Ajker Patrika

শততম জয়ের রেকর্ডের রাতে রিয়ালের বিপক্ষে যেখানে অনন্য গার্দিওলা

আপডেট : ১৮ মে ২০২৩, ১০: ৫২
শততম জয়ের রেকর্ডের রাতে রিয়ালের বিপক্ষে যেখানে অনন্য গার্দিওলা

সর্বশেষ মৌসুমে নিজেদের মাঠে প্রথম লেগে এগিয়ে থেকেও রিয়াল মাদ্রিদের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পের কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি ম্যানচেস্টার সিটির। এবার সেই ভুল করেনি সিটিজেনরা। গতকাল প্রতিপক্ষকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে সিটি।

রিয়ালকে বিধ্বস্ত করে সিটির স্বপ্নের ফাইনালে ওঠার পথে রেকর্ড গড়েছেন পেপ গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে শততম জয় পেয়েছেন তিনি। ১৬০ ম্যাচে এই কীর্তিটি গড়লেন তিনি। স্প্যানিশ কোচের আগে অবশ্য আরও দুজন জয়ের সেঞ্চুরির দেখা পেয়েছেন। এর মধ্যে একজন তো গতকাল তাঁর প্রতিপক্ষই ছিলেন। কার্লো আনচেলত্তি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১০৭ ম্যাচে জয় পেয়েছেন। আর দুজনের মাঝে ১০২ জয় নিয়ে তালিকার দুইয়ে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন।

চ্যাম্পিয়নস লিগের জয়ের তালিকায় আনচেলত্তিকে হারাতে না পারলেও ইতালিয়ান কোচের দলকে সর্বোচ্চ পরাজয়ের তিক্ত স্বাদ দিয়ে এক জায়গায় অনন্য গার্দিওলা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে রিয়ালকে তিনবার বিদায় করেছেন ম্যানসিটি বস। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ শিরোপাজয়ীদের বিপক্ষে এমন রেকর্ড গড়তে পারেননি আর কোনো কোচ। ২০১১ সালে বার্সেলোনার হয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে জিতেছিলেন গার্দিওলা। আর বাকি দুটি সিটিজেনদের হয়ে। এবারের ৫-১ গোলের আগে ২০২০ সালে ৪-২ ব্যবধানের জয় পেয়েছিল তাঁর দল।

গতকাল একটি রেকর্ড গড়েছেন আনচেলত্তিও। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ কোচিং করিয়েছেন তিনি। ১৯১ ম্যাচের রেকর্ডের। কীর্তিটি গড়তে পেছনে ফেলেছেন ফার্গুসনকে। সব মিলিয়ে ১৯০ ম্যাচ ডাগআউটে দাঁড়িয়েছেন চ্যাম্পিয়নস লিগে। রেকর্ড গড়লেও সিটির কাছে বিধ্বস্ত হওয়ায় মুহূর্তটি স্মরণীয় করে রাখতে পারেননি ইতালিয়ান কোচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত