Ajker Patrika

কোপায় ভক্ত-খেলোয়াড়দের মারামারি নিয়ে তদন্ত করছে কনমেবল

আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৬: ০৬
কোপায় ভক্ত-খেলোয়াড়দের মারামারি নিয়ে তদন্ত করছে কনমেবল

ফুটবল মাঠ তো নয়, উত্তর ক্যারোলিনার ব্যাংক অব স্টেডিয়াম গতকাল ‘কুরুক্ষেত্র’ হয়ে গিয়েছিল। কোপার দ্বিতীয় সেমিফাইনাল উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ শেষে খেলোয়াড়-ভক্ত-সমর্থকেরা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। সহিংস ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। 

দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল গত রাতে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে সহিংসতার ব্যাপারে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছে। লাতিন আমেরিকার অভিভাবক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘কী ঘটেছে, সেটা বুঝতে এরই মধ্যে কনমেবল তদন্ত শুরু করে দিয়েছে। ম্যাচ শেষে যাঁরা সহিংসতায় জড়িয়েছেন, তাঁদের খুঁজে বের করতে অভিযান চলছে। বিশ্ব ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন ন্যক্কারজনক কাজ কখনো বরদাস্ত করব না। খেলার আবেগ যখন সহিংসতায় পরিণত হয়, তখন সেটা কোনোমতেই মেনে নেওয়া যায় না।’ 

উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান উরুগুয়ের খেলোয়াড়েরা। ডারউইন নুনিয়েজ ও রোনাল্ড আরাউহো উরুগুয়ের এই ফুটবলার মারামারিতে খুবই আগ্রহী ছিলেন। গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের লক্ষ্য করে ঘুষি মেরেছেন দুজনই। উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গ্যালারিতে ফুটবলারদের পরিবারও এসেছিল ম্যাচ দেখতে। পরিবারকে রক্ষার্থেই খেলোয়াড়েরা এত বেপরোয়া হয়ে ওঠেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দর্শক-খেলোয়াড় হাতাহাতির ঘটনার আগেই ঘটেছে  উরুগুয়ে-কলম্বিয়া দুই দলের খেলোয়াড়-স্টাফদের মধ্যকার মারামারির ঘটনা।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়া। আর্জেন্টিনার জন্য এবার সেটা শিরোপা ধরে রাখার মিশন।

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত