পেশাদারিত্ব বলে কথা। গত জুলাইয়ের শেষ দিকে বিয়ের পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন মোহামেদ বুয়া তুরে। কিন্তু নিজের বিয়েতেও যেতে পারেননি সিয়েরা লিয়ন স্ট্রাইকার। পরিবর্তে তাঁর গার্লফ্রেন্ড সুয়াদ বেইদেনের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে পাঠালেন তাঁর ভাইকে।
পেশাদারি ফুটবলে বুয়া তুরে চাইনিজ ক্লাব হেনান সংসান লংম্যান ছেড়ে নতুন চুক্তি করেছেন মালমোর এফএফের সঙ্গে। কিন্তু সুইডিশ ক্লাবটি তাঁকে বিয়ের পিঁড়িতে বসার জন্য দেশে ফেরার অনুমতি দেয়নি। দ্রুত একসঙ্গে দুই জায়গায় যাওয়াও তাঁর পক্ষে অসম্ভব ছিল। অবশ্য তাতেও আটকায়নি ২৭ বছর বয়সী এই তারকার বিয়ে।
পরিস্থিতি এমন দাঁড়ায়, বিয়ের কার্য সম্পাদনের জন্য বুয়া তুরে পাঠান তাঁর ভাইকে। দুজনের মধ্যে রয়েছে দারুণ ভ্রাতৃত্বের বন্ধন। তাই বুয়া তুরের এই সিদ্ধান্ত। নিজের বিয়ের এমন কাহিনি সুইডিশ পত্রিকা আফেতাব্লাদেতকে জানিয়েছেন এই স্ট্রাইকার, ‘আমরা ২১ জুলাই সিয়েরা লিওনে বিয়ে করি। কিন্তু আমি বিয়েতে যেতে পারিনি। কারণ মালমো আমাকে আগেই চলে আসতে বলেছিল।’
অবশ্য এক জায়গায় বুয়া তুরের তারিফ করতেই হয়। আগেই বর সেজে নববধুর সঙ্গে বিয়ের ফটোশুট করে রাখেন তিনি। এই আফ্রিকান ফুটবলারের কথা শুনলে আশ্চর্যই হতে হয়, ‘আমরা আগেই ফটোশুট করে রেখেছিলাম। তাই মনে হবে আমি সেখানে (বিয়ের অনুষ্ঠানে) ছিলাম। তবে আমি ছিলাম না। আমার ভাই বিয়ের অনুষ্ঠানে আমার প্রতিনিধিত্ব করে।’
এখন নববধূকে কাছে পেতে অপেক্ষা করতে হচ্ছে বুয়া তুরেকে। দুজনে পরিকল্পনা করেছেন বছর শেষে ভ্রমণে যাওয়ার। সুইডিশ লিগ জিতে হানিমুনে যেতে চান তিনি, ‘আমি তাকে (বান্ধবী) সুইডেনে আনার চেষ্টা করছি। সে এখানে আমার সঙ্গে বাস করবে। প্রথমে আমরা লিগ জিতব, তারপর হানিমুনে যাব।’
পেশাদারিত্ব বলে কথা। গত জুলাইয়ের শেষ দিকে বিয়ের পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন মোহামেদ বুয়া তুরে। কিন্তু নিজের বিয়েতেও যেতে পারেননি সিয়েরা লিয়ন স্ট্রাইকার। পরিবর্তে তাঁর গার্লফ্রেন্ড সুয়াদ বেইদেনের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে পাঠালেন তাঁর ভাইকে।
পেশাদারি ফুটবলে বুয়া তুরে চাইনিজ ক্লাব হেনান সংসান লংম্যান ছেড়ে নতুন চুক্তি করেছেন মালমোর এফএফের সঙ্গে। কিন্তু সুইডিশ ক্লাবটি তাঁকে বিয়ের পিঁড়িতে বসার জন্য দেশে ফেরার অনুমতি দেয়নি। দ্রুত একসঙ্গে দুই জায়গায় যাওয়াও তাঁর পক্ষে অসম্ভব ছিল। অবশ্য তাতেও আটকায়নি ২৭ বছর বয়সী এই তারকার বিয়ে।
পরিস্থিতি এমন দাঁড়ায়, বিয়ের কার্য সম্পাদনের জন্য বুয়া তুরে পাঠান তাঁর ভাইকে। দুজনের মধ্যে রয়েছে দারুণ ভ্রাতৃত্বের বন্ধন। তাই বুয়া তুরের এই সিদ্ধান্ত। নিজের বিয়ের এমন কাহিনি সুইডিশ পত্রিকা আফেতাব্লাদেতকে জানিয়েছেন এই স্ট্রাইকার, ‘আমরা ২১ জুলাই সিয়েরা লিওনে বিয়ে করি। কিন্তু আমি বিয়েতে যেতে পারিনি। কারণ মালমো আমাকে আগেই চলে আসতে বলেছিল।’
অবশ্য এক জায়গায় বুয়া তুরের তারিফ করতেই হয়। আগেই বর সেজে নববধুর সঙ্গে বিয়ের ফটোশুট করে রাখেন তিনি। এই আফ্রিকান ফুটবলারের কথা শুনলে আশ্চর্যই হতে হয়, ‘আমরা আগেই ফটোশুট করে রেখেছিলাম। তাই মনে হবে আমি সেখানে (বিয়ের অনুষ্ঠানে) ছিলাম। তবে আমি ছিলাম না। আমার ভাই বিয়ের অনুষ্ঠানে আমার প্রতিনিধিত্ব করে।’
এখন নববধূকে কাছে পেতে অপেক্ষা করতে হচ্ছে বুয়া তুরেকে। দুজনে পরিকল্পনা করেছেন বছর শেষে ভ্রমণে যাওয়ার। সুইডিশ লিগ জিতে হানিমুনে যেতে চান তিনি, ‘আমি তাকে (বান্ধবী) সুইডেনে আনার চেষ্টা করছি। সে এখানে আমার সঙ্গে বাস করবে। প্রথমে আমরা লিগ জিতব, তারপর হানিমুনে যাব।’
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
১ ঘণ্টা আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
২ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে