দীর্ঘ ১১১ বছরের ইতিহাস সান্তোসের। ব্রাজিলের শীর্ষ লিগ থেকে কখনো অবনমন না হওয়ার। কিন্তু এবার সেই ইতিহাস তারা অক্ষত রাখতে পারল না। প্রথমবারের মতো ব্রাজিলের শীর্ষ লিগ ‘সিরি আ’ থেকে ‘সিরি বি’তে অবনমিত হতে হলো তাদের।
গতকাল নিজেদের শেষ ম্যাচে ফোর্তালেজার বিপক্ষে জিতলেই অবনমন এড়াতে পারত সান্তোস। কিন্তু ঘরের মাঠে ২-১ গোলে প্রতিপক্ষের কাছে হেরে বসে তারা। এই হারে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনও নিশ্চিত হয় তাদের।
সান্তোসের ১১১ বছরের দীর্ঘ ইতিহাসের ব্যত্যয় ঘটায় বিষয়টা ভালোভাবে নিতে পারেননি সমর্থকেরা। ম্যাচ হারের আগুনটা বাইরেও দেখিয়েছেন তাঁরা। সান্তোসের মাঠে ভিলা বেলমিরোর বাইরে রাস্তায়া পার্কিং করা বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেন সমর্থকেরা।
সান্তোসে খেলেই তারকা হয়ে উঠেছেন পেলে-নেইমাররা। শৈশবের ক্লাবের এমন দুর্দশা দেখে ব্যথিত হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সান্তোস সব সময় সান্তোসই থাকবে। আমরা আবারও হাসব।’ বেঁচে থাকলে নিশ্চয়ই নেইমারের মতোই কষ্ট পেতেন পেলে। গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি। তাঁর মৃত্যুর এক বছর পূর্ণ হতে না হতেই সান্তোসের আকাশে এমন দুঃসংবাদ।
২০ দলের টুর্নামেন্টে ১৭তম দল হিসেবে অবনমন হয়েছে সান্তোসের। ৩৮ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়েছে তারা। তাদের অবনমনে আর বাকি থাকল দুটি দল—ফ্লামেঙ্গো ও সাও পাওলো। সান্তোসের দুঃসংবাদের দিন টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে পালমেইরাস। সব মিলিয়ে সর্বোচ্চ ১২ বার জিতেছে তারা। ক্রুজেইরোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে।
দীর্ঘ ১১১ বছরের ইতিহাস সান্তোসের। ব্রাজিলের শীর্ষ লিগ থেকে কখনো অবনমন না হওয়ার। কিন্তু এবার সেই ইতিহাস তারা অক্ষত রাখতে পারল না। প্রথমবারের মতো ব্রাজিলের শীর্ষ লিগ ‘সিরি আ’ থেকে ‘সিরি বি’তে অবনমিত হতে হলো তাদের।
গতকাল নিজেদের শেষ ম্যাচে ফোর্তালেজার বিপক্ষে জিতলেই অবনমন এড়াতে পারত সান্তোস। কিন্তু ঘরের মাঠে ২-১ গোলে প্রতিপক্ষের কাছে হেরে বসে তারা। এই হারে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনও নিশ্চিত হয় তাদের।
সান্তোসের ১১১ বছরের দীর্ঘ ইতিহাসের ব্যত্যয় ঘটায় বিষয়টা ভালোভাবে নিতে পারেননি সমর্থকেরা। ম্যাচ হারের আগুনটা বাইরেও দেখিয়েছেন তাঁরা। সান্তোসের মাঠে ভিলা বেলমিরোর বাইরে রাস্তায়া পার্কিং করা বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেন সমর্থকেরা।
সান্তোসে খেলেই তারকা হয়ে উঠেছেন পেলে-নেইমাররা। শৈশবের ক্লাবের এমন দুর্দশা দেখে ব্যথিত হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সান্তোস সব সময় সান্তোসই থাকবে। আমরা আবারও হাসব।’ বেঁচে থাকলে নিশ্চয়ই নেইমারের মতোই কষ্ট পেতেন পেলে। গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি। তাঁর মৃত্যুর এক বছর পূর্ণ হতে না হতেই সান্তোসের আকাশে এমন দুঃসংবাদ।
২০ দলের টুর্নামেন্টে ১৭তম দল হিসেবে অবনমন হয়েছে সান্তোসের। ৩৮ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়েছে তারা। তাদের অবনমনে আর বাকি থাকল দুটি দল—ফ্লামেঙ্গো ও সাও পাওলো। সান্তোসের দুঃসংবাদের দিন টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে পালমেইরাস। সব মিলিয়ে সর্বোচ্চ ১২ বার জিতেছে তারা। ক্রুজেইরোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৯ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে