Ajker Patrika

ইমরুলের পানে চেয়ে তরফদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইমরুলের পানে চেয়ে তরফদার

প্রথম দুই দিনেও সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিন মনোনয়ন তোলেননি। তাতে আটকে আছে বাফুফে নির্বাচনের প্রার্থীর চূড়ান্ত হিসাব-নিকাশ। আগামীকাল শনিবার মনোনয়নপত্র তোলার শেষ দিনে সেই হিসাবও মিলে যাওয়ার কথা। 

তবে যত দূর শোনা যাচ্ছে, সভাপতি প্রার্থী হচ্ছেন না তরফদার। মনোনয়ন তোলার শেষ দিনে সিনিয়র সহসভাপতির ফরম নিতে পারেন তাঁর পক্ষ থেকে কেউ একজন। 

তরফদার দেশে নেই। আজকের পত্রিকাকে মোবাইল ফোনে জানিয়েছেন, ‘মনোনয়ন ফরম জমা বা তুলতে তো দেশে আসার দরকার নেই। আমার স্ত্রী অসুস্থ। তাই জরুরিভাবে সিঙ্গাপুরে এসেছি। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা বাকি। শেষ হলেই চলে আসব।’

তবে সিনিয়র সহসভাপতি হওয়াটাও তরফদারের জন্য সহজ হবে না। কারণ, এই পদটির জন্য আগেই ফরম তুলেছেন ইমরুল হাসান। যদি তিনি সিনিয়র সহসভাপতির পদে না লড়ে সহসভাপতির মনোনয়ন ফরম তোলেন, সে ক্ষেত্রেই কেবল তরফদারের চাওয়াটা পূরণ হতে পারে।

২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে গেছে এই নির্বাচনের ভোটার তালিকার চিত্রও। ১৩৩ ভোটারের মধ্যে মাত্র ৪২ জন সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোটার ছিলেন। বাকি ৯১ জনই এবার নতুন। সে ক্ষেত্রে দুই প্যানেল হলে নির্বাচন বেশ জমজমাট হওয়ার কথা। যদিও এমন সম্ভাবনা খুবই ক্ষীণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত