Ajker Patrika

গার্দিওলার ক্ষুব্ধ রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চোখ আনচেলত্তির

আপডেট : ০৭ মে ২০২৩, ১৫: ০৪
গার্দিওলার ক্ষুব্ধ রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চোখ আনচেলত্তির

ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ২০ বারের মতো কোপা দেল রে জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার তাদের চোখ আরেকটি ফাইনালে। শিরোপার হিসাবে যেখানে লস ব্ল্যাংকোসরা রাজা। গতকাল চ্যাম্পিয়ন হওয়ার পর তেমনটিই জানিয়েছেন কার্লো আনচেলত্তি। 

কোপা দেল রে জয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার কথা জানিয়েছেন আনচেলত্তি। সেমিফাইনালের প্রথম লেগ নিজেদের মাঠে হওয়ায় ১২ জন নিয়ে খেলবেন বলে এমনটিও জানিয়েছেন তিনি। রিয়াল কোচ বলেছেন, ‘আমরা আজ (গতকাল) রাতে গুরুত্বপূর্ণ কিছু করেছি। এ জয়ে সিটির বিপক্ষে খুশি ও অনুপ্রেরণা নিয়ে আমরা খেলতে প্রস্তুত হচ্ছি। বার্নাব্যুতে খেলা হওয়ায় সমর্থকদের কারণে সেমিতে এগিয়ে থাকব। ১১ জনের বিপক্ষে আমরা ১২ জন নিয়ে লড়ব। চ্যাম্পিয়নস লিগের জন্য আমরা যুদ্ধ করব। আরেকটি ফাইনালে খেলতে আমরা সবকিছু করব।’ 

সর্বশেষ মৌসুমের জয়ও আনচেলত্তিকে অনুপ্রেরণা দিচ্ছে। গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে হারিয়েই ফাইনালে উঠেছিল রিয়াল। পরে ইংল্যান্ডের আরেক দল লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪ বারের মতো শিরোপাও জেতে লস ব্লাংকোসরা। 

অন্যদিকে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্লিং হালান্ড পেনাল্টি না নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন পেপ গার্দিওলা। লিডসের বিপক্ষে ২-১ গোলের জয়ে ৪ পয়েন্ট ব্যবধানে শীর্ষে উঠলেও স্পটকিকে গোলের সুযোগ হাতছাড়া হওয়াকে ভালোভাবে নেননি ম্যানচেস্টার সিটির কোচ। গতকালের ম্যাচের নায়ক জোড়া গোল করা ইলকাই গুন্দোয়ান পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া করেছেন। 

গার্দিওলা বলেছেন, ‘গুন্দোয়ান পেনাল্টি নেওয়ার যে দায়িত্ব দেখিয়েছে, এর জন্য তার প্রশংসা করছি। একজন খেলোয়াড়ের জন্য এটি সেরা মূল্য। কিন্তু সাধারণত যারা পেনাল্টি নেয়, তাকেই নিতে হবে। আর্লিংয়ের এটা নেওয়া উচিত ছিল, কারণ সে আমাদের বিশেষায়িত। যদি গুন্দোয়ান পেনাল্টিতে গোল করত, তাহলে সবাই ঠিক আছে বলে ভালোভাবে নিত। সঙ্গে হ্যাটট্রিকও হয়ে যেত। তবে যে পেনাল্টি নেয়, তাকেই নিতে হবে। এ সময় আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম। আমরা তখনকার পরিস্থিতিটা ভুলতে পারি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত