ক্রীড়া ডেস্ক
তাহলে কি এবার বিশ্বকাপ জিতবে লাতিন আমেরিকার কোনো ক্লাব? এই প্রশ্নে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর কোচ ফিলিপে লুইসের উত্তর অন্তত ‘হ্যাঁ’। তাঁর ভাষায়, ‘যে কোনো দলই জিততে পারে (ফিফা ক্লাব বিশ্বকাপ)। এটাই ফুটবল। যদি কোনো দক্ষিণ আমেরিকান ক্লাব জেতে আমি অবাক হব না।’
এমন সময়ে ফিলিপে লুইস এ কথা বললেন, যখন মার্কিন মুলুকে চলতি ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে চলেছে লাতিন ক্লাবগুলো। পরশু লুইসের দল ফ্ল্যামেঙ্গো পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে হারিয়ে দিয়েছে উয়েফা কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন চেলসিকে। আগের দিন ব্রাজিলের আরেক ক্লাব বোতাফোগো হারিয়ে দিয়েছিল ইউরোপসেরা পিএসজিকে।
ফ্ল্যামেঙ্গো ও বোতাফোগো ছাড়াও ব্রাজিলের আরও দুটি ক্লাব পাললমেইরাস, ফ্লুমিনেন্স খেলছে প্রতিযোগিতায়। আছে আর্জেন্টিনার দুটি ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। অর্থাৎ ৩২ দলের প্রতিযোগিতায় খেলছে দক্ষিণ আমেরিকার এই ছয়টি ক্লাব। মজার তথ্য ফিফা ক্লাব বিশ্বকাপের ৯ ম্যাচ শেষে লাতিনের এই ৬টি ক্লাবই অপরাজিত। গতকাল সকালে হওয়া ম্যাচে অবশ্য বোকা জুনিয়র্স হেরে গেছে বায়ার্নের কাছে।
তারপরও অন্যান্য আসরের চেয়ে এবাররে ক্লাব বিশ্বকাপে লাতিন ক্লাবগুলোর পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া। দুই ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ ‘এ’র শীর্ষে অবস্থান পালমেইরাসের। ‘দুইয়ে দুই’ করে ‘বি’ গ্রুপের শীর্ষে ব্রাজিলের আরেক দল বোতাফোগোও। গতকাল পর্যন্ত ‘এফ’ গ্রুপেরও শীর্ষে ছিল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট।
বোতাফোগোর পিএসজিকে এবং ফ্ল্যামেঙ্গোর চেলসিকে হারিয়ে দেওয়ার আগে ফ্লুমিনেন্স গোলশূন্য ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। সব মিলিয়ে এই সব ফল লুইসের কাছে অবাক করার মতোই, ‘এই সব ফলাফলে আমি বিস্মিত।’ তবে লুইস স্বীকার করেন, ইউরোপীয় ক্লাবগুলোর চেয়ে ভিন্ন পরিস্থিতিতে লাতিন দলগুলোর মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি। তাঁর ভাষায়, ‘কখনও কখনও আবহাওয়া এমন হয়, যেটার সঙ্গে তারা অভ্যস্ত নয়, কিন্তু দক্ষিণ আমেরিকান ক্লাবগুলো খুবই প্রতিযোগিতামূলক। আর কোপা লিবার্তাদোরেসে সব সময় সেরা দলটাই জেতে না। নতুন ধরনের ঘাস, ঘাসের উচ্চতাও ভিন্ন, তাই আমাদের অনেক কিছুতে মানিয়ে নিতে হয় এবং আমরা এসবের সঙ্গে অভ্যস্ত।’
সবশেষ লাতিন দল হিসেবে ব্রাজিলের করিন্থিয়ানস ফাইনালে চেলসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছিল ২০১২ সালে। এরপর এই টুর্নামন্টে ইউরোপিয়ান ক্লাবগুলোরই রাজত্ব। ১৪ বছর পর এবার কোনো লাতিন ক্লাবের কি ভাগ্যে শিকা ছিড়বে!
