Ajker Patrika

নতুন কোচের হয়ে রোনালদোর ‘বিনীত আবেদন’

আপডেট : ১৪ মে ২০২২, ১৪: ৪৭
নতুন কোচের হয়ে রোনালদোর ‘বিনীত আবেদন’

প্রায় এক দশক হতে চলল, অ্যালেক্স ফার্গুসনের শূন্যস্থানটা ভরাট করতে পারলেন না কোনো কোচই। ডেভিড ময়েস, হোসে মরিনহো, লুইস ফন গালরা এলেন আর গেলেন। যোগ্য কোচের অভাবে ফার্গুসনের সাজানো ম্যানচেস্টার ইউনাইটেড যেন এখন বেহুলার সংসার।

২০১৩ সালে ফার্গুসনের পর ওল্ড ট্রাফোর্ডে কোচ বদল হয়েছে সাতবার। আগামী মৌসুমে ডাগআউটে আসবেন অষ্টম কোচ এরিক টেন হাগ। বড় নামের গুণী কোচেরাই যখন সাফল্য আনতে পারলেন না, টেন হাগের জাদুতে অতীতের সোনালি সুদিন ফিরবে কি না, তা নিয়ে সন্দিহান খোদ রেড ডেভিল সমর্থকেরাই!

বর্তমানে আয়াক্সের দায়িত্বে থাকা টেন হাগ দায়িত্ব নেবেন আগামী মৌসুমের শুরুতে। এই মৌসুমের শেষ পর্যন্ত যেহেতু তিনি অন্য আরেক দলের কোচ, তাই প্রকাশ্যে টেন হাগের ম্যানচেস্টার নাম মুখে নেওয়া আপাতত বারণ। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে ম্যানইউ। অধৈর্য হয়ে উঠছেন ভক্তরা।

গুঞ্জন আছে, টেন হাগের পরিকল্পনায় থাকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্তু এর পরও সমর্থকদের শান্ত করতে নতুন কোচের ঢাল হয়েছেন রোনালদো। ম্যানইউ অফিশিয়াল ওয়েবসাইটে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পর্তুগিজ মহাতারকার। বলেছেন, ‘আমি জানি তিনি (টেন হাগ) আয়াক্সে দারুণ কাজ করেছেন এবং তিনি একজন অভিজ্ঞ কোচ। কিন্তু তাঁকে আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে।’

সময় পেলে টেন হাগ আবারও অতীতের সুদিন ফিরিয়ে আনতে পারবেন বলেও বিশ্বাস রোনালদোর, ‘টেন হাগ যেভাবে এগোতে চান, সেভাবে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। আর সবাই যদি নিজ নিজ জায়গায় ভালো করে, তাহলে অবশ্যই ম্যানইউ ঘুরে দাঁড়াবে। একজন ভক্ত হিসেবেও নতুন কোচকে ঘিরে আমরা রোমাঞ্চিত। আমাদের এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আগামী মৌসুমে অবশ্যই আমাদের শিরোপা জেতা সম্ভব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত