Ajker Patrika

‘পরবর্তী কোপা আমেরিকা, বিশ্বকাপও জিতবে আর্জেন্টিনা’

‘পরবর্তী কোপা আমেরিকা, বিশ্বকাপও জিতবে আর্জেন্টিনা’

গত দুই বছরে আর্জেন্টিনার ক্যাবিনেটে যোগ হয়েছে একের পর এক শিরোপা। আর্জেন্টাইনদের শিরোপা জয়ে অবদান রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ভবিষ্যতে আরও অনেক শিরোপা আর্জেন্টিনা জিতবে বলে মনে করেন তিনি।

২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। যা আলবিসেলেস্তের ২৮ বছর পর কোনো বৈশ্বিক শিরোপা। এই টুর্নামেন্টে আর্জেন্টিনার গোলপোস্টের সামনে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করেন মার্তিনেজ। এরপর ইতালিকে হারিয়ে ২০২২ ফিনালিসিমা জেতে আর্জেন্টিনা। আর গত বছরের ডিসেম্বরে লুসাইলে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের নক আউট রাউন্ডে দুর্ভেদ্য দেয়াল আর্জেন্টাইন এই গোলরক্ষক জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকা। আর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হবে ২০২৬ বিশ্বকাপ। এই দুটো টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে রাখতে পারবে বলে মনে করেন মার্তিনেজ, ‘খেলার সময় মনে করি আমিই সেরা। কোপা আমেরিকা, ইতালির বিপক্ষে ফিনালিসিমা, বিশ্বকাপ জিতেছি। আমরা সবই জিতেছি। কোপা আমেরিকা জিততে যাচ্ছি আমরা এবং আশা করি পরের বিশ্বকাপও।’

কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি। ৭ ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরষ্কার জিতলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রসঙ্গে মার্তিনেজ বলেন, ‘মেসি সর্বকালের সেরা। ভবিষ্যতে মেসির মতো খেলোয়াড় পাওয়া কঠিন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত