নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান গেমস সামনে রেখে অনুশীলন চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের। এশিয়াডকে ঘিরে কঠোর অনুশীলনের মাঝে সুখবর নারী দলে। বেতন-ভাতাসহ সাবিনা খাতুনদের দাবিদাওয়ার চাহিদা মেনে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বেতন-ভাতা বৃদ্ধি, পুষ্টিকর খাবার, উন্নত সরঞ্জামসহ ছয় দফা দাবিতে বাফুফেকে ‘আলটিমেটাম’ দিয়েছিলেন নারী ফুটবলাররা। নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলার পর ছুটিতে যাওয়ার আগে লিখিতভাবে নিজেদের দাবির কথা জানিয়ে গিয়েছিলেন তাঁরা। ছুটি শেষে এখন অনুশীলনে ব্যস্ত সাবিনারা। এর ফাঁকেই জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে তাঁদের দাবির বিষয়ে আলোচনা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আলোচনা শেষে ফুটবলারদের দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক ফুটবলার।
অধিনায়ক সাবিনা খাতুনের ২০ হাজার, জাতীয় দলের বাকি ফুটবলারদের বেতন ১০ হাজার টাকা। বাফুফের প্রস্তাবিত কাঠামোতে বেতন দ্বিগুণের বেশি বলে জানিয়েছেন সেই ফুটবলার। তবে বেতন বাড়লে সেটি কতটুকু বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় আছে দলের কারও কারও। আজকের পত্রিকাকে এক ফুটবলার বলেছেন, ‘দাবি তো মেনেছে, কিন্তু কী হয়, সেটাই দেখা যাক।’ মেয়েদের দাবির বিষয়টি নিয়ে বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি। ৪-৫ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’
নারী ফুটবলারদের সঙ্গে বৈঠক নিয়ে কাজী সালাউদ্দিন শুধু এটুকুই বললেন, ‘ওদের কিছু চাহিদা ছিল, আমরা সেটা শুনেছি।’ এশিয়াডের আগে ছেলেদের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব রেখেছিলেন নারী দলের কোচ সাইফুল বারী টিটু। টিটুর সেই প্রস্তাবে রাজি নন কিরণ। এশিয়াডের আগে নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলবেন নারী ফুটবলাররা। আর অনুমতি ছাড়া সাতক্ষীরায় স্থানীয় টুর্নামেন্ট খেলায় ৮ নারী ফুটবলারকে মৌখিক সতর্ক করেছে বাফুফে।
এশিয়ান গেমস সামনে রেখে অনুশীলন চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের। এশিয়াডকে ঘিরে কঠোর অনুশীলনের মাঝে সুখবর নারী দলে। বেতন-ভাতাসহ সাবিনা খাতুনদের দাবিদাওয়ার চাহিদা মেনে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বেতন-ভাতা বৃদ্ধি, পুষ্টিকর খাবার, উন্নত সরঞ্জামসহ ছয় দফা দাবিতে বাফুফেকে ‘আলটিমেটাম’ দিয়েছিলেন নারী ফুটবলাররা। নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলার পর ছুটিতে যাওয়ার আগে লিখিতভাবে নিজেদের দাবির কথা জানিয়ে গিয়েছিলেন তাঁরা। ছুটি শেষে এখন অনুশীলনে ব্যস্ত সাবিনারা। এর ফাঁকেই জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে তাঁদের দাবির বিষয়ে আলোচনা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আলোচনা শেষে ফুটবলারদের দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক ফুটবলার।
অধিনায়ক সাবিনা খাতুনের ২০ হাজার, জাতীয় দলের বাকি ফুটবলারদের বেতন ১০ হাজার টাকা। বাফুফের প্রস্তাবিত কাঠামোতে বেতন দ্বিগুণের বেশি বলে জানিয়েছেন সেই ফুটবলার। তবে বেতন বাড়লে সেটি কতটুকু বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় আছে দলের কারও কারও। আজকের পত্রিকাকে এক ফুটবলার বলেছেন, ‘দাবি তো মেনেছে, কিন্তু কী হয়, সেটাই দেখা যাক।’ মেয়েদের দাবির বিষয়টি নিয়ে বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি। ৪-৫ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’
নারী ফুটবলারদের সঙ্গে বৈঠক নিয়ে কাজী সালাউদ্দিন শুধু এটুকুই বললেন, ‘ওদের কিছু চাহিদা ছিল, আমরা সেটা শুনেছি।’ এশিয়াডের আগে ছেলেদের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব রেখেছিলেন নারী দলের কোচ সাইফুল বারী টিটু। টিটুর সেই প্রস্তাবে রাজি নন কিরণ। এশিয়াডের আগে নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলবেন নারী ফুটবলাররা। আর অনুমতি ছাড়া সাতক্ষীরায় স্থানীয় টুর্নামেন্ট খেলায় ৮ নারী ফুটবলারকে মৌখিক সতর্ক করেছে বাফুফে।
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ মিনিট আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
২ ঘণ্টা আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
২ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
৩ ঘণ্টা আগে