Ajker Patrika

নারীঘটিত কেলেঙ্কারিতে আবার খবর হলেন রুনি

নারীঘটিত কেলেঙ্কারিতে আবার খবর হলেন রুনি

ক্যারিয়ার জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে খবরের শিরোনাম হয়েছেন ওয়েইন রুনি। একই ভাবে নারীঘটিত কেলেঙ্কারি, স্ত্রীর সঙ্গে প্রতারণা এমন নেতিবাচক খবরেও শিরোনাম হয়েছেন অনেকবার। আবারও নারীঘটিত খবর দিয়েই শিরোনামে আসলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড। হোটেলে কয়েকজন নারীর সঙ্গে রুনির অন্তরঙ্গ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বর্তমানে ডার্বি কাউন্টির ম্যানেজারের দায়িত্বে আছেন রুনি। প্রাক মৌসুম প্রস্তুতির এক ম্যাচে শনিবার সালফোর্ড সিটির বিপক্ষে খেলতে নেমেছিল ডার্বি কাউন্টি। এতে রুনির দল হেরে যায়। এরপর চায়নাহোয়াইট নাইটক্লাবে বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়েছিলেন রুনি। সেখানেই তাঁর কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিন স্ন্যাপচ্যাট মডেল। যেগুলোতে দেখা যাচ্ছে, রুনি কোথাও ঘুমোচ্ছেন, কোথাও বসে বসে দুলছেন। এই ঘটনায় অবশ্য বেজায় চটে গেছেন রুনি। 

ছবিগুলো ছড়িয়ে পড়ায় রুনির সঙ্গে সেদিন নাইটক্লাবে যাওয়া বন্ধুরা এ নিয়ে মুখ খুলেছেন। তাঁরা জানিয়েছেন, রুনি সেখানে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি। এতে অবশ্য শান্ত করা যায়নি সাবেক ইংলিশ ফরোয়ার্ডকে। এ নিয়ে ম্যানচেস্টার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যখন ঘুমাচ্ছিলেন, অনুমতি ছাড়াই ওসব ছবি তুলে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রুনির অভিযোগ আমলে নিয়ে পুলিশ কাজও শুরু করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত