লিভারপুল সমর্থকদের জন্য চলতি মৌসুম কেবলই হতাশার। মাঠে জরাজীর্ণ পারফরম্যান্সে রীতিমতো কোণঠাসা দলটি। খুব বেশি আগের কথা নয় আক্রমণভাগের ত্রাস ছড়ানো সালাহ-ফিরমিনো-মানে ত্রয়ীর উপর ভর করে উড়ছিল এই ইংলিশ ক্লাবটি।
গত মৌসুমে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দেন সাদিও মানে। চলতি মৌসুম চুক্তির মেয়াদ শেষে রবার্তো ফিরমিনোর বিদায়ে এই ত্রয়ীর কেবল বাকি রইলেন সালাহ। ২০১৫ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে আট বছর লিভারপুলের হয়ে খেলে এবার ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন ফিরমিনো। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ চেয়েছিলেন ফিরমিনোকে দলে রাখতে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড প্রথমে চুক্তি নবায়নে আগ্রহী ছিলেন ঠিকই। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
জার্মান ক্লাব হফেনহাইম থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ৩৫৩টি ম্যাচ খেলে ১০৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭০টি গোল। অল রেডদের হয়ে ২০১৯-২০ মৌসুমে সালাহ-ফিরমিনো-মানে ছিলেন দুর্দান্ত ছন্দে। লিভারপুল ওই মৌসুমেই ৩০ বছর পর অধরা প্রিমিয়ার লিগ জিতে নেয়। অ্যান ফিল্ডে আট বছরের ক্যারিয়ারে ৮টি শিরোপা জিতে ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সাম্প্রতিক সময়ে পেশির চোট এবং পারফরম্যান্সের ঘাটতির ফলে দলে অনিয়মিত হয়ে পড়েন ফিরমিনো। চলতি মৌসুমে আক্রমণভাগে কোডি গাকপো এবং ডারউইন নুনেজের যোগদান ফিরমিনোর দলের নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও কমিয়ে দেয়। চলতি মৌসুম শেষে দারুণ এই ত্রয়ীর আরেক তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে।
গত কয়েক মৌসুমে সোনালি সময় কাটানো ইউরোপের এই জায়ান্ট ক্লাব এখন নিজেদের হারিয়ে খুঁজছে। অ্যানফিল্ডে মানে-ফিরমিনোর অভাব গাকপো-নুনেজরা পূরণ করতে পারবেন কি না, সেটা সময়ই বলে দিবে।
লিভারপুল সমর্থকদের জন্য চলতি মৌসুম কেবলই হতাশার। মাঠে জরাজীর্ণ পারফরম্যান্সে রীতিমতো কোণঠাসা দলটি। খুব বেশি আগের কথা নয় আক্রমণভাগের ত্রাস ছড়ানো সালাহ-ফিরমিনো-মানে ত্রয়ীর উপর ভর করে উড়ছিল এই ইংলিশ ক্লাবটি।
গত মৌসুমে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দেন সাদিও মানে। চলতি মৌসুম চুক্তির মেয়াদ শেষে রবার্তো ফিরমিনোর বিদায়ে এই ত্রয়ীর কেবল বাকি রইলেন সালাহ। ২০১৫ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে আট বছর লিভারপুলের হয়ে খেলে এবার ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন ফিরমিনো। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ চেয়েছিলেন ফিরমিনোকে দলে রাখতে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড প্রথমে চুক্তি নবায়নে আগ্রহী ছিলেন ঠিকই। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
জার্মান ক্লাব হফেনহাইম থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ৩৫৩টি ম্যাচ খেলে ১০৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭০টি গোল। অল রেডদের হয়ে ২০১৯-২০ মৌসুমে সালাহ-ফিরমিনো-মানে ছিলেন দুর্দান্ত ছন্দে। লিভারপুল ওই মৌসুমেই ৩০ বছর পর অধরা প্রিমিয়ার লিগ জিতে নেয়। অ্যান ফিল্ডে আট বছরের ক্যারিয়ারে ৮টি শিরোপা জিতে ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সাম্প্রতিক সময়ে পেশির চোট এবং পারফরম্যান্সের ঘাটতির ফলে দলে অনিয়মিত হয়ে পড়েন ফিরমিনো। চলতি মৌসুমে আক্রমণভাগে কোডি গাকপো এবং ডারউইন নুনেজের যোগদান ফিরমিনোর দলের নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও কমিয়ে দেয়। চলতি মৌসুম শেষে দারুণ এই ত্রয়ীর আরেক তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে।
গত কয়েক মৌসুমে সোনালি সময় কাটানো ইউরোপের এই জায়ান্ট ক্লাব এখন নিজেদের হারিয়ে খুঁজছে। অ্যানফিল্ডে মানে-ফিরমিনোর অভাব গাকপো-নুনেজরা পূরণ করতে পারবেন কি না, সেটা সময়ই বলে দিবে।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে