Ajker Patrika

লেভানডোভস্কি-রাফিনহা-দেম্বেলেসহ ৬ ফুটবলারের নিবন্ধন করেছে বার্সেলোনা

লেভানডোভস্কি-রাফিনহা-দেম্বেলেসহ ৬ ফুটবলারের নিবন্ধন করেছে বার্সেলোনা

নতুন মৌসুমকে সামনে রেখে শক্তিশালী দল সাজিয়েছে বার্সেলোনা। তারা এবারের দলবদলের বাজারে কিনেছে পাঁচজন তারকা ফুটবলারকে। ক্লাবটির আর্থিক সংকটের কারণে তাঁদের নিবন্ধন নিয়ে সংশয়ে ছিল। গতকাল বার্সা ফুটবলারদের নিবন্ধন করিয়ে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছে। তারা নতুন কেনা চার ফুটবলারের সঙ্গে ক্লাবের পুরোনো দুই খেলোয়াড়কে লা লিগায় নিবন্ধিত করেছে।

নিবন্ধন করা ছয় ফুটবলার হচ্ছেন-রবার্ট লেভানডোভস্কি, রাফিনহা, ফ্রাঙ্ক কেসি, আন্দ্রেস ক্রিস্টেনসেন, ওসমান দেম্বেলে ও সের্গি রবার্তো। কাতালান ক্লাবটি প্রথম চারজনের সঙ্গে নতুন চুক্তি করলেও দেম্বেলে ও রবার্তোর সঙ্গে পুনরায় চুক্তি করেছে।

আজকে রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করবে বার্সা। প্রথম ম্যাচ থেকেই লেভানডোভস্কি-রাফিনহা-দেম্বেলেদের পেতে ক্লাবটি চতুর্থ অর্থনৈতিক লেভার চালু করেছে। এ জন্য ক্লাবটি ১০০ মিলিয়ন ইউরোতে বার্সা স্টুডিওসের আরও ২৪ দশমিক ৫ শতাংশ বিক্রি করেছে। সেই টাকা দিয়ে গতকাল ছয় ফুটবলারকে লা লিগায় নিবন্ধন করেছে বার্সা। ফলে রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলতে আর কোনো সমস্যা নেই তারকা ফুটবলারদের। কোচ জাভি হার্ন্দেজেরও বিশ্বাস ছিল প্রথম ম্যাচ থেকে পাবেন দলের সেরা ফুটবলারদের। 

সেভিয়া থেকে কেনা জুলেস কুন্দের নিবন্ধন এখনও বাকি আছে। এই সেন্টার-ব্যাককে নিবন্ধনের জন্য বার্সার হাতে সময় আছে ৩১ আগস্ট পর্যন্ত। চতুর্থ অর্থনৈতিক লেভার দিয়ে অন্যান্যদের নিবন্ধন করে গেলেও কুন্দকে নিবন্ধিত করতে হলে বার্সাকে কিছু কাজ করতে হবে। দলের ফুটবলারদের আবারও বেতন কাঠামো কমাতে হবে। অথবা কুন্দের জন্য কোনো ফুটবলারকে ছেড়ে দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত