ক্রীড়া ডেস্ক
কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর নতুন কোচের সন্ধান শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সম্ভাব্য কোচ হিসেবে কার্লো আনচেলত্তি সঙ্গে শোনা যাচ্ছে জর্জ জেসুস আর ফিলিপে লুইসের নামও।
ক্লাব ফুটবলে কার্লো আনচেলত্তি পরিচিত এক নাম। তবে ইতালিয়ান আনচেলত্তির মতো তেমন পরিচিত নন জেসুস। তবে নেইমার তাঁকে ভালো করেই জানেন। শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমানোর আগে তো সৌদি প্রো লিগের দল আল হিলালে এই জেসুসের অধীনেই খেলেছেন নেইমার। আর ফিলিপে লুইস ব্রাজিলেরই কোচ, বর্তমানে কাজ করছেন ফ্ল্যামেঙ্গোয়।
আল হিলালে খেলার সময় জেসুসের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না নেইমারের। তাঁকে নিয়ে কোচের এই কথাটা এখনো ভোলার নয় নেইমারের—, ‘আমরা যে মানের ফুটবল খেলছি, সেই মানে নেই নেইমার।’ এমন মন্তব্যের পরই কোচের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে নেইমারের। এক পর্যায়ে তো আল হিলাল ছেড়ে ফিরে গেলেন শৈশবের ক্লাব সান্তোসে।
তো সেই জেসুসই যদি কোচ হয়ে এসে ব্রাজিলের ডাগ-আউটে বসেন, সেটাকে কীভাবে নেবেন নেইমার! এ সম্পর্কিত প্রশ্নের জবাবে এক পডকাস্টে নেইমারের উত্তর, ‘এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এসবের মধ্যে আমাকে জড়াবেন না।’
কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর নতুন কোচের সন্ধান শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সম্ভাব্য কোচ হিসেবে কার্লো আনচেলত্তি সঙ্গে শোনা যাচ্ছে জর্জ জেসুস আর ফিলিপে লুইসের নামও।
ক্লাব ফুটবলে কার্লো আনচেলত্তি পরিচিত এক নাম। তবে ইতালিয়ান আনচেলত্তির মতো তেমন পরিচিত নন জেসুস। তবে নেইমার তাঁকে ভালো করেই জানেন। শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমানোর আগে তো সৌদি প্রো লিগের দল আল হিলালে এই জেসুসের অধীনেই খেলেছেন নেইমার। আর ফিলিপে লুইস ব্রাজিলেরই কোচ, বর্তমানে কাজ করছেন ফ্ল্যামেঙ্গোয়।
আল হিলালে খেলার সময় জেসুসের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না নেইমারের। তাঁকে নিয়ে কোচের এই কথাটা এখনো ভোলার নয় নেইমারের—, ‘আমরা যে মানের ফুটবল খেলছি, সেই মানে নেই নেইমার।’ এমন মন্তব্যের পরই কোচের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে নেইমারের। এক পর্যায়ে তো আল হিলাল ছেড়ে ফিরে গেলেন শৈশবের ক্লাব সান্তোসে।
তো সেই জেসুসই যদি কোচ হয়ে এসে ব্রাজিলের ডাগ-আউটে বসেন, সেটাকে কীভাবে নেবেন নেইমার! এ সম্পর্কিত প্রশ্নের জবাবে এক পডকাস্টে নেইমারের উত্তর, ‘এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এসবের মধ্যে আমাকে জড়াবেন না।’
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে