Ajker Patrika

চাকরিটা কি বাঁচাতে পারবেন বার্সেলোনা কোচ 

চাকরিটা কি বাঁচাতে পারবেন বার্সেলোনা কোচ 

লিসবনে বেনফিকার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারের পর থেকে আবার আলোচনায় বার্সা কোচ রোনাল্ড কোমানের বিদায়ের প্রসঙ্গটি। গত কদিন ধরেই শোনা যাচ্ছিল কোমানকে সরিয়ে দেওয়ার গুঞ্জন। বার্সা সমর্থকদের চাওয়াও নাকি তেমনটাই। তবে টানা ব্যর্থতার পরও দায়িত্ব ছাড়তে নারাজ কোমান। খেলোয়াড়েরাও তাঁকে সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন এই ডাচ কোচ। 

বেনফিকার বিপক্ষে গতকাল রাতের ম্যাচ পরই কোমানকে সরিয়ে দেওয়া উচিত কি না এমন একটি জরিপ চালায় স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। যেখানে ৭৩ শতাংশ সমর্থকই কোমানের সরে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন। তবে ভিন্ন কিছু ভাবছেন কোমান। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি অনুভব করছি খেলোয়াড়েরা আমাকে সমর্থন দিচ্ছে। আমি কেবল কাজ দিয়েই জবাব দিতে পারি। বাকিটা আমি জানি না। ক্লাবের ভাবনা সম্পর্কে আমি জানি না।’ 

এদিকে কোচ সরিয়ে দেওয়াতে কোনো সমাধান দেখছেন না বার্সা মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ংও। কোমানের স্বদেশি এই খেলোয়াড় বলেন, ‘আমি মনে করি না কোচ বদলে ফেলা কোনো সমাধান। আমি কোমানের ব্যাপারে কথা বলতে পারি না। এটা আমার কাজ না। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে পরিস্থিতি বদলাতে হবে। কঠিন পরিশ্রম ও ঐক্যবদ্ধ হয়েই আমরা এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি।’ 

দলের এ বেহাল দশায় দুশ্চিন্তার কথা জানিয়েছেন বার্সার অভিজ্ঞ খেলোয়াড় সার্জিও বুসকেটস। তিনি বলেন, ‘আমরা খুবই খারাপ অবস্থায় আছি। এখনো আমাদের কোনো পয়েন্ট নেই। টেবিলে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের ভাবতে হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা এখন সবার নিচে আছি, কিন্তু আমাদের ইতিবাচক হয়ে ভাবতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত