কনকাকাফ লিগের (আফ্রিকার ইউরোপা লিগ) এক ম্যাচে গতকাল সুরিনামের ক্লাব ইন্টার মোয়েঙ্গোটাপোর মাঠে তাদের বিপক্ষে নেমেছিল হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়া। স্বাভাবিক একটা ফুটবল ম্যাচেই কাল অনন্য-অসাধারণ এক ঘটনা ঘটে গেছে। মোয়েঙ্গোটাপোর অধিনায়ক হিসেবে ৬১ নম্বর জার্সি পরে রনি ব্রুনসউইক নামে যে ভদ্রলোকটি মাঠে নেমেছিলেন, সেই ভদ্রলোকটির বয়সও ৬১।
রনি শুধু মাঠেই নামেননি, খেলেছেন ম্যাচের শুরু থেকে ৫৪ মিনিট পর্যন্ত। একটা সময় এই ক্লাবের হয়েই খেলতেন তিনি। ইন্টার মোয়েঙ্গোটাপো থেকে অবসর নিয়েছেন সেটিও প্রায় দেড় দশক আগে। অবসরের দীর্ঘদিন পর আবার ফিরলেন। রনি শুধু একজন ফুটবলারই নন, তিনি নিজেই একটা ইতিহাস। ২০২০ সালের জুলাই মাসে সুরিনামের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রনি। লম্বা সময় ধরে দেশটির রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একজন ছিলেন।
রনি ছিলেন বিদ্রোহী নেতা। ১৯৮৫ সালে জঙ্গল কমান্ডো নামে সুরিনামিজ লিবারেশন আর্মি গঠন করেন, যার উদ্দেশ্য ছিল আফ্রিকানদের অধিকার আদায়ে লড়াই করা। এই আর্মি বাহিনীর প্রধান হিসেবে এই গৃহযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি এই লড়াই চালিয়ে গেছেন। পাশাপাশি ফুটবলও খেলতেন।
কাল যে স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন রনি, সেটিও তাঁর নিজস্ব অর্থায়নে তৈরি। ইন্টার মোয়েঙ্গোটাপোর ক্লাবটির মালিকও তিনি। কাল আবারও ক্লাবের জার্সিতে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রনি। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় ৬১ বছর বয়সী রনির মাঠে নামা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মাঠে নামার ছবি পোস্ট করেছেন অনেকেই। তবে শেষ পর্যন্ত তার দল অবশ্য অলিম্পিয়ার কাছে হেরেছে ৬-০ গোলের ব্যবধানে।
কনকাকাফ লিগের (আফ্রিকার ইউরোপা লিগ) এক ম্যাচে গতকাল সুরিনামের ক্লাব ইন্টার মোয়েঙ্গোটাপোর মাঠে তাদের বিপক্ষে নেমেছিল হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়া। স্বাভাবিক একটা ফুটবল ম্যাচেই কাল অনন্য-অসাধারণ এক ঘটনা ঘটে গেছে। মোয়েঙ্গোটাপোর অধিনায়ক হিসেবে ৬১ নম্বর জার্সি পরে রনি ব্রুনসউইক নামে যে ভদ্রলোকটি মাঠে নেমেছিলেন, সেই ভদ্রলোকটির বয়সও ৬১।
রনি শুধু মাঠেই নামেননি, খেলেছেন ম্যাচের শুরু থেকে ৫৪ মিনিট পর্যন্ত। একটা সময় এই ক্লাবের হয়েই খেলতেন তিনি। ইন্টার মোয়েঙ্গোটাপো থেকে অবসর নিয়েছেন সেটিও প্রায় দেড় দশক আগে। অবসরের দীর্ঘদিন পর আবার ফিরলেন। রনি শুধু একজন ফুটবলারই নন, তিনি নিজেই একটা ইতিহাস। ২০২০ সালের জুলাই মাসে সুরিনামের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রনি। লম্বা সময় ধরে দেশটির রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একজন ছিলেন।
রনি ছিলেন বিদ্রোহী নেতা। ১৯৮৫ সালে জঙ্গল কমান্ডো নামে সুরিনামিজ লিবারেশন আর্মি গঠন করেন, যার উদ্দেশ্য ছিল আফ্রিকানদের অধিকার আদায়ে লড়াই করা। এই আর্মি বাহিনীর প্রধান হিসেবে এই গৃহযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি এই লড়াই চালিয়ে গেছেন। পাশাপাশি ফুটবলও খেলতেন।
কাল যে স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন রনি, সেটিও তাঁর নিজস্ব অর্থায়নে তৈরি। ইন্টার মোয়েঙ্গোটাপোর ক্লাবটির মালিকও তিনি। কাল আবারও ক্লাবের জার্সিতে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রনি। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় ৬১ বছর বয়সী রনির মাঠে নামা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মাঠে নামার ছবি পোস্ট করেছেন অনেকেই। তবে শেষ পর্যন্ত তার দল অবশ্য অলিম্পিয়ার কাছে হেরেছে ৬-০ গোলের ব্যবধানে।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে