দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে আর্জেন্টিনা ও মেসির। সেই উৎসবও এখন শেষের পথে। লুসাইলের ফাইনালের পর স্তিমিত হয়ে আসছে সর্বকালের সেরা বিতর্কও।
কিন্তু মেসির এক সময়ের সতীর্থদের ধারণা মেসি এমনিতেই সর্বকালের সেরা। এ জন্য তাঁর বিশ্বকাপ জেতার প্রয়োজনই ছিল না।
মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় এক সঙ্গে দীর্ঘদিন খেলেছেন। এমন অধিকাংশ তারকাই মেসিকে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার মনে করেন। ১৪ বছর এক সঙ্গে খেলা ইনিয়েস্তাও তেমনটাই মনে করেন মেসিকে নিয়ে। ফুটবল বিষয়ক সংবাদ সংস্থা ইএসপিএন কে দেয়া এক সাক্ষাৎকারে সে কথাই বললেন স্প্যানিশ এই কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। বিশ্বকাপ জয় করায় মেসিকে অভিনন্দন জানিয়ে ইনিয়েস্তা বলেন, ‘আমার কাছে মেসিই বিশ্বসেরা সে বিশ্বকাপ জিতুক আর নাই জিতুক।’ এ সময় মেসির শ্রেষ্ঠত্বের প্রশ্নে ইনিয়েস্তা বলেন, ‘আমি নিশ্চিত যে মেসিকে সেরা হিসেবে দেখে না এমন কেউই এটাকে এভাবেই দেখার জন্য একটা অজুহাত খুঁজে পাবে, সে বিশ্বকাপ জিতুক বা না থাকুক।’
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় যে শুধু মেসির নয়, দেশ আর্জেন্টিনার জন্যও দারুণ উদ্যাপনের বিষয়। বলতে ভুলেননি সে কথাও, ‘(বিশ্বকাপ জয়) নিজের জন্য আনন্দের একটি বিশাল উৎস। কিন্তু একটি দেশ হিসাবে আর্জেন্টিনার জন্য। তারা সব সময় শিরোপার লক্ষ্যেই থাকে। তারা যেভাবে জিতেছে তাতে এটি পুরোপুরি তাঁদেরই প্রাপ্য।’
২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে ইনিয়েস্তার গোলেই শিরোপা জেতে ফ্রান্স। ২০১১ সালে বার্সেলোনার তিন কিংবদন্তি জাভি, ইনিয়েস্তা ও মেসি তিনজনই ছিলো ফিফা ব্যালন ডি অরের সেরা তিন তালিকায় ছিলো। সে বছরও ব্যালন ডি অর জিতেছিলেন লিওনেল মেসি।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে আর্জেন্টিনা ও মেসির। সেই উৎসবও এখন শেষের পথে। লুসাইলের ফাইনালের পর স্তিমিত হয়ে আসছে সর্বকালের সেরা বিতর্কও।
কিন্তু মেসির এক সময়ের সতীর্থদের ধারণা মেসি এমনিতেই সর্বকালের সেরা। এ জন্য তাঁর বিশ্বকাপ জেতার প্রয়োজনই ছিল না।
মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় এক সঙ্গে দীর্ঘদিন খেলেছেন। এমন অধিকাংশ তারকাই মেসিকে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার মনে করেন। ১৪ বছর এক সঙ্গে খেলা ইনিয়েস্তাও তেমনটাই মনে করেন মেসিকে নিয়ে। ফুটবল বিষয়ক সংবাদ সংস্থা ইএসপিএন কে দেয়া এক সাক্ষাৎকারে সে কথাই বললেন স্প্যানিশ এই কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। বিশ্বকাপ জয় করায় মেসিকে অভিনন্দন জানিয়ে ইনিয়েস্তা বলেন, ‘আমার কাছে মেসিই বিশ্বসেরা সে বিশ্বকাপ জিতুক আর নাই জিতুক।’ এ সময় মেসির শ্রেষ্ঠত্বের প্রশ্নে ইনিয়েস্তা বলেন, ‘আমি নিশ্চিত যে মেসিকে সেরা হিসেবে দেখে না এমন কেউই এটাকে এভাবেই দেখার জন্য একটা অজুহাত খুঁজে পাবে, সে বিশ্বকাপ জিতুক বা না থাকুক।’
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় যে শুধু মেসির নয়, দেশ আর্জেন্টিনার জন্যও দারুণ উদ্যাপনের বিষয়। বলতে ভুলেননি সে কথাও, ‘(বিশ্বকাপ জয়) নিজের জন্য আনন্দের একটি বিশাল উৎস। কিন্তু একটি দেশ হিসাবে আর্জেন্টিনার জন্য। তারা সব সময় শিরোপার লক্ষ্যেই থাকে। তারা যেভাবে জিতেছে তাতে এটি পুরোপুরি তাঁদেরই প্রাপ্য।’
২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে ইনিয়েস্তার গোলেই শিরোপা জেতে ফ্রান্স। ২০১১ সালে বার্সেলোনার তিন কিংবদন্তি জাভি, ইনিয়েস্তা ও মেসি তিনজনই ছিলো ফিফা ব্যালন ডি অরের সেরা তিন তালিকায় ছিলো। সে বছরও ব্যালন ডি অর জিতেছিলেন লিওনেল মেসি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে