নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের নারী ফুটবলের ঘরোয়া লিগের কাঠামো এখনো তথৈবচ। নামকাওয়াস্তে মাঝেসাজে যে একটি নারী লিগ আয়োজন হয় তার মান নিয়েও আছে বিশাল বড় প্রশ্ন চিহ্ন! নড়বড়ে কাঠামোর নারী ফুটবলে হঠাৎ করেই চমক ফ্র্যাঞ্চাইজি ‘বাংলাদেশ উইমেন্স সুপার লিগ’!
ছেলেদের ফুটবলে ভারতের আদলে হবে ফ্র্যাঞ্চাইজি লিগ, এমনটা শোনা যাচ্ছিল কত কয়েক বছর ধরে। ধুঁকতে থাকা ছেলেদের ফুটবল থেকে নজর সরিয়ে দিয়ে চমক হয়ে এসেছে উইমেন্স সুপার লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে-স্পোর্টসের যৌথ উদ্যোগে যে টুর্নামেন্টের প্রস্তাবিত সূচি আগামী মে মাসে।
গত বছর নেপালে নারী সাফ জয়ের পর বাংলাদেশের ফুটবল যেন এখন কেবল নারী কেন্দ্রিক। তাই কে-স্পোর্টসের ফ্র্যাঞ্চাইজি ফুটবলের আয়োজন নারী ফুটবলকে ঘিরে। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল টুর্নামেন্টের ঘোষণা এবং লোগো উন্মোচন। কে-স্পোর্টসের দাবি, বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উইমেন্স সুপার লিগ!
উইমেন্স সুপার লিগের প্রস্তাবিত সূচি আগামী মে মাস। ৫ থেকে ৬ দল নিয়ে হতে পারে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রস্তাবিত ম্যাচের সংখ্যা ১৯ থেকে ২৪। ভেন্যু হতে পারে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনা ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। নারীদের ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলার খেলানোর ব্যবস্থা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে আনা হবে বিদেশি ফুটবলার। কোটা পদ্ধতিতে ফুটবলার আসবে দক্ষিণ এশিয়া ও ফিফা ভুক্ত দেশ থেকে। তিন বিদেশির সঙ্গে চাইলে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ যোগ করতে পারবেন আরও দুই বিদেশি ফুটবলার। তবে এসব কিছুই প্রস্তাবিত বলে জানিয়েছেন কে-স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ এম এ করিম। ফুটবলারদের পারিশ্রমিক কত হবে সেটা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ফুটবলে কী লাভ হবে মেয়েদের? বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দাবি, এই লিগ থেকে আয়ের রাস্তা খুলে গেল মেয়েদের। তিনি বলেছেন, ‘এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মেয়েরা অতিরিক্ত টাকা পাবে আর খেলার সুযোগ পাবে। যে পয়সা ওরা পায় এখন সেটা বড় নয়। কিছু টাকা আয়ের রাস্তা বের করে দিতে পারলে ভালো হবে।’ বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের দাবি,‘এখন আমরা একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এই লিগ মেয়েদের ফুটবল আরও উচ্চতায় নিয়ে যাবে।’
ফ্র্যাঞ্চাইজি নিয়ে যখন খুব আশাবাদ বাফুফের। কিন্তু নারী ফুটবলে সাফল্য আসার পরও নারীদের পেশাদার লিগ কেন আয়োজন করতে পারল না বাফুফে সেই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বললেন, ‘ক্লাবের মালিকদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। সবাই বলে করছি, দেখছি। আমি তো কারও ঘাড়ে ধরতে পারব না। আশা করছি ফ্র্যাঞ্চাইজি দেখে ক্লাবগুলো আশাবাদী হয় তাহলে সেটা ফুটবলের জন্যই ভালো।’
ঠিকভাবে আয়োজন হলে নারী ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও ফুটবলারদের সচ্ছলতা আসবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবলের অধিনায়ক সাবিনা খাতুন। তবে এক আসর পরেই উইমেন্স সুপার লিগের পথচলা থেমে যাবে কি না তা নিয়ে সন্দিহান সাবিনা, ‘এই লিগ চলমান থাকতে হবে। একবার শুরু করে থেমে গেলে হবে না। একে চলমান রাখতে হবে। লিগ চললে এখান থেকে অবশ্যই ভালো খেলোয়াড় উঠে আসবে, ফুটবলাররাও উৎসাহী হবে যে ভালো খেললে এই লিগ থেকে উপার্জন সম্ভব। আমাদের খেলোয়াড় উঠে আসলেও মানসম্মত খেলোয়াড়ের অভাব আছে। মেয়েরা যখন দেখবে এখান থেকে উপার্জন হচ্ছে তখন তারা পরের বছরের জন্য পরিশ্রম করবে।’
কাদের নিয়ে, কখন, কত পারিশ্রমিক এসব বিষয় প্রশ্নের পর্যায়ে থাকলেও লোগো উন্মোচনটা হয়ে জমকালো। অনুষ্ঠানে এসেছিলেন আজমেরী হক বাঁধন, তানজিন তিশা, সংগীত শিল্পী শারমিন সুলতানা সুমিদের মতো রঙিন জগতের তারকারা। তবে এদের ছাপিয়ে আলো কেড়েছেন ফ্রি-স্টাইল ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী আগুসকা ও প্যাট্রিক। ফ্রি-স্টাইলে নানা কারিকুরি দেখিয়ে মন ভরিয়েছেন দুই জার্মান।
বাংলাদেশের নারী ফুটবলের ঘরোয়া লিগের কাঠামো এখনো তথৈবচ। নামকাওয়াস্তে মাঝেসাজে যে একটি নারী লিগ আয়োজন হয় তার মান নিয়েও আছে বিশাল বড় প্রশ্ন চিহ্ন! নড়বড়ে কাঠামোর নারী ফুটবলে হঠাৎ করেই চমক ফ্র্যাঞ্চাইজি ‘বাংলাদেশ উইমেন্স সুপার লিগ’!
ছেলেদের ফুটবলে ভারতের আদলে হবে ফ্র্যাঞ্চাইজি লিগ, এমনটা শোনা যাচ্ছিল কত কয়েক বছর ধরে। ধুঁকতে থাকা ছেলেদের ফুটবল থেকে নজর সরিয়ে দিয়ে চমক হয়ে এসেছে উইমেন্স সুপার লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে-স্পোর্টসের যৌথ উদ্যোগে যে টুর্নামেন্টের প্রস্তাবিত সূচি আগামী মে মাসে।
গত বছর নেপালে নারী সাফ জয়ের পর বাংলাদেশের ফুটবল যেন এখন কেবল নারী কেন্দ্রিক। তাই কে-স্পোর্টসের ফ্র্যাঞ্চাইজি ফুটবলের আয়োজন নারী ফুটবলকে ঘিরে। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল টুর্নামেন্টের ঘোষণা এবং লোগো উন্মোচন। কে-স্পোর্টসের দাবি, বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উইমেন্স সুপার লিগ!
উইমেন্স সুপার লিগের প্রস্তাবিত সূচি আগামী মে মাস। ৫ থেকে ৬ দল নিয়ে হতে পারে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রস্তাবিত ম্যাচের সংখ্যা ১৯ থেকে ২৪। ভেন্যু হতে পারে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনা ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। নারীদের ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলার খেলানোর ব্যবস্থা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে আনা হবে বিদেশি ফুটবলার। কোটা পদ্ধতিতে ফুটবলার আসবে দক্ষিণ এশিয়া ও ফিফা ভুক্ত দেশ থেকে। তিন বিদেশির সঙ্গে চাইলে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ যোগ করতে পারবেন আরও দুই বিদেশি ফুটবলার। তবে এসব কিছুই প্রস্তাবিত বলে জানিয়েছেন কে-স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ এম এ করিম। ফুটবলারদের পারিশ্রমিক কত হবে সেটা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ফুটবলে কী লাভ হবে মেয়েদের? বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দাবি, এই লিগ থেকে আয়ের রাস্তা খুলে গেল মেয়েদের। তিনি বলেছেন, ‘এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মেয়েরা অতিরিক্ত টাকা পাবে আর খেলার সুযোগ পাবে। যে পয়সা ওরা পায় এখন সেটা বড় নয়। কিছু টাকা আয়ের রাস্তা বের করে দিতে পারলে ভালো হবে।’ বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের দাবি,‘এখন আমরা একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এই লিগ মেয়েদের ফুটবল আরও উচ্চতায় নিয়ে যাবে।’
ফ্র্যাঞ্চাইজি নিয়ে যখন খুব আশাবাদ বাফুফের। কিন্তু নারী ফুটবলে সাফল্য আসার পরও নারীদের পেশাদার লিগ কেন আয়োজন করতে পারল না বাফুফে সেই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বললেন, ‘ক্লাবের মালিকদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। সবাই বলে করছি, দেখছি। আমি তো কারও ঘাড়ে ধরতে পারব না। আশা করছি ফ্র্যাঞ্চাইজি দেখে ক্লাবগুলো আশাবাদী হয় তাহলে সেটা ফুটবলের জন্যই ভালো।’
ঠিকভাবে আয়োজন হলে নারী ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও ফুটবলারদের সচ্ছলতা আসবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবলের অধিনায়ক সাবিনা খাতুন। তবে এক আসর পরেই উইমেন্স সুপার লিগের পথচলা থেমে যাবে কি না তা নিয়ে সন্দিহান সাবিনা, ‘এই লিগ চলমান থাকতে হবে। একবার শুরু করে থেমে গেলে হবে না। একে চলমান রাখতে হবে। লিগ চললে এখান থেকে অবশ্যই ভালো খেলোয়াড় উঠে আসবে, ফুটবলাররাও উৎসাহী হবে যে ভালো খেললে এই লিগ থেকে উপার্জন সম্ভব। আমাদের খেলোয়াড় উঠে আসলেও মানসম্মত খেলোয়াড়ের অভাব আছে। মেয়েরা যখন দেখবে এখান থেকে উপার্জন হচ্ছে তখন তারা পরের বছরের জন্য পরিশ্রম করবে।’
কাদের নিয়ে, কখন, কত পারিশ্রমিক এসব বিষয় প্রশ্নের পর্যায়ে থাকলেও লোগো উন্মোচনটা হয়ে জমকালো। অনুষ্ঠানে এসেছিলেন আজমেরী হক বাঁধন, তানজিন তিশা, সংগীত শিল্পী শারমিন সুলতানা সুমিদের মতো রঙিন জগতের তারকারা। তবে এদের ছাপিয়ে আলো কেড়েছেন ফ্রি-স্টাইল ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী আগুসকা ও প্যাট্রিক। ফ্রি-স্টাইলে নানা কারিকুরি দেখিয়ে মন ভরিয়েছেন দুই জার্মান।
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
২ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
৪ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
৮ ঘণ্টা আগে