Ajker Patrika

২০২৬ পর্যন্ত ইন্টার মায়ামিতে খেলবেন মেসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১১
ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করবেন মেসি। ছবি: এএফপি
ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করবেন মেসি। ছবি: এএফপি

ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তি চলতি বছরের শেষ পর্যন্ত। তবে এই চুক্তি শেষের আগে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন মেসি। ইন্টার মায়ামির এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নতুন চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত মায়ামিতে খেলবেন মেসি।

এতে একটা বিষয় পরিষ্কার, ২০২৬ সালের বিশ্বকাপের পরও ক্লাব খেলা চালিয়ে যাবেন আর্জেন্টাইন সুপারস্টার। অনেকে ধারণা করছেন, পরের ফিফা বিশ্বকাপই হবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ। তবে বিশ্বকাপের পরও ক্লাব পর্যায়ে যে তিনি খেলা চালিয়ে যাবেন, ইন্টার মায়ামির সঙ্গে তাঁর সম্ভাব্য নতুন চুক্তি সেটাই নিশ্চিত করবে। আগামী বছরের ১১ জুন শুরু হয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই।

সূত্রের তথ্য দিয়ে এএফপি জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে আসতে পারে নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। নতুন চুক্তির ফলে মেজর লিগ সকারেই (এমমএলএস) শেষ হতে পারে মেসির ক্লাব ক্যারিয়ার। তখন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টারের বয়স হবে ৩৯ বছর।

পিএসজি থেকে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ২০২৪ মৌসুমে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন মেসি। চলতি বছর মেজর লিগ সকারের ইতিহাসে দ্রুততম ৪০ গোলের কীর্তি গড়েন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত