ম্যাচ শেষে এক দলের খেলোয়াড় আরেক দলের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করছেন—এমন ঘটনা ক্রীড়াঙ্গনে অনেক আছে। এ ছাড়া খেলার আগেই বড় তারকাদের জার্সি চেয়ে নেওয়ার ঘটনাও অনেক আছে। এটা শুধু যে খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ এমনটা নয়।
প্রিয় খেলোয়াড়দের কাছে নানা রকম আবদার করে থাকেন ভক্তরাও। স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য প্রিয় খেলোয়াড়ের কাছে জার্সি, অটোগ্রাফ চেয়ে নেন কেউ কেউ। তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন অবশ্য সেলফি তোলার আবদারই বেশি করেন ভক্তরা।
প্রিয় খেলোয়াড়কে এমন অনুরোধ কখনো সরাসরি বা গ্যালারি থেকে প্ল্যাকার্ড তুলে ধরে করেন ভক্তরা। গতকাল কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ম্যাচে তেমন একটি প্ল্যাকার্ড দেখা গিয়েছিল এক বার্সেলোনা ভক্তের হাতে। তবে অন্য ভক্তদের থেকে বার্সার এই ভক্ত ব্যতিক্রম ছিলেন।
অন্যরা বিনয়ের সঙ্গে অনুরোধ করে থাকলেও ওই ভক্ত পেদ্রির কাছে একটি জার্সির দাবি করেছেন। প্রেমিকার ছবিতে লাইক দেওয়ায় বার্সার তরুণ মিডফিল্ডারের কাছে জার্সি চেয়েছেন তিনি। ন্যু ক্যাম্পে বার্সেলোনা-রিয়াল সোসিয়েদাদের ম্যাচ চলাকালীন ওই সমর্থক গ্যালারি থেকে প্ল্যাকার্ড তুলে ধরেন। তাঁর হাতের প্ল্যাকার্ডটিতে লেখা ছিল,‘পেদ্রি, আপনি আমার প্রেমিকাকে লাইক দিয়েছেন। তাই আমাকে আপনার জার্সি দিন।’
ভক্তের এমন আবদারে অবশ্য এখন পর্যন্ত কোনো উত্তর দেননি পেদ্রি। গতকাল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করেছে তাঁর দল বার্সেলোনা। দলের জয়সূচক গোলটি করেছেন ওসমান দেম্বেলে।
ম্যাচ শেষে এক দলের খেলোয়াড় আরেক দলের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করছেন—এমন ঘটনা ক্রীড়াঙ্গনে অনেক আছে। এ ছাড়া খেলার আগেই বড় তারকাদের জার্সি চেয়ে নেওয়ার ঘটনাও অনেক আছে। এটা শুধু যে খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ এমনটা নয়।
প্রিয় খেলোয়াড়দের কাছে নানা রকম আবদার করে থাকেন ভক্তরাও। স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য প্রিয় খেলোয়াড়ের কাছে জার্সি, অটোগ্রাফ চেয়ে নেন কেউ কেউ। তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন অবশ্য সেলফি তোলার আবদারই বেশি করেন ভক্তরা।
প্রিয় খেলোয়াড়কে এমন অনুরোধ কখনো সরাসরি বা গ্যালারি থেকে প্ল্যাকার্ড তুলে ধরে করেন ভক্তরা। গতকাল কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ম্যাচে তেমন একটি প্ল্যাকার্ড দেখা গিয়েছিল এক বার্সেলোনা ভক্তের হাতে। তবে অন্য ভক্তদের থেকে বার্সার এই ভক্ত ব্যতিক্রম ছিলেন।
অন্যরা বিনয়ের সঙ্গে অনুরোধ করে থাকলেও ওই ভক্ত পেদ্রির কাছে একটি জার্সির দাবি করেছেন। প্রেমিকার ছবিতে লাইক দেওয়ায় বার্সার তরুণ মিডফিল্ডারের কাছে জার্সি চেয়েছেন তিনি। ন্যু ক্যাম্পে বার্সেলোনা-রিয়াল সোসিয়েদাদের ম্যাচ চলাকালীন ওই সমর্থক গ্যালারি থেকে প্ল্যাকার্ড তুলে ধরেন। তাঁর হাতের প্ল্যাকার্ডটিতে লেখা ছিল,‘পেদ্রি, আপনি আমার প্রেমিকাকে লাইক দিয়েছেন। তাই আমাকে আপনার জার্সি দিন।’
ভক্তের এমন আবদারে অবশ্য এখন পর্যন্ত কোনো উত্তর দেননি পেদ্রি। গতকাল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করেছে তাঁর দল বার্সেলোনা। দলের জয়সূচক গোলটি করেছেন ওসমান দেম্বেলে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে