জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন হুলিয়ান নাগেলসমান। ২০২৪ সালের জুলাই পর্যন্ত এ দায়িত্বে থাকবেন তিনি। ৩৬ বছর বয়সী নাগেলসমান স্থলাভিষিক্ত হলেন হানসি ফ্লিকের।
এ মাসের শুরুতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-১ গোলে হারে জার্মানি। এই হারে চাকরি খোয়ান ফ্লিক। বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়নস লিগ এনে দিয়ে জার্মানদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু ৯ মাসের বেশি টিকতে পারেননি।
ফ্লিক বাভারিয়ানদের দায়িত্ব নেওয়ার পর অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আসেন নাগেলসমান। কিন্তু লাইপজিগের হয়ে পাওয়া সাফল্য আনতে পারেননি। মার্চে বরখাস্ত হোন ৩৬ বছর বয়সী এই কোচ। এরপর থেকে বেকারই ছিলেন। নাগেলসমান বায়ার্নে ছিলেন দুই বছরেরও কম। তাঁর অধীনে জার্মান জায়ান্টরা বুন্দেসলিগা জিতলেও উদ্ধার করতে পারেনি চ্যাম্পিয়নস লিগ।
আগামী বছরের ১৪ জুন থেকে ১৪ জুলাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে জার্মানি। স্বাগতিক হওয়ার চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বাছাই খেলতে হচ্ছে না। ইউরোর আগে নাগেলসমানের হাতে জামাল মুসিয়ালা-টমাস মুলারদের দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর রুডি ভলার বলেছেন, ‘যখন কোচ খোঁজা শুরু হয়েছিল তখন হুলিয়ান নাগেলসমান আমাদের পছন্দের প্রার্থী ছিলেন।’
জার্মানির দায়িত্ব পেয়ে খুশি নাগেলসমানও। তিনি বলেছেন, ‘আমাদের নিজেদের দেশে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এটা বিশেষ কিছু। এই চ্যালেঞ্জ নেওয়ার খুব ইচ্ছে আমার।’
নাগেলসমানের অধীনে জার্মানি প্রথম ম্যাচে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৪ অক্টোবর কানেকটিকাটে হবে প্রীতি ম্যাচটি। তিন দিন পর ফিলাডেলফিয়া জার্মানরা মুখোমুখি হবে মেক্সিকোর।
জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন হুলিয়ান নাগেলসমান। ২০২৪ সালের জুলাই পর্যন্ত এ দায়িত্বে থাকবেন তিনি। ৩৬ বছর বয়সী নাগেলসমান স্থলাভিষিক্ত হলেন হানসি ফ্লিকের।
এ মাসের শুরুতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-১ গোলে হারে জার্মানি। এই হারে চাকরি খোয়ান ফ্লিক। বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়নস লিগ এনে দিয়ে জার্মানদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু ৯ মাসের বেশি টিকতে পারেননি।
ফ্লিক বাভারিয়ানদের দায়িত্ব নেওয়ার পর অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আসেন নাগেলসমান। কিন্তু লাইপজিগের হয়ে পাওয়া সাফল্য আনতে পারেননি। মার্চে বরখাস্ত হোন ৩৬ বছর বয়সী এই কোচ। এরপর থেকে বেকারই ছিলেন। নাগেলসমান বায়ার্নে ছিলেন দুই বছরেরও কম। তাঁর অধীনে জার্মান জায়ান্টরা বুন্দেসলিগা জিতলেও উদ্ধার করতে পারেনি চ্যাম্পিয়নস লিগ।
আগামী বছরের ১৪ জুন থেকে ১৪ জুলাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে জার্মানি। স্বাগতিক হওয়ার চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বাছাই খেলতে হচ্ছে না। ইউরোর আগে নাগেলসমানের হাতে জামাল মুসিয়ালা-টমাস মুলারদের দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর রুডি ভলার বলেছেন, ‘যখন কোচ খোঁজা শুরু হয়েছিল তখন হুলিয়ান নাগেলসমান আমাদের পছন্দের প্রার্থী ছিলেন।’
জার্মানির দায়িত্ব পেয়ে খুশি নাগেলসমানও। তিনি বলেছেন, ‘আমাদের নিজেদের দেশে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এটা বিশেষ কিছু। এই চ্যালেঞ্জ নেওয়ার খুব ইচ্ছে আমার।’
নাগেলসমানের অধীনে জার্মানি প্রথম ম্যাচে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৪ অক্টোবর কানেকটিকাটে হবে প্রীতি ম্যাচটি। তিন দিন পর ফিলাডেলফিয়া জার্মানরা মুখোমুখি হবে মেক্সিকোর।
বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
৩৪ মিনিট আগেরিশাদ হোসেন ও কেইন উইলিয়ামসন—কারোরই এখন নেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। দুজনেই এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। সেই সুযোগে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের সঙ্গে কিছুটা সময় কাটানোর ফুরসত মিলেছে রিশাদের।
১ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজ। যার শুরুটা হবে ওয়ানডে দিয়ে। ‘এ’ দলের সিরিজ হলেও এটাকে হেলাফেলা করছেন না নুরুল হাসান সোহান।
২ ঘণ্টা আগেটানা চারবার চ্যাম্পিয়ন হলেও এএইচএফ কাপে এবার শিরোপা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্ট শেষ করতে হয়েছে তৃতীয় হয়ে। যে কারণে ৪৩ বছরের ইতিহাসে প্রথমবার হকির এশিয়া কাপে সুযোগ পায়নি বাংলাদেশ। এমন ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
৩ ঘণ্টা আগে