
সর্বশেষ ইউরোপা লিগের ফাইনালের চেয়ে এবার অর্থের পরিমাণ কমলেও যা দেওয়া হবে তাতে চোখ কপালে ওঠার মতো। আজ রাতে টুর্নামেন্টের ফাইনালে যে জিতবে, সে বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি ৯৮ লাখ টাকা পাবে।
সেই দল সেভিয়া নাকি রোমা হবে, তা হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় আজ রাতে জানা যাবে। শিরোপার বিচারে টুর্নামেন্টের সেরা দল সেভিয়া সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে। শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে যাদের আগে কখনো পা হড়কানোর কোনো রেকর্ড নাই। তবে এবার সেই কাজ করতে বেশ বেগ পেতে হবে স্প্যানিশ ক্লাবকে।
দল হিসেবে রোমা ইউরোপীয় ক্লাব ফুটবলে আগে কখনো নিজেদের প্রমাণ করতে না পারলেও জোসে মরিনহো ইতালিয়ান ক্লাবকে শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখাচ্ছে। পর্তুগিজ কোচের দায়িত্ব নেওয়ার আগে কখনো ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপা না জেতা দল গত বছর সেই খরা ঘুচিয়েছে। গত বছর প্রথমবারে মতো হওয়া ইউরোপা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হয় তারা।
আজ আরও বড় কিছুর পুসকাস অ্যারেনায় নামবে রোমা। নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে মরিনহোর রেকর্ডও পাশে পাচ্ছে দলটি। এখন পর্যন্ত ইউরোপীয় কোনো প্রতিযোগিতার ফাইনালে হারেননি ‘দ্য স্পেশাল ওয়ান’ নামে পরিচিত এই কোচ।
অর্থাৎ, সেভিয়ার সঙ্গে মরিনহোর রেকর্ডের যুদ্ধ। আজ অবশ্য দুই পক্ষের একজনকে হার মানতেই হবে। সেভিয়া জিতলে তাদের শিরোপার সংখ্যা বেড়ে যাবে। অন্যদিকে প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ইউরোপীয় প্রতিযোগিতা জেতা মরিনহো শিরোপায় ছাড়িয়ে যাবেন জিওভানি ত্রাপাত্তিনোকে। বর্তমান দুজনে পাঁচটি শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।
রোমা কিংবা সেভিয়ার মধ্যে যে দলই হারুক না কেন, তাদের জন্য থাকছে বিশাল অঙ্কের হাতছানি। রানার্সআপ হিসেবে প্রায় ৫৪ কোটি ৮ লাখ টাকা পাবে। গত বছর পেয়েছিল ৫৫ কোটি ৮৩ লাখ টাকা। আর চ্যাম্পিয়নরা পেয়েছিল ১০৩ কোটি ৬৩ লাখ টাকা। মহামারি করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

সর্বশেষ ইউরোপা লিগের ফাইনালের চেয়ে এবার অর্থের পরিমাণ কমলেও যা দেওয়া হবে তাতে চোখ কপালে ওঠার মতো। আজ রাতে টুর্নামেন্টের ফাইনালে যে জিতবে, সে বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি ৯৮ লাখ টাকা পাবে।
সেই দল সেভিয়া নাকি রোমা হবে, তা হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় আজ রাতে জানা যাবে। শিরোপার বিচারে টুর্নামেন্টের সেরা দল সেভিয়া সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে। শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে যাদের আগে কখনো পা হড়কানোর কোনো রেকর্ড নাই। তবে এবার সেই কাজ করতে বেশ বেগ পেতে হবে স্প্যানিশ ক্লাবকে।
দল হিসেবে রোমা ইউরোপীয় ক্লাব ফুটবলে আগে কখনো নিজেদের প্রমাণ করতে না পারলেও জোসে মরিনহো ইতালিয়ান ক্লাবকে শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখাচ্ছে। পর্তুগিজ কোচের দায়িত্ব নেওয়ার আগে কখনো ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপা না জেতা দল গত বছর সেই খরা ঘুচিয়েছে। গত বছর প্রথমবারে মতো হওয়া ইউরোপা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হয় তারা।
আজ আরও বড় কিছুর পুসকাস অ্যারেনায় নামবে রোমা। নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে মরিনহোর রেকর্ডও পাশে পাচ্ছে দলটি। এখন পর্যন্ত ইউরোপীয় কোনো প্রতিযোগিতার ফাইনালে হারেননি ‘দ্য স্পেশাল ওয়ান’ নামে পরিচিত এই কোচ।
অর্থাৎ, সেভিয়ার সঙ্গে মরিনহোর রেকর্ডের যুদ্ধ। আজ অবশ্য দুই পক্ষের একজনকে হার মানতেই হবে। সেভিয়া জিতলে তাদের শিরোপার সংখ্যা বেড়ে যাবে। অন্যদিকে প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ইউরোপীয় প্রতিযোগিতা জেতা মরিনহো শিরোপায় ছাড়িয়ে যাবেন জিওভানি ত্রাপাত্তিনোকে। বর্তমান দুজনে পাঁচটি শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।
রোমা কিংবা সেভিয়ার মধ্যে যে দলই হারুক না কেন, তাদের জন্য থাকছে বিশাল অঙ্কের হাতছানি। রানার্সআপ হিসেবে প্রায় ৫৪ কোটি ৮ লাখ টাকা পাবে। গত বছর পেয়েছিল ৫৫ কোটি ৮৩ লাখ টাকা। আর চ্যাম্পিয়নরা পেয়েছিল ১০৩ কোটি ৬৩ লাখ টাকা। মহামারি করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
৪২ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে