Ajker Patrika

নেইমার খেলবেন কবে জানেন না চিকিৎসক 

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১১: ৪৫
নেইমার খেলবেন কবে জানেন না চিকিৎসক 

চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। চোটে পড়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ছিটকে যাওয়ার কথা শোনা যায় প্রায়ই। গোড়ালির চোটে এবার লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

চিকিৎসা করতে নেইমার এখন আছেন দোহায়। দোহার অ্যাজপেতার স্টেডিয়ামে পরশু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোড়ালির অপারেশন করেছেন হাকিম চালাবি। দোহার এই চিকিৎসক এএফপিকে বলেছেন, ‘গতকাল (শুক্রবার) সফলভাবে নেইমারের অস্ত্রপচার হয়েছে। অ্যানেসথেসিয়ার মাধ্যমে এই অস্ত্রপচার হয়েছে। সবকিছু ভালোভাবেই হচ্ছে এবং সে খুশি। তার মাঠে ফেরার সময় আমরা পরে বিবেচনা করব। এ ব্যাপারে এখন কথা বলা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।’ চালাবি আরও জানিয়েছেন, নেইমারকে আরও কিছুদিন স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হবে।

লিগ ওয়ানে লিলের বিপক্ষে গত ১৯ ফেব্রুয়ারি পিএসজির হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। ম্যাচের ৪৮ মিনিটে নেইমারকে বাজেভাবে চ্যালেঞ্জ করেছিলেন লিলের মিডফিল্ডার বেনজামিন আন্দ্রে। গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল পিএসজির এই ফরোয়ার্ডকে। নেইমার এরপর ছিটকে যান বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ থেকে। জানা গেছে, নেইমার ছিটকে গেছেন চার মাসের জন্য। ছিটকে গেলেও সতীর্থদের খেলা দেখতে মাঠে এসেছিলেন নেইমার। গত ৪ মার্চ পার্ক দে প্রিন্সেসে নতের বিপক্ষে পিএসজির লিগ ওয়ানের ম্যাচ গ্যালারিতে বসে দেখেছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত