কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ গত সপ্তাহে নিয়েছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসিহীন আর্জেন্টিনা। তাতে টানা ১২ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল আলবিসেলেস্তেরা। তবু ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।
দুই মাস পর আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। ১৮৮৯.০২ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। তবে আগের চেয়ে ১২.৪৬ পয়েন্ট কমেছে আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখলেও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১৮৬ নম্বরে। যদিও পয়েন্ট বেড়েছে ০.০৪। দলটির পয়েন্ট ৮৯৬.৭১। সেপ্টেম্বরের শুরুতে ভুটান সফরে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি করে জিতেছে ও হেরেছে বাংলাদেশ। এই সফরেই ৮ বছর পর ভুটান সফরে হারল বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম ১৫ পর্যন্ত স্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। দুই, তিন, চার ও পাঁচে রয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল। যেখানে ব্রাজিল হারিয়েছে ১৩.৫৯ পয়েন্ট। সেলেসাওদের পয়েন্ট এখন ১৭৭২.০২। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হারের রাতে ব্রাজিল হেরেছে প্যারাগুয়ের কাছে। ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট ১৮৫১.৯২, ১৮৩৬.৪২ ও ১৮১৭.২৮। শীর্ষ পাঁচে থাকা একমাত্র ইংল্যান্ডের পয়েন্ট বেড়েছে। জুলাইয়ের তুলনায় হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ইংলিশদের যোগ হয়েছে ৫.০২ পয়েন্ট।
৬ থেকে ১৫ নম্বরে রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া, ইতালি, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, জার্মানি, মরক্কো ও সুইজারল্যান্ড। যেখানে আর্জেন্টিনাকে হারানোর পর কলম্বিয়ার পয়েন্ট বেড়েছে ১১.৪। কলম্বিয়ার পয়েন্ট এখন ১৭৩৮.৭২। ইতালি ও পর্তুগালের পয়েন্ট বেড়েছে ১২.০২ ও ১০.৭১। দুই ধাপ এগিয়ে জাপান উঠে এসেছে ১৬ নম্বরে। এশিয়ার দলটির পয়েন্ট এখন ১৬৩৯.৬। আগের চেয়ে তাদের পয়েন্ট বেড়েছে ১০.৭৯।
কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ গত সপ্তাহে নিয়েছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসিহীন আর্জেন্টিনা। তাতে টানা ১২ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল আলবিসেলেস্তেরা। তবু ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।
দুই মাস পর আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। ১৮৮৯.০২ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। তবে আগের চেয়ে ১২.৪৬ পয়েন্ট কমেছে আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখলেও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১৮৬ নম্বরে। যদিও পয়েন্ট বেড়েছে ০.০৪। দলটির পয়েন্ট ৮৯৬.৭১। সেপ্টেম্বরের শুরুতে ভুটান সফরে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি করে জিতেছে ও হেরেছে বাংলাদেশ। এই সফরেই ৮ বছর পর ভুটান সফরে হারল বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম ১৫ পর্যন্ত স্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। দুই, তিন, চার ও পাঁচে রয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল। যেখানে ব্রাজিল হারিয়েছে ১৩.৫৯ পয়েন্ট। সেলেসাওদের পয়েন্ট এখন ১৭৭২.০২। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হারের রাতে ব্রাজিল হেরেছে প্যারাগুয়ের কাছে। ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট ১৮৫১.৯২, ১৮৩৬.৪২ ও ১৮১৭.২৮। শীর্ষ পাঁচে থাকা একমাত্র ইংল্যান্ডের পয়েন্ট বেড়েছে। জুলাইয়ের তুলনায় হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ইংলিশদের যোগ হয়েছে ৫.০২ পয়েন্ট।
৬ থেকে ১৫ নম্বরে রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া, ইতালি, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, জার্মানি, মরক্কো ও সুইজারল্যান্ড। যেখানে আর্জেন্টিনাকে হারানোর পর কলম্বিয়ার পয়েন্ট বেড়েছে ১১.৪। কলম্বিয়ার পয়েন্ট এখন ১৭৩৮.৭২। ইতালি ও পর্তুগালের পয়েন্ট বেড়েছে ১২.০২ ও ১০.৭১। দুই ধাপ এগিয়ে জাপান উঠে এসেছে ১৬ নম্বরে। এশিয়ার দলটির পয়েন্ট এখন ১৬৩৯.৬। আগের চেয়ে তাদের পয়েন্ট বেড়েছে ১০.৭৯।
ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গত বছর ২৯ আগস্ট সার্চ কমিটি গঠন হয়েছিল। ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও পরে তা বাড়ানো হয় গতকাল ১০ মে পর্যন্ত। তবে মেয়াদ আর বাড়ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৪৪ মিনিট আগেরিশাদ হোসেন আর নাহিদ রানাকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না বাংলাদেশ ক্রিকেটের। তাঁরা দুজন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন। ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যে কীভাবে দেশে ফিরবেন, এ নিয়েই ছিল যত চিন্তা।
২ ঘণ্টা আগেমৌসুমের শুরুতে দল সাজাতে গিয়েই হিমশিম খাচ্ছিল চট্টগ্রাম আবাহনী। জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলামের সহায়তায় শেষ মুহূর্তে গিয়ে খেলোয়াড় তালিকা জমা দেয় তারা। দল যদিও তেমন শক্তিশালী ছিল না। মৌসুমজুড়েই তাদের নিয়ে ছেলেখেলা করেছে অন্যক্লাবগুলো। তাই অবনমন অনুমিত ছিল। ১১ মৌসুম পর
২ ঘণ্টা আগেপাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২১ মে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় দুই দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম কার্যত স্থবির হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে আইপিএল ও পিএসএলও। আজ অবশ্য যুদ্ধবিরত
২ ঘণ্টা আগে