Ajker Patrika

যুব ফুটবলারদের বহনকারী ফ্লাইট নামতে পারেনি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মে ২০২৫, ১৯: ০৪
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলে আজ ভারত থেকে দেশে ফিরতে রওনা দেয় বাংলাদেশ দল। ছবি: বাফুফে
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলে আজ ভারত থেকে দেশে ফিরতে রওনা দেয় বাংলাদেশ দল। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলে আজ ভারত থেকে দেশে ফিরতে রওনা দেয় বাংলাদেশ দল। ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি বিকাল ৫টায় অবতরণ করার কথা ছিল। কিন্তু বাধ সাধে বৈরী আবহাওয়া। যে কারণে ফ্লাইটটি আবার কলকাতায় ফিরে যায়।

তাই বাংলাদেশ দল কখন ফিরবে তা এখন অনিশ্চিত। আবহাওয়ার উন্নতি হলে নতুন সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাফুফে। শিরোপার লক্ষ্য নিয়ে গেলেও সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গত ১৮ মে অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যায় গোলাম রব্বানী ছোটনের দল। এর আগে ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। শুরুতে ভারত এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে ম্যাচে ফেরান জয় আহমেদ।

গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর বাংলাদেশ ভুটানকে উড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে। সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে তারা।

পরে বাফুফে আরেক বিবৃতিতে জানিয়েছে, যুব ফুটবল দলের ফ্লাইটটি বর্তমানে কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত