Ajker Patrika

রাজার মতোই ম্যানচেস্টারে ফিরলেন রোনালদো 

রাজার মতোই ম্যানচেস্টারে ফিরলেন রোনালদো 

এক যুগ পর সেই ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গৌরবময় লাল জার্সিতে আজ প্রথমবার মাঠে নেমেই দিনটিকে করে রাখলেন স্মরণীয়। জোড়া গোল করে মাতিয়ে দিলেন ওল্ড ট্রাফোর্ডে সাক্ষী হতে আসা ৭৫ হাজার দর্শককে। রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে নিউক্যাসলকে ৪-১ গোলে বিধ্বস্ত করল ম্যানইউ। 

ম্যাচ শুরুর আগেই নিশ্চিত ছিল মূল একাদশে থাকছেন রোনালদো। কিক অফের পর থেকে তাই সব আলো ছিল পর্তুগিজ ফরোয়ার্ডের দিকে। ৪-২-৩-১ ছকে একাদশে রোনালদোকে একমাত্র স্ট্রাইকার হিসেবে রেখে মাঠে নামে রেড ডেভিলরা। রোনালদোর পায়ে বল গেলেই দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। তবে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারছিল না।

প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল গোলশূন্য থেকেই বিরতিতে যাবে দুই দল, তখনই রোনালদোর ঝলক। ডি বক্সের বাইরে থেকে ম্যাসন গ্রিনউডের শট প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দিলে ‘ট্যাপইন’ করে বল জালে জড়ান রোনালদো। গোল করেই সেই চিরচেনা ট্রেডমার্ক উদ্যাপনে মাতেন পর্তুগিজ মহাতারকা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নিউক্যাসল। ম্যাচে ফিরতেও সময় লাগেনি তাদের। ৫৬ মিনিটে জ্যাভিয়ের মানকিলো নিউক্যাসেলকে সমতায় ফেরান। ম্যাচে ফেরার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে দেননি রোনালদো। ৬ মিনিট পর লুক শর বাড়ানো বলে গোলরক্ষককে বোকা বানিয়ে দুই পায়ের মাঝ দিয়ে জাল কাঁপান সিআরসেভেন। 

২-১ গোলে এগিয়ে যাওয়া ম্যানইউ এরপর চেপে ধরে নিউক্যাসলকে। ৮০ মিনিটে ব্রুনো ফার্নাদেজ এবার গোল করে ম্যাচ থেকে ছিটকে দেন নিউক্যাসলকে। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোলের হালি পূরণ করেন জেসে লিনগার্ড। রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত