Ajker Patrika

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

আর্সেনালের কাছে বিধ্বস্ত হওয়ার পর রিয়ালের দোষ স্বীকার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১০: ৫৩
জুড বেলিংহামের চেহারাই গতকাল রিয়াল মাদ্রিদের হতশ্রী পারফরম্যান্সের প্রতিচ্ছবি। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ছবি: এএফপি
জুড বেলিংহামের চেহারাই গতকাল রিয়াল মাদ্রিদের হতশ্রী পারফরম্যান্সের প্রতিচ্ছবি। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ছবি: এএফপি

বড় মঞ্চে রিয়াল মাদ্রিদের ভয়ংকর রূপটা তো অনেকেই দেখেছেন। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে লন্ডভন্ড করে দিয়ে ম্যাচ জয়ের রেকর্ড তাদের অনেক। কিন্তু গতকাল আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে একটু অচেনাই লাগল। আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়ে গেল কার্লো আনচেলত্তির রিয়াল।

এমিরেটস স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস লিগের আর্সেনাল-রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৫৭ মিনিট পর্যন্ত কোনো গোলই হয়নি। এখান থেকেই আর্সেনাল দেখায় তাদের জাদু। ৫৮ থেকে ৭৫—১৭ মিনিটে তিনটি গোল করে আর্সেনাল। যার মধ্যে ৫৮ ও ৭০ মিনিটে ফ্রি কিকে দুটি গোল করেন ডেকলান রাইস। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রাণপণ চেষ্টা করেও রাইসের গোল ঠেকাতে পারেননি।

আর্সেনালের কাছে ৩-০ গোলে হারের পর দায়টা নিজের কাঁধে নিচ্ছেন কোর্তোয়া। রিয়ালের গোলরক্ষকের কণ্ঠে ঝরেছে রাইসের জন্য প্রশংসাও। ম্যাচ শেষে মুভিস্টারকে কোর্তোয়া বললেন, ‘আমার মনে হচ্ছিল দেওয়ালের সামনে ভালোভাবে অবস্থান নিতে পেরেছি। সাধারণত অতিরিক্ত একজন মানুষ সেখানে রাখি। তার জন্য আমি দায় নিচ্ছি। আমি বুঝতে পারিনি রাইস সেভাবে বলটা বাঁক খাওয়াতে পারবে। আর দ্বিতীয় গোলটা অসাধারণ ছিল।’

প্রথমার্ধের বিরতির আগ মুহূর্তে আর্সেনালের নিশ্চিত কিছু আক্রমণ প্রতিহত করেন কোর্তোয়া। তবে ম্যাচ হেরে যাওয়ায় সতীর্থদের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ম্যাচে ৯টি ফাউল করেছে রিয়াল মাদ্রিদ। দলটির মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা দুইবার হলুদ কার্ড দেখে পেয়েছেন লাল কার্ড। ম্যাচ শেষে কোর্তোয়া বললেন, ‘যখন কোনো বিপদই ছিল না, তখন অপ্রয়োজনীয় ফাউল হয়েছে। আমরা সেই ফাউলগুলো না করলেও পারতাম।’

৩-০ গোলে হেরে গিয়ে বলতে গেলে কোণঠাসা হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। ঘুরে দাঁড়াতে হলে চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না কোচ আনচেলত্তি। এমনকি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্সেনালেরও প্রশংসা করেছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে। ভালো খেলার সুযোগ আছে। দেখি আমরা সেটা করতে পারি কি না। আজ (গত রাতে) আর্সেনাল আমাদের চেয়ে অনেক ভালো মানের ফুটবল খেলেছে।’

রাইসের জোড়া গোলের পাশাপাশি অপর গোল করেন মিকেল মেরিনো। ৭৫ মিনিটে মাইলস লুইস স্কেলির অ্যাসিস্টে গোল করেন মেরিনো। ৩-০ গোলে জয়ের ম্যাচে আর্সেনাল ছড়ি ঘুরিয়েছে রিয়ালের ওপর। ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্সেনাল নিয়েছে ১১ শট। আর রিয়ালের দখলে ছিল ৪৬ শতাংশ। আর্সেনালের লক্ষ্য বরাবর আনচেলত্তির দল করেছে ৩ শট। ১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত