মেক্সিকান রেফারি ফার্নান্দো গেরেরো শেষ বাঁশি বাজাতেই কানাডীয়দের আর থামায় কে! যিনি যাঁকে সামনে পাচ্ছেন, তাঁকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছেন, দু চোখে বেয়ে ঝরছে আনন্দ অশ্রু। কেউ কেউ গ্যালারিতে গিয়ে স্ত্রী-সন্তানদের চুম্বন করছেন। যেন টরোন্টোর বিএমও ফিল্ড হয়ে উঠেছিল স্বপ্নপূরণের মঞ্চ।
হবে না-ই বা কেন? দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান যে ঘটিয়ে ফেলেছে কানাডা। জ্যামাইকাকে আজ ৪-০ গোলে উড়িয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার ফিফা বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।
উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল (কনকাকাফ) থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায় তিনটি দল। কাতারের টিকিট পেতে হলে জ্যামাইকার বিপক্ষে ড্র যথেষ্ট ছিল কানাডার। এমন সমীকরণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি উসাইন বোল্ট-ক্রিস গেইলের দেশকে বিধ্বস্ত করে ছেড়েছে।
নিজ ডেরা বিএমও ফিল্ডে আজ ম্যাচের ১৩ মিনিটে কাইল লরিনের গোলে এগিয়ে যায় কানাডা। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ব্যবধান ২-০ করেন তাজন বুকানান।
৮৩ মিনিটে জ্যামাইকান রক্ষণ চিড়ে আবারও উচ্ছ্বাসে মাতে কানাডা। এবার জাল কাঁপান জুনিয়র হোইলেট। দিশেহারা জ্যামাইকানরা এরপর খেই হারিয়ে উপহার দিয়ে বসে। ৮৮ মিনিটে ডিফেন্ডার আদ্রিয়ান মারিয়াপ্পা নিজেদের জালে বল পাঠিয়ে দেন।
এক পেশে জয়ে তিন যুগের আক্ষেপ ঘুচেছে কানাডার। সর্বশেষ ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। সে বছরই আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা।
১৩ ম্যাচে ৮ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের শীর্ষে কানাডা। সমান সংখ্যক ম্যাচে ২৫ পয়েন্ট যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় মার্কিনিরা আছে দুইয়ে।
চারে থাকা কোস্টারিকার এখনো সুযোগ রয়েছে। তবে শেষ ম্যাচ জিততেই হবে তাদের। একই সঙ্গে মেক্সিকোর হার কামনা করতে হবে। তবে মেক্সিকানরা ন্যূনতম ড্র করলে প্লে অফ খেলতে হবে কোস্টারিকাকে।
মেক্সিকান রেফারি ফার্নান্দো গেরেরো শেষ বাঁশি বাজাতেই কানাডীয়দের আর থামায় কে! যিনি যাঁকে সামনে পাচ্ছেন, তাঁকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছেন, দু চোখে বেয়ে ঝরছে আনন্দ অশ্রু। কেউ কেউ গ্যালারিতে গিয়ে স্ত্রী-সন্তানদের চুম্বন করছেন। যেন টরোন্টোর বিএমও ফিল্ড হয়ে উঠেছিল স্বপ্নপূরণের মঞ্চ।
হবে না-ই বা কেন? দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান যে ঘটিয়ে ফেলেছে কানাডা। জ্যামাইকাকে আজ ৪-০ গোলে উড়িয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার ফিফা বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।
উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল (কনকাকাফ) থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায় তিনটি দল। কাতারের টিকিট পেতে হলে জ্যামাইকার বিপক্ষে ড্র যথেষ্ট ছিল কানাডার। এমন সমীকরণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি উসাইন বোল্ট-ক্রিস গেইলের দেশকে বিধ্বস্ত করে ছেড়েছে।
নিজ ডেরা বিএমও ফিল্ডে আজ ম্যাচের ১৩ মিনিটে কাইল লরিনের গোলে এগিয়ে যায় কানাডা। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ব্যবধান ২-০ করেন তাজন বুকানান।
৮৩ মিনিটে জ্যামাইকান রক্ষণ চিড়ে আবারও উচ্ছ্বাসে মাতে কানাডা। এবার জাল কাঁপান জুনিয়র হোইলেট। দিশেহারা জ্যামাইকানরা এরপর খেই হারিয়ে উপহার দিয়ে বসে। ৮৮ মিনিটে ডিফেন্ডার আদ্রিয়ান মারিয়াপ্পা নিজেদের জালে বল পাঠিয়ে দেন।
এক পেশে জয়ে তিন যুগের আক্ষেপ ঘুচেছে কানাডার। সর্বশেষ ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। সে বছরই আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা।
১৩ ম্যাচে ৮ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের শীর্ষে কানাডা। সমান সংখ্যক ম্যাচে ২৫ পয়েন্ট যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় মার্কিনিরা আছে দুইয়ে।
চারে থাকা কোস্টারিকার এখনো সুযোগ রয়েছে। তবে শেষ ম্যাচ জিততেই হবে তাদের। একই সঙ্গে মেক্সিকোর হার কামনা করতে হবে। তবে মেক্সিকানরা ন্যূনতম ড্র করলে প্লে অফ খেলতে হবে কোস্টারিকাকে।
এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এ দলই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ৩০ আগস্ট সিলেটে।
১ ঘণ্টা আগেছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অন্য অ্যাথলেটদের চেয়ে অনেকটা দূরত্ব নিয়েই ফিনিশিং লাইন স্পর্শ করেন নৌবাহিনীর ইমরানুর রহমান। কিন্তু মেয়েদের ১০০ মিটারে ঘটল বিতর্ক। সুমাইয়া দেওয়ান নাকি শিরিন আক্তার—কে প্রথম হন, তা জানতে অপেক্ষা করতে হলো ঘণ্টাখানেক
৪ ঘণ্টা আগেম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্তাবসের উদ্ভাসিত ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিং—এই দুয়ের মাঝে চিড়েচ্যাপ্টা অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।
৪ ঘণ্টা আগেতাসকিন আহমেদের মুখে সব সময় হাসি লেগেই থাকে। পরিবার, সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে যখন পোস্ট করেন, দেখা যায় তাসকিনের হাস্যোজ্জ্বল চেহারা। প্রিয়জনদের সঙ্গে মজা করতে বেশ পছন্দ করেন বাংলাদেশের এ তারকা পেসার।
৫ ঘণ্টা আগে