প্রায় এক দশক হতে চলল, অ্যালেক্স ফার্গুসনের শূন্যস্থানটা ভরাট করতে পারলেন না কোনো কোচই। ডেভিড ময়েস, হোসে মরিনহো, লুইস ফন গালরা এলেন আর গেলেন। যোগ্য কোচের অভাবে ফার্গুসনের সাজানো ম্যানচেস্টার ইউনাইটেড যেন এখন বেহুলার সংসার।
২০১৩ সালে ফার্গুসনের পর ওল্ড ট্রাফোর্ডে কোচ বদল হয়েছে সাতবার। আগামী মৌসুমে ডাগআউটে আসবেন অষ্টম কোচ এরিক টেন হাগ। বড় নামের গুণী কোচেরাই যখন সাফল্য আনতে পারলেন না, টেন হাগের জাদুতে অতীতের সোনালি সুদিন ফিরবে কি না, তা নিয়ে সন্দিহান খোদ রেড ডেভিল সমর্থকেরাই!
বর্তমানে আয়াক্সের দায়িত্বে থাকা টেন হাগ দায়িত্ব নেবেন আগামী মৌসুমের শুরুতে। এই মৌসুমের শেষ পর্যন্ত যেহেতু তিনি অন্য আরেক দলের কোচ, তাই প্রকাশ্যে টেন হাগের ম্যানচেস্টার নাম মুখে নেওয়া আপাতত বারণ। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে ম্যানইউ। অধৈর্য হয়ে উঠছেন ভক্তরা।
গুঞ্জন আছে, টেন হাগের পরিকল্পনায় থাকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্তু এর পরও সমর্থকদের শান্ত করতে নতুন কোচের ঢাল হয়েছেন রোনালদো। ম্যানইউ অফিশিয়াল ওয়েবসাইটে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পর্তুগিজ মহাতারকার। বলেছেন, ‘আমি জানি তিনি (টেন হাগ) আয়াক্সে দারুণ কাজ করেছেন এবং তিনি একজন অভিজ্ঞ কোচ। কিন্তু তাঁকে আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে।’
সময় পেলে টেন হাগ আবারও অতীতের সুদিন ফিরিয়ে আনতে পারবেন বলেও বিশ্বাস রোনালদোর, ‘টেন হাগ যেভাবে এগোতে চান, সেভাবে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। আর সবাই যদি নিজ নিজ জায়গায় ভালো করে, তাহলে অবশ্যই ম্যানইউ ঘুরে দাঁড়াবে। একজন ভক্ত হিসেবেও নতুন কোচকে ঘিরে আমরা রোমাঞ্চিত। আমাদের এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আগামী মৌসুমে অবশ্যই আমাদের শিরোপা জেতা সম্ভব।’
প্রায় এক দশক হতে চলল, অ্যালেক্স ফার্গুসনের শূন্যস্থানটা ভরাট করতে পারলেন না কোনো কোচই। ডেভিড ময়েস, হোসে মরিনহো, লুইস ফন গালরা এলেন আর গেলেন। যোগ্য কোচের অভাবে ফার্গুসনের সাজানো ম্যানচেস্টার ইউনাইটেড যেন এখন বেহুলার সংসার।
২০১৩ সালে ফার্গুসনের পর ওল্ড ট্রাফোর্ডে কোচ বদল হয়েছে সাতবার। আগামী মৌসুমে ডাগআউটে আসবেন অষ্টম কোচ এরিক টেন হাগ। বড় নামের গুণী কোচেরাই যখন সাফল্য আনতে পারলেন না, টেন হাগের জাদুতে অতীতের সোনালি সুদিন ফিরবে কি না, তা নিয়ে সন্দিহান খোদ রেড ডেভিল সমর্থকেরাই!
বর্তমানে আয়াক্সের দায়িত্বে থাকা টেন হাগ দায়িত্ব নেবেন আগামী মৌসুমের শুরুতে। এই মৌসুমের শেষ পর্যন্ত যেহেতু তিনি অন্য আরেক দলের কোচ, তাই প্রকাশ্যে টেন হাগের ম্যানচেস্টার নাম মুখে নেওয়া আপাতত বারণ। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে ম্যানইউ। অধৈর্য হয়ে উঠছেন ভক্তরা।
গুঞ্জন আছে, টেন হাগের পরিকল্পনায় থাকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্তু এর পরও সমর্থকদের শান্ত করতে নতুন কোচের ঢাল হয়েছেন রোনালদো। ম্যানইউ অফিশিয়াল ওয়েবসাইটে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পর্তুগিজ মহাতারকার। বলেছেন, ‘আমি জানি তিনি (টেন হাগ) আয়াক্সে দারুণ কাজ করেছেন এবং তিনি একজন অভিজ্ঞ কোচ। কিন্তু তাঁকে আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে।’
সময় পেলে টেন হাগ আবারও অতীতের সুদিন ফিরিয়ে আনতে পারবেন বলেও বিশ্বাস রোনালদোর, ‘টেন হাগ যেভাবে এগোতে চান, সেভাবে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। আর সবাই যদি নিজ নিজ জায়গায় ভালো করে, তাহলে অবশ্যই ম্যানইউ ঘুরে দাঁড়াবে। একজন ভক্ত হিসেবেও নতুন কোচকে ঘিরে আমরা রোমাঞ্চিত। আমাদের এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আগামী মৌসুমে অবশ্যই আমাদের শিরোপা জেতা সম্ভব।’
গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
২৮ মিনিট আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
৩৯ মিনিট আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েকে ডাকুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে—বাংলাদেশ ক্রিকেটের বাজে সময়ে অনেকেই মজা করে এমনটা বলেন। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির এক মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি গতকাল শেষ হয়েছে ১-১ সমতায়।
২ ঘণ্টা আগে