পেশাদারিত্ব বলে কথা। গত জুলাইয়ের শেষ দিকে বিয়ের পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন মোহামেদ বুয়া তুরে। কিন্তু নিজের বিয়েতেও যেতে পারেননি সিয়েরা লিয়ন স্ট্রাইকার। পরিবর্তে তাঁর গার্লফ্রেন্ড সুয়াদ বেইদেনের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে পাঠালেন তাঁর ভাইকে।
পেশাদারি ফুটবলে বুয়া তুরে চাইনিজ ক্লাব হেনান সংসান লংম্যান ছেড়ে নতুন চুক্তি করেছেন মালমোর এফএফের সঙ্গে। কিন্তু সুইডিশ ক্লাবটি তাঁকে বিয়ের পিঁড়িতে বসার জন্য দেশে ফেরার অনুমতি দেয়নি। দ্রুত একসঙ্গে দুই জায়গায় যাওয়াও তাঁর পক্ষে অসম্ভব ছিল। অবশ্য তাতেও আটকায়নি ২৭ বছর বয়সী এই তারকার বিয়ে।
পরিস্থিতি এমন দাঁড়ায়, বিয়ের কার্য সম্পাদনের জন্য বুয়া তুরে পাঠান তাঁর ভাইকে। দুজনের মধ্যে রয়েছে দারুণ ভ্রাতৃত্বের বন্ধন। তাই বুয়া তুরের এই সিদ্ধান্ত। নিজের বিয়ের এমন কাহিনি সুইডিশ পত্রিকা আফেতাব্লাদেতকে জানিয়েছেন এই স্ট্রাইকার, ‘আমরা ২১ জুলাই সিয়েরা লিওনে বিয়ে করি। কিন্তু আমি বিয়েতে যেতে পারিনি। কারণ মালমো আমাকে আগেই চলে আসতে বলেছিল।’
অবশ্য এক জায়গায় বুয়া তুরের তারিফ করতেই হয়। আগেই বর সেজে নববধুর সঙ্গে বিয়ের ফটোশুট করে রাখেন তিনি। এই আফ্রিকান ফুটবলারের কথা শুনলে আশ্চর্যই হতে হয়, ‘আমরা আগেই ফটোশুট করে রেখেছিলাম। তাই মনে হবে আমি সেখানে (বিয়ের অনুষ্ঠানে) ছিলাম। তবে আমি ছিলাম না। আমার ভাই বিয়ের অনুষ্ঠানে আমার প্রতিনিধিত্ব করে।’
এখন নববধূকে কাছে পেতে অপেক্ষা করতে হচ্ছে বুয়া তুরেকে। দুজনে পরিকল্পনা করেছেন বছর শেষে ভ্রমণে যাওয়ার। সুইডিশ লিগ জিতে হানিমুনে যেতে চান তিনি, ‘আমি তাকে (বান্ধবী) সুইডেনে আনার চেষ্টা করছি। সে এখানে আমার সঙ্গে বাস করবে। প্রথমে আমরা লিগ জিতব, তারপর হানিমুনে যাব।’
পেশাদারিত্ব বলে কথা। গত জুলাইয়ের শেষ দিকে বিয়ের পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন মোহামেদ বুয়া তুরে। কিন্তু নিজের বিয়েতেও যেতে পারেননি সিয়েরা লিয়ন স্ট্রাইকার। পরিবর্তে তাঁর গার্লফ্রেন্ড সুয়াদ বেইদেনের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে পাঠালেন তাঁর ভাইকে।
পেশাদারি ফুটবলে বুয়া তুরে চাইনিজ ক্লাব হেনান সংসান লংম্যান ছেড়ে নতুন চুক্তি করেছেন মালমোর এফএফের সঙ্গে। কিন্তু সুইডিশ ক্লাবটি তাঁকে বিয়ের পিঁড়িতে বসার জন্য দেশে ফেরার অনুমতি দেয়নি। দ্রুত একসঙ্গে দুই জায়গায় যাওয়াও তাঁর পক্ষে অসম্ভব ছিল। অবশ্য তাতেও আটকায়নি ২৭ বছর বয়সী এই তারকার বিয়ে।
পরিস্থিতি এমন দাঁড়ায়, বিয়ের কার্য সম্পাদনের জন্য বুয়া তুরে পাঠান তাঁর ভাইকে। দুজনের মধ্যে রয়েছে দারুণ ভ্রাতৃত্বের বন্ধন। তাই বুয়া তুরের এই সিদ্ধান্ত। নিজের বিয়ের এমন কাহিনি সুইডিশ পত্রিকা আফেতাব্লাদেতকে জানিয়েছেন এই স্ট্রাইকার, ‘আমরা ২১ জুলাই সিয়েরা লিওনে বিয়ে করি। কিন্তু আমি বিয়েতে যেতে পারিনি। কারণ মালমো আমাকে আগেই চলে আসতে বলেছিল।’
অবশ্য এক জায়গায় বুয়া তুরের তারিফ করতেই হয়। আগেই বর সেজে নববধুর সঙ্গে বিয়ের ফটোশুট করে রাখেন তিনি। এই আফ্রিকান ফুটবলারের কথা শুনলে আশ্চর্যই হতে হয়, ‘আমরা আগেই ফটোশুট করে রেখেছিলাম। তাই মনে হবে আমি সেখানে (বিয়ের অনুষ্ঠানে) ছিলাম। তবে আমি ছিলাম না। আমার ভাই বিয়ের অনুষ্ঠানে আমার প্রতিনিধিত্ব করে।’
এখন নববধূকে কাছে পেতে অপেক্ষা করতে হচ্ছে বুয়া তুরেকে। দুজনে পরিকল্পনা করেছেন বছর শেষে ভ্রমণে যাওয়ার। সুইডিশ লিগ জিতে হানিমুনে যেতে চান তিনি, ‘আমি তাকে (বান্ধবী) সুইডেনে আনার চেষ্টা করছি। সে এখানে আমার সঙ্গে বাস করবে। প্রথমে আমরা লিগ জিতব, তারপর হানিমুনে যাব।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে