Ajker Patrika

কোপা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষের খবর বিশ্ব গণমাধ্যমে

কোপা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষের খবর বিশ্ব গণমাধ্যমে

১১ জুলাই রিও ডি জেনিরোতে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। আর এই ফাইনাল নিয়েই কয়েক হাজার মাইল দূরের বাংলাদেশের উত্তেজনা তুঙ্গে। ১১ জুলাইয়ের ফাইনালের আগে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে খবর প্রকাশ হয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বুয়েনস এইরেস টাইমস জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদরে গত মঙ্গলবার ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। স্থানীয় পুলিশ তাই ১১ জুলাই জনসমাগম নিষিদ্ধ করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আমরানুল ইসলাম বলেছেন, ‘গ্রামবাসীদের বড় পর্দায় ১১ জুলাই ফাইনাল দেখা নিষিদ্ধ করেছি। গ্রামবাসীদের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।’

পত্রিকাটা আরও লিখেছে, গত দুই দশকে বাংলাদেশ ক্রিকেটপাগল দেশে পরিণত হলেও ফুটবল বিশ্বকাপ, ইউরো ও কোপা আমেরিকার সময় পুরো দেশ ফুটবল উন্মাদনায় মেতে ওঠে। পাড়ায় পাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা টানানো নিয়ে চলে তুমুল প্রতিযোগিতা। যা অনেক সময় মারামারি-হাতাহাতিতে রূপ নেয়। এবার তাই ফাইনালের দিন জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত