Ajker Patrika

মেসিদের বড় জয়ের পরও মায়ামির কীসের দুশ্চিন্তা 

মেসিদের বড় জয়ের পরও মায়ামির কীসের দুশ্চিন্তা 

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে হোঁচট খাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মায়ামি। একের পর এক ম্যাচ জিতেই চলছে দলটি।) লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া মায়ামি দলটি এখন মেজর লিগ সকারে (এমএলএস) পয়েন্ট তালিকার শীর্ষে। তবে টানা জয়ের মধ্যে থাকলেও মায়ামির দুশ্চিন্তা তাদের এক তারকা ফুটবলারের চোট। 

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ মায়ামির প্রতিপক্ষ ছিল ন্যাশভিল এসসি। এমএলসের ম্যাচটিতে মেসি-সুয়ারজদের সঙ্গে মায়ামির মূল একাদশে ছিলেন দিয়েগো গোমেজ। ম্যাচটি মায়ামি জিতেছে ৩-১ গোলে। তবে মাঠে থেকে দলের জয় উদযাপন করার সৌভাগ্য হয়নি গোমেজের। ৪১ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক এলিয়ট প্যানিক্কোর সঙ্গে ধাক্কা খেয়েছেন গোমেজ। গোঁড়ালির চোটে পড়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় গোমেজকে। মায়ামির ডিফেন্সিভ মিডফিল্ডারের চোটের অবস্থা কেমন তা পরে জানিয়েছেন কোচ জেরার্দো টাটা মার্তিনো। সংবাদ সম্মেলনে মার্টিনো বলেন, ‘আমরা যা দেখলাম, গোড়ালি মচকে গেছে। তবে আমাদের দেখতে হবে যে সাধারণ মচকানো নাকি আরও জটিল কিছু আছে। তারা এখন বিষয়টি দেখছে (হাসপাতালে)। সে বাজেভাবে আহত হয়েছিল। গোড়ালি ফুলে গিয়েছিল। তবে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছিলাম না।’ 

চলতি মৌসুমে গোমেজ সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলেন ১৩ ম্যাচ। ৩ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। গোমেজের পাশাপাশি মায়ামির একের পর এক খেলোয়াড় চোটে আক্রান্ত হয়েছেন। তবে মার্তিনো দুশ্চিন্তা করছেন না তেমন একটা। মায়ামি কোচ বলেন, ‘আমাদের সঙ্গে এমনটা হচ্ছে। ফেডেরিকো রেদোনদো হাঁটুর চোটে পড়েছে। তলপেটের চোটে পড়েছে বেঞ্জামিন ক্রেমাশ্চি। আশা করি, গুরুতর কিছু হবে না।’ 

মায়ামি-ন্যাশভিল এসসি ম্যাচটি ছিল মেসিময়। ২ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন মেসি। ২ মিনিটে ফ্র্যাঙ্কো নেগরির আত্মঘাতী গোলে মায়ামি পিছিয়ে পড়লেও ১১ মিনিটে সমতায় ফেরান মেসি। ৩৯ মিনিটে সার্জিও বুসকেতসকে দিয়ে গোল করান মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার ৮৯ মিনিটে পেনাল্টিতে করেন মায়ামির তৃতীয় গোল। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত