Ajker Patrika

‘মেসি আসায় মিয়ামির নতুন অধ্যায় শুরু হয়েছে’ 

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৪: ৪২
‘মেসি আসায় মিয়ামির নতুন অধ্যায় শুরু হয়েছে’ 

লিওনেল মেসির নতুন গন্তব্য নিয়ে আলোচনা চলছিল অনেক দিন। অবশেষে মেসি পেলেন তাঁর নতুন ঠিকানা। ইন্টার মিয়ামিতে এখন খেলবেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। তাতে ক্লাবটির নতুন এক অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন ডেভিড বেকহাম।

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে মেসির দুই বছরের পথচলা শেষ হয় এ বছর। পিএসজির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে যখন ক্লাব ছাড়ার কথা শোনা যায়, তখন বার্সেলোনা, আল হিলাল, ইন্টার মিয়ামি—এই তিন ক্লাবে যাওয়ার গুঞ্জন চলতে থাকে। মেসি নিজেও ইন্টার মিয়ামিতে যাওয়ার কথা বলেছেন। অবশেষে গতকাল তাঁর (মেসি) সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টার মিয়ামি। ২০২৫ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের।

ক্যারিয়ারে একের পর এক শিরোপাজয়ী মেসির নতুন যাত্রা শুরু হচ্ছে ইন্টার মিয়ামিতে। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে নিয়ে মিয়ামির ঘোষণায় উচ্ছ্বসিত হয়েছেন বেকহাম। তারকা ফুটবলারদের আরও আগে থেকেই মিয়ামিতে আনার স্বপ্ন দেখতেন বেকহাম। ইনস্টাগ্রামে মিয়ামির সহস্বত্বাধিকারী লিখেছেন, ‘আমাদের গল্পের নতুন অধ্যায় শুরু হয়েছে। ১০ বছর আগে আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের মিয়ামিতে আনার স্বপ্ন দেখেছি। যখন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে এসে এই দেশের ফুটবলের উন্নয়নে কাজ শুরু করি, তখনই খেলোয়াড়েরা তাঁদের বড় আশার কথা বলেছিলেন। যে খেলাকে আমরা এত ভালোবাসি, সেই খেলায় উত্তরাধিকার তৈরি করার স্বপ্ন তারা দেখেছিল।’

মিয়ামিতে মেসির আসার খবর শুনেই আগে থেকে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে উন্মাদনা। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ম্যুরাল আঁকার কাজও করেছিল বেকহাম পরিবার। তাঁর (মেসি) মিয়ামিতে আসার খবরে খুব খুশি মিয়ামির সহস্বত্বাধিকারী, ‘আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। লিওর আমাদের ক্লাবে আসার মতো খুশি আর কোনো কিছুতে হওয়া আমার পক্ষে সম্ভব না। একই সঙ্গে একজন বন্ধু, দারুণ ব্যক্তি এবং তার পরিবারকে ইন্টার মিয়ামি ফুটবল কমিউনিটিতে স্বাগত জানাতে পেরে বেশ আনন্দিত।’

মেসিকে আজ সবার সঙ্গে পরিচয় করানো হবে মিয়ামিতে। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। পরিচয়পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত