নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ বৃহস্পতিবার সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি। এর মধ্যে ২৫ গোল করেন চার বাংলাদেশি ফুটবলার।
সামতসে এফসির কৃত্রিম টার্ফে সাবিনা একাই করেন ৯ গোল। এ ছাড়া মনিকা চাকমা ৭, মাতসুশিমা সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমার পা থেকে এসেছে ৪ গোল।
ম্যাচের প্রথমার্ধজুড়েই ছিল সাবিনা-মনিকার জাদু। গোলের খাতা খোলার শুরুটা হয় সাবিনার পা থেকেই। নবম মিনিটে জাল কাঁপান তিনি। ২০ মিনিটে ঋতুপর্ণার কাটব্যাক থেকে দ্বিতীয় গোলটি করেন মনিকা চাকমা। এরপর তাঁদের আর থামায় কে! প্রথমার্ধের মধ্যেই হ্যাটট্রিক করে ফেলেন তাঁরা।
সাবিনার ৩২ মিনিট লাগলেও মনিকার অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। প্রথমার্ধে ১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পারো এফসি। পেনাল্টি থেকে মাতসুশিমা সুমাইয়া নিজের প্রথম গোলটি করেন ৩৮ মিনিটে। ঋতুপর্ণাও পেয়েছিলেন সহজ কিছু সুযোগ। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেননি তিনি। হ্যাটট্রিকসহ করেন চার গোল। মাতসুশিমাও তুলে নেন হ্যাটট্রিক।
সাবিনা-মনিকা নিজেদের আরও ছাড়িয়ে যান। শুরুর মতো শেষ গোলটিও করেন সাবিনা। ৯, ২০, ২৬, ৩২, ৪০, ৪৮, ৬৪, ৭৮, ৮০ ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাল কাঁপান তিনি।
কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ বৃহস্পতিবার সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি। এর মধ্যে ২৫ গোল করেন চার বাংলাদেশি ফুটবলার।
সামতসে এফসির কৃত্রিম টার্ফে সাবিনা একাই করেন ৯ গোল। এ ছাড়া মনিকা চাকমা ৭, মাতসুশিমা সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমার পা থেকে এসেছে ৪ গোল।
ম্যাচের প্রথমার্ধজুড়েই ছিল সাবিনা-মনিকার জাদু। গোলের খাতা খোলার শুরুটা হয় সাবিনার পা থেকেই। নবম মিনিটে জাল কাঁপান তিনি। ২০ মিনিটে ঋতুপর্ণার কাটব্যাক থেকে দ্বিতীয় গোলটি করেন মনিকা চাকমা। এরপর তাঁদের আর থামায় কে! প্রথমার্ধের মধ্যেই হ্যাটট্রিক করে ফেলেন তাঁরা।
সাবিনার ৩২ মিনিট লাগলেও মনিকার অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। প্রথমার্ধে ১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পারো এফসি। পেনাল্টি থেকে মাতসুশিমা সুমাইয়া নিজের প্রথম গোলটি করেন ৩৮ মিনিটে। ঋতুপর্ণাও পেয়েছিলেন সহজ কিছু সুযোগ। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেননি তিনি। হ্যাটট্রিকসহ করেন চার গোল। মাতসুশিমাও তুলে নেন হ্যাটট্রিক।
সাবিনা-মনিকা নিজেদের আরও ছাড়িয়ে যান। শুরুর মতো শেষ গোলটিও করেন সাবিনা। ৯, ২০, ২৬, ৩২, ৪০, ৪৮, ৬৪, ৭৮, ৮০ ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাল কাঁপান তিনি।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে