Ajker Patrika

ব্রাজিলের ফিরমিনো এখন সৌদিতে

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৮: ২৪
ব্রাজিলের ফিরমিনো এখন সৌদিতে

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর থেকেই আলোচনায় সৌদি আরবের ফুটবল লিগ। তারকা ফুটবলারদের হাট বসেছে সৌদিতে। সেই তালিকায় এবার নাম লেখালেন রবার্তো ফিরমিনো। 

২০১৫ সালে জার্মান ক্লাব হফেনহেইম থেকে লিভারপুলে আসেন ফিরমিনো। ২০২২-২৩ মৌসুম শেষে লিভারপুল ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ইংলিশ এই ক্লাবের সঙ্গে ৮ বছরের সম্পর্ক শেষে ফিরমিনো এখন আল আহলিতে। আল আহলির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। ২০২৩-২৪ মৌসুমে ফিরমিনো সতীর্থ হিসেবে পাচ্ছেন এদোয়ার্দো মেন্দিকে। আল আহলিতে খেলার আগে মেন্দি সর্বশেষ খেলেছেন চেলসিতে। 

এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলতে যাচ্ছেন ফিরমিনো। এর আগে তিনি খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম ও লিভারপুলে। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো—আক্রমণ ভাগে এই তিনজনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য। 

রোনালদো ছাড়াও করিম বেনজেমা, এনগোলো কান্তের মতো তারকারা এখন সৌদিতে। লিওনেল মেসি, নেইমারকেও নিতে চেয়েছিল আল হিলাল। তবে মেসি এখন পাড়ি জমাচ্ছেন ইন্টার মিয়ামিতে। আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিই শুধু বাকি। অন্যদিকে নেইমারকে নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। 

সৌদি আরবের লিগে তারকা ফুটবলাররা: 
ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর) 
করিম বেনজেমা (আল ইত্তিহাদ) 
এনগোলো কান্তে (আল ইত্তিহাদ) 
কালিদু কৌলিবালি (আল হিলাল) 
রুবেন নেভেস (আল হিলাল) 
এদোয়ার্দো মেন্দি (আল আহলি) 
রবার্তো ফিরমিনো (আল আহলি)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত