প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির দায়ে নিষেধাজ্ঞার কলঙ্ক বয়ে বেড়াচ্ছিলেন দুজন। আদালত-জেল-আদালত করেই কাটছিল তাঁদের দিন। বারবার নিজেদের নির্দোষ দাবি করলেও মানুষের মধ্যে অবিশ্বাস্যের ঘোর লেগেই ছিল।
অবশেষে ন্যায্য বিচার পেলেন সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি। ফিফা ও উয়েফার সাবেক সভাপতির দেহ-মন থেকে মুছে গেল কলঙ্কের দাগ। তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়েছেন সুইজারল্যান্ডের আদালত।
২০১১ সালে ফরাসি কিংবদন্তি প্লাতিনিকে নাকি ২ মিলিয়ন সুইস ফ্রাঁ (১৯ কোটি টাকা) অনৈতিকভাবে দিয়েছিলেন ব্ল্যাটার। এ ছাড়া অসদুপায়ে কাতারকে ২০২২ বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দেওয়ার পেছনেও তাঁর হাত ছিল বলে শোনা গেছে।
১৭ বছর দোর্দণ্ড প্রতাপে ফুটবল বিশ্বের ছড়ি ঘোরানো ব্ল্যাটার ও তিনটি ব্যালন ডি’অর জয়ী প্লাতিনিকে ২০১৫ সালের জুনে নিষিদ্ধে করেছিল ফিফার নীতি নির্ধারণ কমিটি। ফিফার আইনজীবীরা দুজনেরই অন্তত ২০ বছর করে কারাদণ্ড চেয়েছিলেন। তবে বিচারক কোনো ত্রুটি খুঁজে না পাওয়ায় ব্ল্যাটার-প্লাতিনির পক্ষে রায় দেন। এমনকি ওই ১৯ কোটি টাকা প্লাতিনিকে ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেন।
কলঙ্কের দাগ মুছে আদালত থেকে বেরোতেই ব্ল্যাটার-প্লাতিনিকে মৌমাছির মতো ঘিরে ফেলেন সাংবাদিকেরা। মুক্তির দিনে নিজেদের আবেগ লুকোতে পারেননি তাঁরা।
৮৬ বছর বয়সী ব্ল্যাটার বলেছেন, ‘আমার লড়াইটা অন্যায়-অবিচারের বিরুদ্ধে। সেই লড়াইয়ের প্রথম ধাপে আমি জিতলাম।’
প্লাতিনি বলেছেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলতে চাই, গত সাত বছর ধরে যে মিথ্যাচারের ওপর দাঁড়িয়ে ছিলাম, আজ সেটার সুবিচার পেলাম।’
প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির দায়ে নিষেধাজ্ঞার কলঙ্ক বয়ে বেড়াচ্ছিলেন দুজন। আদালত-জেল-আদালত করেই কাটছিল তাঁদের দিন। বারবার নিজেদের নির্দোষ দাবি করলেও মানুষের মধ্যে অবিশ্বাস্যের ঘোর লেগেই ছিল।
অবশেষে ন্যায্য বিচার পেলেন সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি। ফিফা ও উয়েফার সাবেক সভাপতির দেহ-মন থেকে মুছে গেল কলঙ্কের দাগ। তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়েছেন সুইজারল্যান্ডের আদালত।
২০১১ সালে ফরাসি কিংবদন্তি প্লাতিনিকে নাকি ২ মিলিয়ন সুইস ফ্রাঁ (১৯ কোটি টাকা) অনৈতিকভাবে দিয়েছিলেন ব্ল্যাটার। এ ছাড়া অসদুপায়ে কাতারকে ২০২২ বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দেওয়ার পেছনেও তাঁর হাত ছিল বলে শোনা গেছে।
১৭ বছর দোর্দণ্ড প্রতাপে ফুটবল বিশ্বের ছড়ি ঘোরানো ব্ল্যাটার ও তিনটি ব্যালন ডি’অর জয়ী প্লাতিনিকে ২০১৫ সালের জুনে নিষিদ্ধে করেছিল ফিফার নীতি নির্ধারণ কমিটি। ফিফার আইনজীবীরা দুজনেরই অন্তত ২০ বছর করে কারাদণ্ড চেয়েছিলেন। তবে বিচারক কোনো ত্রুটি খুঁজে না পাওয়ায় ব্ল্যাটার-প্লাতিনির পক্ষে রায় দেন। এমনকি ওই ১৯ কোটি টাকা প্লাতিনিকে ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেন।
কলঙ্কের দাগ মুছে আদালত থেকে বেরোতেই ব্ল্যাটার-প্লাতিনিকে মৌমাছির মতো ঘিরে ফেলেন সাংবাদিকেরা। মুক্তির দিনে নিজেদের আবেগ লুকোতে পারেননি তাঁরা।
৮৬ বছর বয়সী ব্ল্যাটার বলেছেন, ‘আমার লড়াইটা অন্যায়-অবিচারের বিরুদ্ধে। সেই লড়াইয়ের প্রথম ধাপে আমি জিতলাম।’
প্লাতিনি বলেছেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলতে চাই, গত সাত বছর ধরে যে মিথ্যাচারের ওপর দাঁড়িয়ে ছিলাম, আজ সেটার সুবিচার পেলাম।’
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৩ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩০ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে