকি থাকল দুটি দল—ফ্লামেঙ্গো ও সাও পাওলো। সান্তোসের দুঃসংবাদের দিন টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে পালমেইরাস। সব মিলিয়ে সর্বোচ্চ ১২ বার জিতেছে তারা। ক্রুজেইরোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে।
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২১ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে