চ্যাম্পিয়নস লিগ
ক্রীড়া ডেস্ক
প্লে-অফে ম্যানচেস্টার সিটিকে হারানোর পরই কিলিয়ান এমবাপ্পে চেয়েছিলেন শেষ ষোলোয় প্রতিপক্ষ যেন আতলেতিকো মাদ্রিদ হয়। তাঁর ইচ্ছাই শেষ পর্যন্ত পূরণ হলো। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় নগর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। একই শহরে খেলা হওয়ায় ভ্রমণ নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না বর্তমান চ্যাম্পিয়নদের।
আতলেতিকো অবশ্য আগেই শেষ ষোলোয় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে রিয়ালকে মারিয়ে আসতে হয়েছে প্লে-অফের পথ। দুই লেগ মিলিয়ে সিটিকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে তারা। আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে। হাইভোল্টেজ ম্যাচে পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্বদেশি ক্লাব বায়ার লেভারকুসেন।
রিয়াল-আতলেতিকো ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসভি-আর্সেনাল ম্যাচের জয়ী দলের। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসজি-লিভারপুল ম্যাচের জয়ী দল ও ক্লাব ব্রুগ-অ্যাস্টন ভিলা ম্যাচের জয়ী দল। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।
বেনফিকা-বার্সেলোনা ম্যাচের জয়ী দল তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড-লিল ম্যাচের জয়ী দলের। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন ম্যাচের জয়ী দল ও ফেয়েনুর্দ-ইন্টার মিলান ম্যাচের জয়ী দল। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।
এদিকে শেষ ষোলোর প্রথম লেগ ৪ ও ৫ মার্চ এবং দ্বিতীয় লেগ হবে ১১ ও ১২ মার্চ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৮ ও ৯ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ১৫ ও ১৬ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ২৯ ও ৩০ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ৬ ও ৭ মে। ফাইনাল ৩১ মে মিউনিখে।
শেষ ষোলোয় মুখোমুখি যারা
পিএসজি-লিভারপুল
ক্লাব ব্রুগ-অ্যাস্টন ভিলা
রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ
পিএসভি-আর্সেনাল
বেনফিকা-বার্সেলোনা
বরুশিয়া ডর্টমুন্ড-লিল
বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন
ফেয়েনুর্দ-ইন্টার মিলান
প্লে-অফে ম্যানচেস্টার সিটিকে হারানোর পরই কিলিয়ান এমবাপ্পে চেয়েছিলেন শেষ ষোলোয় প্রতিপক্ষ যেন আতলেতিকো মাদ্রিদ হয়। তাঁর ইচ্ছাই শেষ পর্যন্ত পূরণ হলো। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় নগর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। একই শহরে খেলা হওয়ায় ভ্রমণ নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না বর্তমান চ্যাম্পিয়নদের।
আতলেতিকো অবশ্য আগেই শেষ ষোলোয় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে রিয়ালকে মারিয়ে আসতে হয়েছে প্লে-অফের পথ। দুই লেগ মিলিয়ে সিটিকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে তারা। আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে। হাইভোল্টেজ ম্যাচে পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্বদেশি ক্লাব বায়ার লেভারকুসেন।
রিয়াল-আতলেতিকো ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসভি-আর্সেনাল ম্যাচের জয়ী দলের। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসজি-লিভারপুল ম্যাচের জয়ী দল ও ক্লাব ব্রুগ-অ্যাস্টন ভিলা ম্যাচের জয়ী দল। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।
বেনফিকা-বার্সেলোনা ম্যাচের জয়ী দল তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড-লিল ম্যাচের জয়ী দলের। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন ম্যাচের জয়ী দল ও ফেয়েনুর্দ-ইন্টার মিলান ম্যাচের জয়ী দল। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।
এদিকে শেষ ষোলোর প্রথম লেগ ৪ ও ৫ মার্চ এবং দ্বিতীয় লেগ হবে ১১ ও ১২ মার্চ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৮ ও ৯ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ১৫ ও ১৬ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ২৯ ও ৩০ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ৬ ও ৭ মে। ফাইনাল ৩১ মে মিউনিখে।
শেষ ষোলোয় মুখোমুখি যারা
পিএসজি-লিভারপুল
ক্লাব ব্রুগ-অ্যাস্টন ভিলা
রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ
পিএসভি-আর্সেনাল
বেনফিকা-বার্সেলোনা
বরুশিয়া ডর্টমুন্ড-লিল
বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন
ফেয়েনুর্দ-ইন্টার মিলান
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে