সর্বশেষ ইউরোপা লিগের ফাইনালের চেয়ে এবার অর্থের পরিমাণ কমলেও যা দেওয়া হবে তাতে চোখ কপালে ওঠার মতো। আজ রাতে টুর্নামেন্টের ফাইনালে যে জিতবে, সে বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি ৯৮ লাখ টাকা পাবে।
সেই দল সেভিয়া নাকি রোমা হবে, তা হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় আজ রাতে জানা যাবে। শিরোপার বিচারে টুর্নামেন্টের সেরা দল সেভিয়া সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে। শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে যাদের আগে কখনো পা হড়কানোর কোনো রেকর্ড নাই। তবে এবার সেই কাজ করতে বেশ বেগ পেতে হবে স্প্যানিশ ক্লাবকে।
দল হিসেবে রোমা ইউরোপীয় ক্লাব ফুটবলে আগে কখনো নিজেদের প্রমাণ করতে না পারলেও জোসে মরিনহো ইতালিয়ান ক্লাবকে শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখাচ্ছে। পর্তুগিজ কোচের দায়িত্ব নেওয়ার আগে কখনো ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপা না জেতা দল গত বছর সেই খরা ঘুচিয়েছে। গত বছর প্রথমবারে মতো হওয়া ইউরোপা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হয় তারা।
আজ আরও বড় কিছুর পুসকাস অ্যারেনায় নামবে রোমা। নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে মরিনহোর রেকর্ডও পাশে পাচ্ছে দলটি। এখন পর্যন্ত ইউরোপীয় কোনো প্রতিযোগিতার ফাইনালে হারেননি ‘দ্য স্পেশাল ওয়ান’ নামে পরিচিত এই কোচ।
অর্থাৎ, সেভিয়ার সঙ্গে মরিনহোর রেকর্ডের যুদ্ধ। আজ অবশ্য দুই পক্ষের একজনকে হার মানতেই হবে। সেভিয়া জিতলে তাদের শিরোপার সংখ্যা বেড়ে যাবে। অন্যদিকে প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ইউরোপীয় প্রতিযোগিতা জেতা মরিনহো শিরোপায় ছাড়িয়ে যাবেন জিওভানি ত্রাপাত্তিনোকে। বর্তমান দুজনে পাঁচটি শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।
রোমা কিংবা সেভিয়ার মধ্যে যে দলই হারুক না কেন, তাদের জন্য থাকছে বিশাল অঙ্কের হাতছানি। রানার্সআপ হিসেবে প্রায় ৫৪ কোটি ৮ লাখ টাকা পাবে। গত বছর পেয়েছিল ৫৫ কোটি ৮৩ লাখ টাকা। আর চ্যাম্পিয়নরা পেয়েছিল ১০৩ কোটি ৬৩ লাখ টাকা। মহামারি করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
সর্বশেষ ইউরোপা লিগের ফাইনালের চেয়ে এবার অর্থের পরিমাণ কমলেও যা দেওয়া হবে তাতে চোখ কপালে ওঠার মতো। আজ রাতে টুর্নামেন্টের ফাইনালে যে জিতবে, সে বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি ৯৮ লাখ টাকা পাবে।
সেই দল সেভিয়া নাকি রোমা হবে, তা হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় আজ রাতে জানা যাবে। শিরোপার বিচারে টুর্নামেন্টের সেরা দল সেভিয়া সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে। শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে যাদের আগে কখনো পা হড়কানোর কোনো রেকর্ড নাই। তবে এবার সেই কাজ করতে বেশ বেগ পেতে হবে স্প্যানিশ ক্লাবকে।
দল হিসেবে রোমা ইউরোপীয় ক্লাব ফুটবলে আগে কখনো নিজেদের প্রমাণ করতে না পারলেও জোসে মরিনহো ইতালিয়ান ক্লাবকে শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখাচ্ছে। পর্তুগিজ কোচের দায়িত্ব নেওয়ার আগে কখনো ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপা না জেতা দল গত বছর সেই খরা ঘুচিয়েছে। গত বছর প্রথমবারে মতো হওয়া ইউরোপা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হয় তারা।
আজ আরও বড় কিছুর পুসকাস অ্যারেনায় নামবে রোমা। নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে মরিনহোর রেকর্ডও পাশে পাচ্ছে দলটি। এখন পর্যন্ত ইউরোপীয় কোনো প্রতিযোগিতার ফাইনালে হারেননি ‘দ্য স্পেশাল ওয়ান’ নামে পরিচিত এই কোচ।
অর্থাৎ, সেভিয়ার সঙ্গে মরিনহোর রেকর্ডের যুদ্ধ। আজ অবশ্য দুই পক্ষের একজনকে হার মানতেই হবে। সেভিয়া জিতলে তাদের শিরোপার সংখ্যা বেড়ে যাবে। অন্যদিকে প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ইউরোপীয় প্রতিযোগিতা জেতা মরিনহো শিরোপায় ছাড়িয়ে যাবেন জিওভানি ত্রাপাত্তিনোকে। বর্তমান দুজনে পাঁচটি শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।
রোমা কিংবা সেভিয়ার মধ্যে যে দলই হারুক না কেন, তাদের জন্য থাকছে বিশাল অঙ্কের হাতছানি। রানার্সআপ হিসেবে প্রায় ৫৪ কোটি ৮ লাখ টাকা পাবে। গত বছর পেয়েছিল ৫৫ কোটি ৮৩ লাখ টাকা। আর চ্যাম্পিয়নরা পেয়েছিল ১০৩ কোটি ৬৩ লাখ টাকা। মহামারি করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে