ক্রীড়া ডেস্ক
ফ্রান্স-স্পেন নেশনস লিগের সেমিফাইনালের আগুনে ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। মাঠে নামার আগে দুই দলের পরিসংখ্যান বলছিল তেমন কিছুই। স্টুটগার্টে গত রাতে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল হয়েছে আরও রোমাঞ্চকর। গোলের বন্যার ম্যাচে শেষ হাসি হেসেছে স্পেন।
নেশনস লিগের ফাইনালে আগেই উঠে গিয়েছিল পর্তুগাল। আলিয়াঞ্জ অ্যারেনায় পরশু রাতে জার্মানির বিপক্ষে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটায় পর্তুগিজরা। নেশনস লিগের প্রথম সেমিফাইনালে জার্মানদের ২-১ গোলে হারায় পর্তুগাল। আর গত রাতে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-স্পেন লড়াইটা হয়েছে আরও জমজমাট। ৫-৪ গোলে জিতে ফাইনালের টিকিট কাটে স্পেন। শিরোপার লড়াইয়ে পরশু রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পর্তুগাল-স্পেন ম্যাচ।
স্টুটগার্টের এমএইজপি অ্যারেনায় নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-স্পেন শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে খেলতে থাকে। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তা, ফিনিশিং দুর্বলতায় ম্যাচের প্রথম ২১ মিনিটে কেউই লক্ষ্য ভেদ করতে পারেনি। ২২ মিনিটে স্পেনকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস। ৩ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা। ২৫ মিনিটে গোলটি করেন মিকেল মেরিনো। স্পেনের প্রথম দুই গোলে অ্যাসিস্ট করেন মিকেল ওইরজাবাল। স্প্যানিশরা ২-০ গোলে এগিয়ে না যেতেই কার্ড দেখানো হয় লামিনে ইয়ামালকে। ৩৩ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইয়ামাল। প্রথমার্ধ স্পেন শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই ৪-০ গোলে এগিয়ে যায় স্পেন। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড গোল করার ঠিক পরের মিনিটে (৫৫ মিনিট) বাঁ পায়ের জাদুতে লক্ষ্য ভেদ করেন তাঁর সতীর্থ পেদ্রি। নিকো উইলিয়ামস অ্যাসিস্ট করেন পেদ্রিকে এই গোল করতে। ম্যাচে প্রথম গোল পেতে ফ্রান্সের লেগেছে প্রায় ১ ঘণ্টা। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিতে গোল করেন।
এমবাপ্পের গোলের পর দ্রুত নিজের দ্বিতীয় গোল পেয়ে যান ইয়ামাল। ৬৭ মিনিটে স্পেন ৫-১ গোলে এগিয়ে যায় ফ্রান্সের বিপক্ষে। পিছিয়ে থাকা ফ্রান্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এখান থেকেই। এমনকি ফরাসিদের গোল উপহার দিয়েছে স্পেনও। ৮৪ মিনিটে আত্মঘাতী গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার দানি ভিভিয়ান। তার আগে ৭৯ মিনিটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড রায়ান চার্কি। তিনি মাঠে নামেন মাইকেল ওলিসের পরিবর্তে ৬৩ মিনিটে। চের্কি এরপর আরও এক গোলে অবদান রেখেছেন। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোল করেন রান্দাল কোলো মুয়ানি।
কোলো মুয়ানির শেষের গোল অবশ্য ফ্রান্সের পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৫-৪ গোলের জয়ে ফাইনালের টিকিট কাটে স্পেন। পর্তুগাল-স্পেন ফাইনালের আগে সান্ত্বনার ম্যাচ খেলতে নামবে ফরাসিরা। স্টুটগার্ডের এমএইচপি অ্যারেনায় পরশু রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি-ফ্রান্স।
ফ্রান্স-স্পেন নেশনস লিগের সেমিফাইনালের আগুনে ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। মাঠে নামার আগে দুই দলের পরিসংখ্যান বলছিল তেমন কিছুই। স্টুটগার্টে গত রাতে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল হয়েছে আরও রোমাঞ্চকর। গোলের বন্যার ম্যাচে শেষ হাসি হেসেছে স্পেন।
নেশনস লিগের ফাইনালে আগেই উঠে গিয়েছিল পর্তুগাল। আলিয়াঞ্জ অ্যারেনায় পরশু রাতে জার্মানির বিপক্ষে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটায় পর্তুগিজরা। নেশনস লিগের প্রথম সেমিফাইনালে জার্মানদের ২-১ গোলে হারায় পর্তুগাল। আর গত রাতে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-স্পেন লড়াইটা হয়েছে আরও জমজমাট। ৫-৪ গোলে জিতে ফাইনালের টিকিট কাটে স্পেন। শিরোপার লড়াইয়ে পরশু রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পর্তুগাল-স্পেন ম্যাচ।
স্টুটগার্টের এমএইজপি অ্যারেনায় নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-স্পেন শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে খেলতে থাকে। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তা, ফিনিশিং দুর্বলতায় ম্যাচের প্রথম ২১ মিনিটে কেউই লক্ষ্য ভেদ করতে পারেনি। ২২ মিনিটে স্পেনকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস। ৩ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা। ২৫ মিনিটে গোলটি করেন মিকেল মেরিনো। স্পেনের প্রথম দুই গোলে অ্যাসিস্ট করেন মিকেল ওইরজাবাল। স্প্যানিশরা ২-০ গোলে এগিয়ে না যেতেই কার্ড দেখানো হয় লামিনে ইয়ামালকে। ৩৩ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইয়ামাল। প্রথমার্ধ স্পেন শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই ৪-০ গোলে এগিয়ে যায় স্পেন। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড গোল করার ঠিক পরের মিনিটে (৫৫ মিনিট) বাঁ পায়ের জাদুতে লক্ষ্য ভেদ করেন তাঁর সতীর্থ পেদ্রি। নিকো উইলিয়ামস অ্যাসিস্ট করেন পেদ্রিকে এই গোল করতে। ম্যাচে প্রথম গোল পেতে ফ্রান্সের লেগেছে প্রায় ১ ঘণ্টা। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিতে গোল করেন।
এমবাপ্পের গোলের পর দ্রুত নিজের দ্বিতীয় গোল পেয়ে যান ইয়ামাল। ৬৭ মিনিটে স্পেন ৫-১ গোলে এগিয়ে যায় ফ্রান্সের বিপক্ষে। পিছিয়ে থাকা ফ্রান্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এখান থেকেই। এমনকি ফরাসিদের গোল উপহার দিয়েছে স্পেনও। ৮৪ মিনিটে আত্মঘাতী গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার দানি ভিভিয়ান। তার আগে ৭৯ মিনিটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড রায়ান চার্কি। তিনি মাঠে নামেন মাইকেল ওলিসের পরিবর্তে ৬৩ মিনিটে। চের্কি এরপর আরও এক গোলে অবদান রেখেছেন। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোল করেন রান্দাল কোলো মুয়ানি।
কোলো মুয়ানির শেষের গোল অবশ্য ফ্রান্সের পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৫-৪ গোলের জয়ে ফাইনালের টিকিট কাটে স্পেন। পর্তুগাল-স্পেন ফাইনালের আগে সান্ত্বনার ম্যাচ খেলতে নামবে ফরাসিরা। স্টুটগার্ডের এমএইচপি অ্যারেনায় পরশু রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি-ফ্রান্স।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে