প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোট পাওয়ার পর একটা শঙ্কা জেগেছিল—বিশ্বকাপ থেকে আবারও ছিটকে যেতে পারেন নেইমার। তবে শেষ পর্যন্ত ছিটকে যাননি তিনি। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে ছিটকে গেলেও শেষ ষোলোয় ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা।
সব শঙ্কা কাটিয়ে শুধু বিশ্বকাপে ফেরেননি, দুর্দান্ত খেলেছেন নেইমার। গতকাল রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অসাধারণ নৈপুণ্যে ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছেন তিনি। তবে দলে ফেরাটা তাঁর জন্য কঠিন ছিল। চোট তাঁকে অনেক কিছুই ভাবিয়ে তুলেছিল। চোটর পর ভয় আর অনিশ্চয়তায় সারা রাত কান্না করেছিলেন নেইমার।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় শেষে স্পোর টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন নেইমার। তিনি বলেছেন, ‘নিশ্চিতভাবেই, সে সময় (চোটের সময়) অনেক ভয়ে ছিলাম। ভালো খেলছিলাম, খুব ভালো একটি মৌসুম কাটছিল। এ সময় চোট মেনে নেওয়া খুব কঠিন। সারা রাত প্রচুর কেঁদেছি। আমার পরিবার জানে। পরে সবকিছুই সঠিকভাবে হয়েছে।’
চোট কাটিয়ে উঠতে ফিজিওর সঙ্গে অনেক পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন নেইমার। পিএসজি তারকা বলেছেন, ‘প্রচেষ্টা অনেক মূল্যবান ছিল। চোটের দিন বেলা ১১টা পর্যন্ত ফিজিওথেপারিস্টের সঙ্গে কাজ করি। আর অন্যান্য দিন সকাল ৫টা, ৬টা পর্যন্ত কাজ চলত।’
তাঁর সব পরিশ্রম সফল হবে যদি এবারের বিশ্বকাপ জিততে পারেন নেইমার। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘সব কষ্ট পূর্ণতা পাবে যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি। এখন দলের জয়ে সবকিছু করতে প্রস্তুত। বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই কাতারে এসেছি।’
নিজের কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন তাঁদের ধন্যবাদও জানিয়েছেন নেইমার। ৩০ বছর বয়সী এই সুপারস্টার বলেছেন, ‘যখন চোটে পড়লাম, তখন হাজারতম ঘটনা ঘটেছিল। যেমন—অনিশ্চয়তা, ভয়... । তবে এ সময় আমি পরিবার ও সতীর্থদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি। মানসিকভাবে শক্ত থাকতে অনেক উদ্দীপনাময় ভালো ভালো বার্তা পেয়েছি। বার্তাগুলো আমাকে অনেক সাহস জুগিয়েছে। যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন এবং বার্তা পাঠিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। যদিও এটা যথেষ্ট নয়।’
শেষ ষোলোয় গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ব্রাজিল। দলের হয়ে গোল চারটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা। আর দক্ষিণ কোরিয়া হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন পাইক সিউং-হো। এই জয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল।
প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোট পাওয়ার পর একটা শঙ্কা জেগেছিল—বিশ্বকাপ থেকে আবারও ছিটকে যেতে পারেন নেইমার। তবে শেষ পর্যন্ত ছিটকে যাননি তিনি। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে ছিটকে গেলেও শেষ ষোলোয় ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা।
সব শঙ্কা কাটিয়ে শুধু বিশ্বকাপে ফেরেননি, দুর্দান্ত খেলেছেন নেইমার। গতকাল রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অসাধারণ নৈপুণ্যে ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছেন তিনি। তবে দলে ফেরাটা তাঁর জন্য কঠিন ছিল। চোট তাঁকে অনেক কিছুই ভাবিয়ে তুলেছিল। চোটর পর ভয় আর অনিশ্চয়তায় সারা রাত কান্না করেছিলেন নেইমার।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় শেষে স্পোর টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন নেইমার। তিনি বলেছেন, ‘নিশ্চিতভাবেই, সে সময় (চোটের সময়) অনেক ভয়ে ছিলাম। ভালো খেলছিলাম, খুব ভালো একটি মৌসুম কাটছিল। এ সময় চোট মেনে নেওয়া খুব কঠিন। সারা রাত প্রচুর কেঁদেছি। আমার পরিবার জানে। পরে সবকিছুই সঠিকভাবে হয়েছে।’
চোট কাটিয়ে উঠতে ফিজিওর সঙ্গে অনেক পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন নেইমার। পিএসজি তারকা বলেছেন, ‘প্রচেষ্টা অনেক মূল্যবান ছিল। চোটের দিন বেলা ১১টা পর্যন্ত ফিজিওথেপারিস্টের সঙ্গে কাজ করি। আর অন্যান্য দিন সকাল ৫টা, ৬টা পর্যন্ত কাজ চলত।’
তাঁর সব পরিশ্রম সফল হবে যদি এবারের বিশ্বকাপ জিততে পারেন নেইমার। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘সব কষ্ট পূর্ণতা পাবে যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি। এখন দলের জয়ে সবকিছু করতে প্রস্তুত। বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই কাতারে এসেছি।’
নিজের কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন তাঁদের ধন্যবাদও জানিয়েছেন নেইমার। ৩০ বছর বয়সী এই সুপারস্টার বলেছেন, ‘যখন চোটে পড়লাম, তখন হাজারতম ঘটনা ঘটেছিল। যেমন—অনিশ্চয়তা, ভয়... । তবে এ সময় আমি পরিবার ও সতীর্থদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি। মানসিকভাবে শক্ত থাকতে অনেক উদ্দীপনাময় ভালো ভালো বার্তা পেয়েছি। বার্তাগুলো আমাকে অনেক সাহস জুগিয়েছে। যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন এবং বার্তা পাঠিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। যদিও এটা যথেষ্ট নয়।’
শেষ ষোলোয় গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ব্রাজিল। দলের হয়ে গোল চারটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা। আর দক্ষিণ কোরিয়া হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন পাইক সিউং-হো। এই জয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল।
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৩ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
৪ ঘণ্টা আগে