তাহলে কি এবার বিশ্বকাপ জিতবে লাতিন আমেরিকার কোনো ক্লাব? এই প্রশ্নে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর কোচ ফিলিপে লুইসের উত্তর অন্তত ‘হ্যাঁ’। তাঁর ভাষায়, ‘যে কোনো দলই জিততে পারে (ফিফা ক্লাব বিশ্বকাপ)। এটাই ফুটবল। যদি কোনো দক্ষিণ আমেরিকান ক্লাব জেতে আমি অবাক হব না।’
এমন সময়ে ফিলিপে লুইস এ কথা বললেন, যখন মার্কিন মুলুকে চলতি ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে চলেছে লাতিন ক্লাবগুলো। পরশু লুইসের দল ফ্ল্যামেঙ্গো পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে হারিয়ে দিয়েছে উয়েফা কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন চেলসিকে। আগের দিন ব্রাজিলের আরেক ক্লাব বোতাফোগো হারিয়ে দিয়েছিল ইউরোপসেরা পিএসজিকে।
ফ্ল্যামেঙ্গো ও বোতাফোগো ছাড়াও ব্রাজিলের আরও দুটি ক্লাব পাললমেইরাস, ফ্লুমিনেন্স খেলছে প্রতিযোগিতায়। আছে আর্জেন্টিনার দুটি ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। অর্থাৎ ৩২ দলের প্রতিযোগিতায় খেলছে দক্ষিণ আমেরিকার এই ছয়টি ক্লাব। মজার তথ্য ফিফা ক্লাব বিশ্বকাপের ৯ ম্যাচ শেষে লাতিনের এই ৬টি ক্লাবই অপরাজিত। গতকাল সকালে হওয়া ম্যাচে অবশ্য বোকা জুনিয়র্স হেরে গেছে বায়ার্নের কাছে।
তারপরও অন্যান্য আসরের চেয়ে এবাররে ক্লাব বিশ্বকাপে লাতিন ক্লাবগুলোর পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া। দুই ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ ‘এ’র শীর্ষে অবস্থান পালমেইরাসের। ‘দুইয়ে দুই’ করে ‘বি’ গ্রুপের শীর্ষে ব্রাজিলের আরেক দল বোতাফোগোও। গতকাল পর্যন্ত ‘এফ’ গ্রুপেরও শীর্ষে ছিল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট।
বোতাফোগোর পিএসজিকে এবং ফ্ল্যামেঙ্গোর চেলসিকে হারিয়ে দেওয়ার আগে ফ্লুমিনেন্স গোলশূন্য ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। সব মিলিয়ে এই সব ফল লুইসের কাছে অবাক করার মতোই, ‘এই সব ফলাফলে আমি বিস্মিত।’ তবে লুইস স্বীকার করেন, ইউরোপীয় ক্লাবগুলোর চেয়ে ভিন্ন পরিস্থিতিতে লাতিন দলগুলোর মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি। তাঁর ভাষায়, ‘কখনও কখনও আবহাওয়া এমন হয়, যেটার সঙ্গে তারা অভ্যস্ত নয়, কিন্তু দক্ষিণ আমেরিকান ক্লাবগুলো খুবই প্রতিযোগিতামূলক। আর কোপা লিবার্তাদোরেসে সব সময় সেরা দলটাই জেতে না। নতুন ধরনের ঘাস, ঘাসের উচ্চতাও ভিন্ন, তাই আমাদের অনেক কিছুতে মানিয়ে নিতে হয় এবং আমরা এসবের সঙ্গে অভ্যস্ত।’
সবশেষ লাতিন দল হিসেবে ব্রাজিলের করিন্থিয়ানস ফাইনালে চেলসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছিল ২০১২ সালে। এরপর এই টুর্নামন্টে ইউরোপিয়ান ক্লাবগুলোরই রাজত্ব। ১৪ বছর পর এবার কোনো লাতিন ক্লাবের কি ভাগ্যে শিকা ছিড়বে!
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে