নতুন মৌসুমকে সামনে রেখে শক্তিশালী দল সাজিয়েছে বার্সেলোনা। তারা এবারের দলবদলের বাজারে কিনেছে পাঁচজন তারকা ফুটবলারকে। ক্লাবটির আর্থিক সংকটের কারণে তাঁদের নিবন্ধন নিয়ে সংশয়ে ছিল। গতকাল বার্সা ফুটবলারদের নিবন্ধন করিয়ে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছে। তারা নতুন কেনা চার ফুটবলারের সঙ্গে ক্লাবের পুরোনো দুই খেলোয়াড়কে লা লিগায় নিবন্ধিত করেছে।
নিবন্ধন করা ছয় ফুটবলার হচ্ছেন-রবার্ট লেভানডোভস্কি, রাফিনহা, ফ্রাঙ্ক কেসি, আন্দ্রেস ক্রিস্টেনসেন, ওসমান দেম্বেলে ও সের্গি রবার্তো। কাতালান ক্লাবটি প্রথম চারজনের সঙ্গে নতুন চুক্তি করলেও দেম্বেলে ও রবার্তোর সঙ্গে পুনরায় চুক্তি করেছে।
আজকে রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করবে বার্সা। প্রথম ম্যাচ থেকেই লেভানডোভস্কি-রাফিনহা-দেম্বেলেদের পেতে ক্লাবটি চতুর্থ অর্থনৈতিক লেভার চালু করেছে। এ জন্য ক্লাবটি ১০০ মিলিয়ন ইউরোতে বার্সা স্টুডিওসের আরও ২৪ দশমিক ৫ শতাংশ বিক্রি করেছে। সেই টাকা দিয়ে গতকাল ছয় ফুটবলারকে লা লিগায় নিবন্ধন করেছে বার্সা। ফলে রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলতে আর কোনো সমস্যা নেই তারকা ফুটবলারদের। কোচ জাভি হার্ন্দেজেরও বিশ্বাস ছিল প্রথম ম্যাচ থেকে পাবেন দলের সেরা ফুটবলারদের।
সেভিয়া থেকে কেনা জুলেস কুন্দের নিবন্ধন এখনও বাকি আছে। এই সেন্টার-ব্যাককে নিবন্ধনের জন্য বার্সার হাতে সময় আছে ৩১ আগস্ট পর্যন্ত। চতুর্থ অর্থনৈতিক লেভার দিয়ে অন্যান্যদের নিবন্ধন করে গেলেও কুন্দকে নিবন্ধিত করতে হলে বার্সাকে কিছু কাজ করতে হবে। দলের ফুটবলারদের আবারও বেতন কাঠামো কমাতে হবে। অথবা কুন্দের জন্য কোনো ফুটবলারকে ছেড়ে দিতে হবে।
নতুন মৌসুমকে সামনে রেখে শক্তিশালী দল সাজিয়েছে বার্সেলোনা। তারা এবারের দলবদলের বাজারে কিনেছে পাঁচজন তারকা ফুটবলারকে। ক্লাবটির আর্থিক সংকটের কারণে তাঁদের নিবন্ধন নিয়ে সংশয়ে ছিল। গতকাল বার্সা ফুটবলারদের নিবন্ধন করিয়ে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছে। তারা নতুন কেনা চার ফুটবলারের সঙ্গে ক্লাবের পুরোনো দুই খেলোয়াড়কে লা লিগায় নিবন্ধিত করেছে।
নিবন্ধন করা ছয় ফুটবলার হচ্ছেন-রবার্ট লেভানডোভস্কি, রাফিনহা, ফ্রাঙ্ক কেসি, আন্দ্রেস ক্রিস্টেনসেন, ওসমান দেম্বেলে ও সের্গি রবার্তো। কাতালান ক্লাবটি প্রথম চারজনের সঙ্গে নতুন চুক্তি করলেও দেম্বেলে ও রবার্তোর সঙ্গে পুনরায় চুক্তি করেছে।
আজকে রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করবে বার্সা। প্রথম ম্যাচ থেকেই লেভানডোভস্কি-রাফিনহা-দেম্বেলেদের পেতে ক্লাবটি চতুর্থ অর্থনৈতিক লেভার চালু করেছে। এ জন্য ক্লাবটি ১০০ মিলিয়ন ইউরোতে বার্সা স্টুডিওসের আরও ২৪ দশমিক ৫ শতাংশ বিক্রি করেছে। সেই টাকা দিয়ে গতকাল ছয় ফুটবলারকে লা লিগায় নিবন্ধন করেছে বার্সা। ফলে রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলতে আর কোনো সমস্যা নেই তারকা ফুটবলারদের। কোচ জাভি হার্ন্দেজেরও বিশ্বাস ছিল প্রথম ম্যাচ থেকে পাবেন দলের সেরা ফুটবলারদের।
সেভিয়া থেকে কেনা জুলেস কুন্দের নিবন্ধন এখনও বাকি আছে। এই সেন্টার-ব্যাককে নিবন্ধনের জন্য বার্সার হাতে সময় আছে ৩১ আগস্ট পর্যন্ত। চতুর্থ অর্থনৈতিক লেভার দিয়ে অন্যান্যদের নিবন্ধন করে গেলেও কুন্দকে নিবন্ধিত করতে হলে বার্সাকে কিছু কাজ করতে হবে। দলের ফুটবলারদের আবারও বেতন কাঠামো কমাতে হবে। অথবা কুন্দের জন্য কোনো ফুটবলারকে ছেড়ে দিতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২৮ মিনিট আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
৪৩ মিনিট আগেশ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে লঙ্কানদের ৩৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে
২ ঘণ্টা আগেকিছুদিন আগেই বাছাইপর্ব উতরে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের মেয়েরা পর করছে দুরবস্থা। নিজেদের সবশেষ ৯ টি-টোয়েন্টি জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
৪ ঘণ্টা আগে