ক্রীড়া ডেস্ক
মাইকেল প্রোবিয়েৎস পোল্যান্ড জাতীয় দলের কোচ আছেন যত দিন, তত দিন আন্তর্জাতিক ফুটবলে খেলবেন না রবার্ট লেভানডফস্কি। কদিন আগেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন লেভানডফস্কি। তারকা ফুটবলারের এমন বিস্ফোরক মন্তব্যের পর দ্রুতই চাকরি ছেড়েছেন প্রোবিয়েৎস।
পোলিশ ফুটবল ফেডারেশন (পিজেডপিএন) আজ প্রোবিয়েৎসের পদত্যাগের কথা নিশ্চিত করেছে। ফেডারেশনের এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি একটা সিদ্ধান্তে এসেছি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে জাতীয় দলের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হচ্ছে কোচের চাকরি ছেড়ে দেওয়া। আমার পেশাগত দিক থেকে স্বপ্ন ছিল পোল্যান্ডের কোচ হিসেবে কাজ করা। আমার জীবনে অনেক বড় সম্মানের বিষয় এটা।’
২০২৩-এর সেপ্টেম্বরে পোল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন প্রোবিয়েৎস। যে ২১ মাস দায়িত্বে ছিলেন, তাঁর অধীনে পোল্যান্ড খেলেছে ২১ ম্যাচ। জিতেছে ৯ ম্যাচ, হেরেছে সাত ম্যাচ ও পাঁচ ম্যাচ ড্র করেছে। আজ পদত্যাগের সময় পোল্যান্ড ফুটবল দলকে শুভকামনা জানিয়েছেন প্রোবিয়েৎস। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ফুটবলারদের অবশ্যই ধন্যবাদ। সবার সঙ্গে ভালো সময় কাটিয়েছি। শুভকামনা রইল। কারণ, জাতীয় দল আমাদের সবচেয়ে বড় সম্পদ।’
পোল্যান্ড জাতীয় দলের কোচের পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রোবিয়েৎসের বিরুদ্ধে লেভা বিস্ফোরক মন্তব্য করেছিলেন এ সপ্তাহেই। রোববার রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লেভা লিখেছিলেন, ‘বর্তমান পরিস্থিতি ও জাতীয় দলের কোচের প্রতি আস্থা হারিয়েছি আমি। ব্যাপারটি বিবেচনা করে আমার সিদ্ধান্ত, যত দিন তিনি দায়িত্ব থাকবেন, তত দিন পোল্যান্ডের জার্সিতে খেলছি না আমি।’
লেভার বিদ্রোহের আগে পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিলেন সদ্য সাবেক হওয়া কোচ প্রোবিয়েৎস।অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়ে লেভা তখন প্রোবিয়েৎসের ওপর অসন্তুষ্ট ছিলেন বলে ধারণা করা হচ্ছিল। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে লেভার খেলতে অনাগ্রহের কারণে কোচও নাকি অসন্তুষ্ট ছিলেন।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে এখন পোল্যান্ড। তিন ম্যাচে ২ জয় ও ১ হারে দলটির পয়েন্ট ৬। সমান ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। দুই ম্যাচের দুটিতেই জিতেছে দলটি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিনল্যান্ড। হেলসিংকি অলিম্পিক স্টেডিয়ামে পরশু রাতে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ফিনল্যান্ড। হার দিয়েই তাহলে পোল্যান্ডের হয়ে পথচলা শেষ হলো প্রোবিয়েৎসকের।
আরও পড়ুন:
মাইকেল প্রোবিয়েৎস পোল্যান্ড জাতীয় দলের কোচ আছেন যত দিন, তত দিন আন্তর্জাতিক ফুটবলে খেলবেন না রবার্ট লেভানডফস্কি। কদিন আগেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন লেভানডফস্কি। তারকা ফুটবলারের এমন বিস্ফোরক মন্তব্যের পর দ্রুতই চাকরি ছেড়েছেন প্রোবিয়েৎস।
পোলিশ ফুটবল ফেডারেশন (পিজেডপিএন) আজ প্রোবিয়েৎসের পদত্যাগের কথা নিশ্চিত করেছে। ফেডারেশনের এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি একটা সিদ্ধান্তে এসেছি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে জাতীয় দলের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হচ্ছে কোচের চাকরি ছেড়ে দেওয়া। আমার পেশাগত দিক থেকে স্বপ্ন ছিল পোল্যান্ডের কোচ হিসেবে কাজ করা। আমার জীবনে অনেক বড় সম্মানের বিষয় এটা।’
২০২৩-এর সেপ্টেম্বরে পোল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন প্রোবিয়েৎস। যে ২১ মাস দায়িত্বে ছিলেন, তাঁর অধীনে পোল্যান্ড খেলেছে ২১ ম্যাচ। জিতেছে ৯ ম্যাচ, হেরেছে সাত ম্যাচ ও পাঁচ ম্যাচ ড্র করেছে। আজ পদত্যাগের সময় পোল্যান্ড ফুটবল দলকে শুভকামনা জানিয়েছেন প্রোবিয়েৎস। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ফুটবলারদের অবশ্যই ধন্যবাদ। সবার সঙ্গে ভালো সময় কাটিয়েছি। শুভকামনা রইল। কারণ, জাতীয় দল আমাদের সবচেয়ে বড় সম্পদ।’
পোল্যান্ড জাতীয় দলের কোচের পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রোবিয়েৎসের বিরুদ্ধে লেভা বিস্ফোরক মন্তব্য করেছিলেন এ সপ্তাহেই। রোববার রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লেভা লিখেছিলেন, ‘বর্তমান পরিস্থিতি ও জাতীয় দলের কোচের প্রতি আস্থা হারিয়েছি আমি। ব্যাপারটি বিবেচনা করে আমার সিদ্ধান্ত, যত দিন তিনি দায়িত্ব থাকবেন, তত দিন পোল্যান্ডের জার্সিতে খেলছি না আমি।’
লেভার বিদ্রোহের আগে পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিলেন সদ্য সাবেক হওয়া কোচ প্রোবিয়েৎস।অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়ে লেভা তখন প্রোবিয়েৎসের ওপর অসন্তুষ্ট ছিলেন বলে ধারণা করা হচ্ছিল। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে লেভার খেলতে অনাগ্রহের কারণে কোচও নাকি অসন্তুষ্ট ছিলেন।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে এখন পোল্যান্ড। তিন ম্যাচে ২ জয় ও ১ হারে দলটির পয়েন্ট ৬। সমান ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। দুই ম্যাচের দুটিতেই জিতেছে দলটি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিনল্যান্ড। হেলসিংকি অলিম্পিক স্টেডিয়ামে পরশু রাতে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ফিনল্যান্ড। হার দিয়েই তাহলে পোল্যান্ডের হয়ে পথচলা শেষ হলো প্রোবিয়েৎসকের।
আরও পড়ুন:
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে