Ajker Patrika

প্রেমিকার ছবিতে লাইক দেওয়ায় পেদ্রির কাছে জার্সি চেয়েছেন সমর্থক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫: ২৬
প্রেমিকার ছবিতে লাইক দেওয়ায় পেদ্রির কাছে জার্সি চেয়েছেন সমর্থক

ম্যাচ শেষে এক দলের খেলোয়াড় আরেক দলের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করছেন—এমন ঘটনা ক্রীড়াঙ্গনে অনেক আছে। এ ছাড়া খেলার আগেই বড় তারকাদের জার্সি চেয়ে নেওয়ার ঘটনাও অনেক আছে। এটা শুধু যে খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ এমনটা নয়।

প্রিয় খেলোয়াড়দের কাছে নানা রকম আবদার করে থাকেন ভক্তরাও। স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য প্রিয় খেলোয়াড়ের কাছে জার্সি, অটোগ্রাফ চেয়ে নেন কেউ কেউ। তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন অবশ্য সেলফি তোলার আবদারই বেশি করেন ভক্তরা।

প্রিয় খেলোয়াড়কে এমন অনুরোধ কখনো সরাসরি বা গ্যালারি থেকে প্ল্যাকার্ড তুলে ধরে করেন ভক্তরা। গতকাল কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ম্যাচে তেমন একটি প্ল্যাকার্ড দেখা গিয়েছিল এক বার্সেলোনা ভক্তের হাতে। তবে অন্য ভক্তদের থেকে বার্সার এই ভক্ত ব্যতিক্রম ছিলেন।

অন্যরা বিনয়ের সঙ্গে অনুরোধ করে থাকলেও ওই ভক্ত পেদ্রির কাছে একটি জার্সির দাবি করেছেন। প্রেমিকার ছবিতে লাইক দেওয়ায় বার্সার তরুণ মিডফিল্ডারের কাছে জার্সি চেয়েছেন তিনি। ন্যু ক্যাম্পে বার্সেলোনা-রিয়াল সোসিয়েদাদের ম্যাচ চলাকালীন ওই সমর্থক গ্যালারি থেকে প্ল্যাকার্ড তুলে ধরেন। তাঁর হাতের প্ল্যাকার্ডটিতে লেখা ছিল,‘পেদ্রি, আপনি আমার প্রেমিকাকে লাইক দিয়েছেন। তাই আমাকে আপনার জার্সি দিন।’

ভক্তের এমন আবদারে অবশ্য এখন পর্যন্ত কোনো উত্তর দেননি পেদ্রি। গতকাল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করেছে তাঁর দল বার্সেলোনা। দলের জয়সূচক গোলটি করেছেন ওসমান দেম্বেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত