প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির দায়ে নিষেধাজ্ঞার কলঙ্ক বয়ে বেড়াচ্ছিলেন দুজন। আদালত-জেল-আদালত করেই কাটছিল তাঁদের দিন। বারবার নিজেদের নির্দোষ দাবি করলেও মানুষের মধ্যে অবিশ্বাস্যের ঘোর লেগেই ছিল।
অবশেষে ন্যায্য বিচার পেলেন সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি। ফিফা ও উয়েফার সাবেক সভাপতির দেহ-মন থেকে মুছে গেল কলঙ্কের দাগ। তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়েছেন সুইজারল্যান্ডের আদালত।
২০১১ সালে ফরাসি কিংবদন্তি প্লাতিনিকে নাকি ২ মিলিয়ন সুইস ফ্রাঁ (১৯ কোটি টাকা) অনৈতিকভাবে দিয়েছিলেন ব্ল্যাটার। এ ছাড়া অসদুপায়ে কাতারকে ২০২২ বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দেওয়ার পেছনেও তাঁর হাত ছিল বলে শোনা গেছে।
১৭ বছর দোর্দণ্ড প্রতাপে ফুটবল বিশ্বের ছড়ি ঘোরানো ব্ল্যাটার ও তিনটি ব্যালন ডি’অর জয়ী প্লাতিনিকে ২০১৫ সালের জুনে নিষিদ্ধে করেছিল ফিফার নীতি নির্ধারণ কমিটি। ফিফার আইনজীবীরা দুজনেরই অন্তত ২০ বছর করে কারাদণ্ড চেয়েছিলেন। তবে বিচারক কোনো ত্রুটি খুঁজে না পাওয়ায় ব্ল্যাটার-প্লাতিনির পক্ষে রায় দেন। এমনকি ওই ১৯ কোটি টাকা প্লাতিনিকে ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেন।
কলঙ্কের দাগ মুছে আদালত থেকে বেরোতেই ব্ল্যাটার-প্লাতিনিকে মৌমাছির মতো ঘিরে ফেলেন সাংবাদিকেরা। মুক্তির দিনে নিজেদের আবেগ লুকোতে পারেননি তাঁরা।
৮৬ বছর বয়সী ব্ল্যাটার বলেছেন, ‘আমার লড়াইটা অন্যায়-অবিচারের বিরুদ্ধে। সেই লড়াইয়ের প্রথম ধাপে আমি জিতলাম।’
প্লাতিনি বলেছেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলতে চাই, গত সাত বছর ধরে যে মিথ্যাচারের ওপর দাঁড়িয়ে ছিলাম, আজ সেটার সুবিচার পেলাম।’
প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির দায়ে নিষেধাজ্ঞার কলঙ্ক বয়ে বেড়াচ্ছিলেন দুজন। আদালত-জেল-আদালত করেই কাটছিল তাঁদের দিন। বারবার নিজেদের নির্দোষ দাবি করলেও মানুষের মধ্যে অবিশ্বাস্যের ঘোর লেগেই ছিল।
অবশেষে ন্যায্য বিচার পেলেন সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি। ফিফা ও উয়েফার সাবেক সভাপতির দেহ-মন থেকে মুছে গেল কলঙ্কের দাগ। তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়েছেন সুইজারল্যান্ডের আদালত।
২০১১ সালে ফরাসি কিংবদন্তি প্লাতিনিকে নাকি ২ মিলিয়ন সুইস ফ্রাঁ (১৯ কোটি টাকা) অনৈতিকভাবে দিয়েছিলেন ব্ল্যাটার। এ ছাড়া অসদুপায়ে কাতারকে ২০২২ বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দেওয়ার পেছনেও তাঁর হাত ছিল বলে শোনা গেছে।
১৭ বছর দোর্দণ্ড প্রতাপে ফুটবল বিশ্বের ছড়ি ঘোরানো ব্ল্যাটার ও তিনটি ব্যালন ডি’অর জয়ী প্লাতিনিকে ২০১৫ সালের জুনে নিষিদ্ধে করেছিল ফিফার নীতি নির্ধারণ কমিটি। ফিফার আইনজীবীরা দুজনেরই অন্তত ২০ বছর করে কারাদণ্ড চেয়েছিলেন। তবে বিচারক কোনো ত্রুটি খুঁজে না পাওয়ায় ব্ল্যাটার-প্লাতিনির পক্ষে রায় দেন। এমনকি ওই ১৯ কোটি টাকা প্লাতিনিকে ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেন।
কলঙ্কের দাগ মুছে আদালত থেকে বেরোতেই ব্ল্যাটার-প্লাতিনিকে মৌমাছির মতো ঘিরে ফেলেন সাংবাদিকেরা। মুক্তির দিনে নিজেদের আবেগ লুকোতে পারেননি তাঁরা।
৮৬ বছর বয়সী ব্ল্যাটার বলেছেন, ‘আমার লড়াইটা অন্যায়-অবিচারের বিরুদ্ধে। সেই লড়াইয়ের প্রথম ধাপে আমি জিতলাম।’
প্লাতিনি বলেছেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলতে চাই, গত সাত বছর ধরে যে মিথ্যাচারের ওপর দাঁড়িয়ে ছিলাম, আজ সেটার সুবিচার পেলাম।’
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে