Ajker Patrika

ইংল্যান্ডের ম্যাচ দেখতে এসে ২০০০ দর্শকের করোনা

ইংল্যান্ডের ম্যাচ দেখতে এসে ২০০০ দর্শকের করোনা

ইউরোতে খেলোয়াড়দের করোনা আক্রান্ত হওয়ার খবর পুরোনো। এবার খেলা দেখতে এসে দর্শকদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে স্কটল্যান্ডের স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, ইউরোতে ইংল্যান্ড–স্কটল্যান্ড ম্যাচ দেখতে আসা প্রায় ২০০০ স্কটিশ সমর্থক করোনা পজিটিভ হয়েছেন।

২০০০ করোনা আক্রান্তের প্রায় দুই তৃতীয়াংশই ১৮ জুন স্কটল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ দেখতে লন্ডনে এসেছিলেন। কোভিড পজিটিভ এই দুই তৃতীয়াংশের মধ্যে ৩৯৭ জন সমর্থক ম্যাচের সময় ওয়েম্বলি স্টেডিয়ামের ভেতরে বসে ম্যাচ দেখেছেন। আক্রান্তদের মধ্যে কিছু সংখ্যক লন্ডনের গ্লাসগোর ফ্যান জোনে ছিলেন। আর কিছু সংখ্যক স্কটল্যান্ডের ঘরের মাঠ হ্যাম্পডেন পার্কে নিজেদের দুটি ম্যাচে গ্যালারিতে ছিলেন।

করোনা সতর্কতায় ওয়েম্বলি ম্যাচে ২৬০০ টিকিট বরাদ্দ ছিল স্কটল্যান্ডের সমর্থকদের জন্য। তবে প্রায় ১০ হাজার দর্শক লন্ডনে এসেছিল টিকিট ছাড়াই। তারা অনেকেই খেলা দেখেছেন সিটি সেন্টারের বাইরে সহ বিভিন্ন ফ্যান জোনে। বিনা মাস্কে ম্যাচের দিন ওয়েম্বলির রাস্তায় ঘুরে বেড়িয়েছেন অসংখ্য স্কটিশ সমর্থক।

স্কটল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিচালক অধ্যাপক জ্যাসন লিচ জানিয়েছেন, ১১ জুলাই থেকে এখন পর্যন্ত স্কটল্যান্ডে ৩২০০০ হাজার কোভিড পজিটিভের মধ্যে ২০০০ পজিটিভই ইউরোর সঙ্গে সম্পৃক্ত। ওয়েম্বলির ঘটনা সামনে আসার পর আতঙ্কে আছেন ইউরোপের অন্যান্য দেশের ফুটবলপ্রেমীরাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত