শিষ্যকে নিয়ে মন্তব্য করে বিপদে পড়েছেন দমিনিকো তাদিসকো। অধিনায়কত্ব না পেয়ে থিবো কোর্তোয়া নাকি এস্তোনিয়ার বিপক্ষে না খেলে বাড়ি চলে গেছেন এমনটা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন বেলজিয়াম কোচ।
তাদিসকোর এমন অভিযোগকে মিথ্যা খবর বলে জানিয়েছেন কোর্তোয়া। সঙ্গে গোলরক্ষকের বাগ্দত্তা মিশেল গের্জিগ নাম ধরে খোঁচা না দিলেও বুঝতে সমস্যা হয় না যে বেলজিয়াম কোচের প্রতি তাঁর ঝাঁজালো মন্তব্য।
গুরুর মন্তব্যকে ভিত্তিহীন বলে সামাজিক মাধ্যমে কোর্তোয়া বলেছেন, ‘বিকেলে কোচের সংবাদ সম্মেলনের কথা শুনে অবাক হয়েছি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আমাদের ব্যক্তিগত কথোপকথনের পক্ষপাত ও বিষয়গত বর্ণনা দিয়েছেন। বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে ড্রেসিংরুমের সমস্যা নিয়ে এবারই কোচের সঙ্গে প্রথম বা শেষবার কথা বলি নাই, কিন্তু এটাই প্রথমবার যে কেউ আলোচনা প্রকাশ্যে এনেছে। এতে আমি গভীরভাবে হতাশ। কোচের মূল্যায়ন বাস্তবতার সঙ্গে খাপ খায় না।’
চোটের কারণে বেলজিয়ামের ক্যাম্প ছেড়েছেন বলে জানিয়েছেন কোর্তোয়া। ৩১ বছর বয়সী কোচ বলেছেন, ‘জাতীয় দলের অধিনায়কত্বের সিদ্ধান্ত কোনো খামখেয়ালি বা এলোমেলো বিষয় নয়। এটি তার সিদ্ধান্ত হওয়া উচিত। তাকে এটাই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত উদ্দেশ্যে সফল হতে পারিনি। আমার ডান হাঁটুর চোট দেখাতে কাল (পরশু) বিকেলে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। ক্লাব ও জাতীয় দলের চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ হয়েছে। ট্রেনিং ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিই তাদের পর্যালোচনার পরেই।’
তাদিসকোর মিথ্যা খবর নিয়ে কোর্তোয়ার বাগ্দত্তা মিশেল নিজের ইনস্টাগ্রামে দুটি পোস্ট শেয়ার করেছেন। প্রথমটিতে কোর্তায়ার আঘাত প্রাপ্ত হাঁটুর ছবি দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে আমি জানি। তোমার জন্য গর্ব অনুভব করি।’
তিন ঘণ্টা পর আরেকটি পোস্টে ধুয়ে দিয়েছেন তাদিসকাকে। যদিও বেলজিয়াম কোচের নাম সরাসরি উল্লেখ করেননি মিশেল। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কেউ তোমাকে কিংবদন্তি খেলোয়াড়, নেতা ও যোদ্ধা থেকে দূরে রাখতে পারবে না। তুমি সর্বদা ক্লাব ও দলকে নিজের মধ্যে ধারণ করেছ এবং সহস্র ভাগ দিয়েছ। এমনকি যখন তুমি পীড়ায় ছিলে তখনও। তুমি কখনো হাল ছাড়বে না। এই সব গুজব শুনে খুবই দুঃখিত যে, তোমাকে আঘাত করতে অথবা নিচে নামাতে সুযোগ বুঝে এসব ছড়িয়েছে কিছু লোক। এই সব লোক বুঝতে পারে না যে, তুমি উচ্চ মানের ফুটবলের উদাহরণ। একজন খেলোয়াড় যে হৃদয় দিয়ে খেলে সতীর্থদের সঠিক পথে রাখে। তুমি একজন সত্যিকারে নেতা এবং কিংবদন্তি। এবং কিংবদন্তিরা কখনো নিচে নামে না কারও দ্বারা।’
শিষ্যকে নিয়ে মন্তব্য করে বিপদে পড়েছেন দমিনিকো তাদিসকো। অধিনায়কত্ব না পেয়ে থিবো কোর্তোয়া নাকি এস্তোনিয়ার বিপক্ষে না খেলে বাড়ি চলে গেছেন এমনটা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন বেলজিয়াম কোচ।
তাদিসকোর এমন অভিযোগকে মিথ্যা খবর বলে জানিয়েছেন কোর্তোয়া। সঙ্গে গোলরক্ষকের বাগ্দত্তা মিশেল গের্জিগ নাম ধরে খোঁচা না দিলেও বুঝতে সমস্যা হয় না যে বেলজিয়াম কোচের প্রতি তাঁর ঝাঁজালো মন্তব্য।
গুরুর মন্তব্যকে ভিত্তিহীন বলে সামাজিক মাধ্যমে কোর্তোয়া বলেছেন, ‘বিকেলে কোচের সংবাদ সম্মেলনের কথা শুনে অবাক হয়েছি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আমাদের ব্যক্তিগত কথোপকথনের পক্ষপাত ও বিষয়গত বর্ণনা দিয়েছেন। বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে ড্রেসিংরুমের সমস্যা নিয়ে এবারই কোচের সঙ্গে প্রথম বা শেষবার কথা বলি নাই, কিন্তু এটাই প্রথমবার যে কেউ আলোচনা প্রকাশ্যে এনেছে। এতে আমি গভীরভাবে হতাশ। কোচের মূল্যায়ন বাস্তবতার সঙ্গে খাপ খায় না।’
চোটের কারণে বেলজিয়ামের ক্যাম্প ছেড়েছেন বলে জানিয়েছেন কোর্তোয়া। ৩১ বছর বয়সী কোচ বলেছেন, ‘জাতীয় দলের অধিনায়কত্বের সিদ্ধান্ত কোনো খামখেয়ালি বা এলোমেলো বিষয় নয়। এটি তার সিদ্ধান্ত হওয়া উচিত। তাকে এটাই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত উদ্দেশ্যে সফল হতে পারিনি। আমার ডান হাঁটুর চোট দেখাতে কাল (পরশু) বিকেলে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। ক্লাব ও জাতীয় দলের চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ হয়েছে। ট্রেনিং ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিই তাদের পর্যালোচনার পরেই।’
তাদিসকোর মিথ্যা খবর নিয়ে কোর্তোয়ার বাগ্দত্তা মিশেল নিজের ইনস্টাগ্রামে দুটি পোস্ট শেয়ার করেছেন। প্রথমটিতে কোর্তায়ার আঘাত প্রাপ্ত হাঁটুর ছবি দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে আমি জানি। তোমার জন্য গর্ব অনুভব করি।’
তিন ঘণ্টা পর আরেকটি পোস্টে ধুয়ে দিয়েছেন তাদিসকাকে। যদিও বেলজিয়াম কোচের নাম সরাসরি উল্লেখ করেননি মিশেল। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কেউ তোমাকে কিংবদন্তি খেলোয়াড়, নেতা ও যোদ্ধা থেকে দূরে রাখতে পারবে না। তুমি সর্বদা ক্লাব ও দলকে নিজের মধ্যে ধারণ করেছ এবং সহস্র ভাগ দিয়েছ। এমনকি যখন তুমি পীড়ায় ছিলে তখনও। তুমি কখনো হাল ছাড়বে না। এই সব গুজব শুনে খুবই দুঃখিত যে, তোমাকে আঘাত করতে অথবা নিচে নামাতে সুযোগ বুঝে এসব ছড়িয়েছে কিছু লোক। এই সব লোক বুঝতে পারে না যে, তুমি উচ্চ মানের ফুটবলের উদাহরণ। একজন খেলোয়াড় যে হৃদয় দিয়ে খেলে সতীর্থদের সঠিক পথে রাখে। তুমি একজন সত্যিকারে নেতা এবং কিংবদন্তি। এবং কিংবদন্তিরা কখনো নিচে নামে না কারও দ্বারা।’
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২৯ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
১ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
৩ ঘণ্টা আগে