গত মৌসুম শিরোপাবিহীন কেটেছে বার্সেলোনার। সেই খরা কাটাতে এবার রবার্ট লেভানডোভস্কি-রাফিনহাদের মতো তারকাদের ক্যাম্প ন্যুয়ে এনেছে কাতালান জায়ান্টরা। কোচ জাভির অধীনে এবার শিরোপা জয়ে ফিরতে চায় তারা। লেভাও বার্সা সমর্থকদের আশ্বস্ত করেছেন, এই মৌসুমে ক্লাবের শিরোপা জয়ের ব্যাপারে।
সময়টা অর্থনৈতিক মন্দার ভেতর কাটলেও ক্যাম্প ন্যুয়ে তারকার হাট বসিয়েছে শিরোপা স্বপ্নে বিভোর কাতালোনিয়ানরা। বায়ার্ন মিউনিখ থেকে এই গ্রীষ্মের দল-বদলে বার্সার সঙ্গে চুক্তি করেছেন লেভা। স্প্যানিশ ক্লাবটির আগ্রহ দেখে জার্মানি ছেড়ে এসেছেন তিনি। পোলিশ স্ট্রাইকার লা লিগা ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আমি খবর পেলাম বার্সেলোনা আমাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী, শুরুতেই আমি বুঝতে পারি, এটাই সঠিক সময় ক্লাবটিতে যোগ দেওয়ার।’
কেন লা লিগায় এসেছেন সে ব্যাপারে লেভার উত্তর, ‘আমি চাইনি পুরো ক্যারিয়ার একটি লিগে কাটাতে। বুন্দেসলিগায় আমার চমৎকার সময় কাটছিল। তবে আমি বুঝেছিলাম, এটাই সঠিক সময় লা লিগায় আসার এবং আমার ক্যারিয়ারের পরের পদক্ষেপটি নিলাম। লা লিগায় খেলা আমার কাছে সব সময়ের স্বপ্ন ছিল। বার্সেলোনায় এসে আমি খুশি।’
চলতি মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি বার্সার। নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জাভির শিষ্যরা। লিগে গোলের খাতা খুলতে না পারলেও এই মৌসুম বার্সার জন্য বেশ উত্তেজনাপূর্ণ হবে মনে করেন লেভা, ‘আমি নিশ্চিত যে, এই মৌসুম আমাদের জন্য বেশ উত্তেজনাপূর্ণ হবে। এটা এমন এক মৌসুম হতে যাচ্ছে, বার্সেলোনার সমর্থকেরা শেষ পর্যন্ত আনন্দিতই হবে। আমি মনে করি, দীর্ঘ সময় শিরোপাশূন্য থাকা বার্সার এই মোক্ষম মুহূর্ত শিরোপা জয়ের। আমি নিশ্চিত যে, এটা আমরা করতে পারব।’
গত মৌসুম শিরোপাবিহীন কেটেছে বার্সেলোনার। সেই খরা কাটাতে এবার রবার্ট লেভানডোভস্কি-রাফিনহাদের মতো তারকাদের ক্যাম্প ন্যুয়ে এনেছে কাতালান জায়ান্টরা। কোচ জাভির অধীনে এবার শিরোপা জয়ে ফিরতে চায় তারা। লেভাও বার্সা সমর্থকদের আশ্বস্ত করেছেন, এই মৌসুমে ক্লাবের শিরোপা জয়ের ব্যাপারে।
সময়টা অর্থনৈতিক মন্দার ভেতর কাটলেও ক্যাম্প ন্যুয়ে তারকার হাট বসিয়েছে শিরোপা স্বপ্নে বিভোর কাতালোনিয়ানরা। বায়ার্ন মিউনিখ থেকে এই গ্রীষ্মের দল-বদলে বার্সার সঙ্গে চুক্তি করেছেন লেভা। স্প্যানিশ ক্লাবটির আগ্রহ দেখে জার্মানি ছেড়ে এসেছেন তিনি। পোলিশ স্ট্রাইকার লা লিগা ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আমি খবর পেলাম বার্সেলোনা আমাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী, শুরুতেই আমি বুঝতে পারি, এটাই সঠিক সময় ক্লাবটিতে যোগ দেওয়ার।’
কেন লা লিগায় এসেছেন সে ব্যাপারে লেভার উত্তর, ‘আমি চাইনি পুরো ক্যারিয়ার একটি লিগে কাটাতে। বুন্দেসলিগায় আমার চমৎকার সময় কাটছিল। তবে আমি বুঝেছিলাম, এটাই সঠিক সময় লা লিগায় আসার এবং আমার ক্যারিয়ারের পরের পদক্ষেপটি নিলাম। লা লিগায় খেলা আমার কাছে সব সময়ের স্বপ্ন ছিল। বার্সেলোনায় এসে আমি খুশি।’
চলতি মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি বার্সার। নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জাভির শিষ্যরা। লিগে গোলের খাতা খুলতে না পারলেও এই মৌসুম বার্সার জন্য বেশ উত্তেজনাপূর্ণ হবে মনে করেন লেভা, ‘আমি নিশ্চিত যে, এই মৌসুম আমাদের জন্য বেশ উত্তেজনাপূর্ণ হবে। এটা এমন এক মৌসুম হতে যাচ্ছে, বার্সেলোনার সমর্থকেরা শেষ পর্যন্ত আনন্দিতই হবে। আমি মনে করি, দীর্ঘ সময় শিরোপাশূন্য থাকা বার্সার এই মোক্ষম মুহূর্ত শিরোপা জয়ের। আমি নিশ্চিত যে, এটা আমরা করতে পারব।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২৮ মিনিট আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
৪৩ মিনিট আগেশ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে লঙ্কানদের ৩৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে
২ ঘণ্টা আগেকিছুদিন আগেই বাছাইপর্ব উতরে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের মেয়েরা পর করছে দুরবস্থা। নিজেদের সবশেষ ৯ টি-টোয়েন্টি জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
৪ ঘণ্টা আগে