বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা হারাতে বসলেও হাল ছাড়ছেন না হ্যারি কেইন। বাভারিয়ানদের অবস্থা যা-ই হোক না কেন, ইংলিশ ফুটবল ছেড়ে বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমেই আলো ছড়াচ্ছেন সাবেক টটেনহাম অধিনায়ক। গত রাতেও পেয়েছেন জোড়া গোল। তাঁর নৈপুণ্যে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও ২-১ গোলে জিতেছে লাইপজিগের বিপক্ষে।
এই মৌসুমে বুন্দেসলিগায় ২৫ গোল হয়ে গেল কেইনের, আর সব মিলিয়ে ৩১ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও। কিন্তু তার পরও প্রথমবার লিগ জিততে পারবেন কি ইংলিশ ফরোয়ার্ড? প্রিমিয়ার লিগে লম্বা ক্যারিয়ারে ব্যক্তিগত নৈপুণ্যের অনেক পুরস্কার জিতলেও দলীয় কোনো শিরোপা নেই। বায়ার্নে যোগ দিয়েছিলেন সেই অভাবটা পূরণ করতে। কিন্তু কেইন জার্মানিতে আসার পর বাভারিয়ানরা টানা ১১ মৌসুম পর লিগ হারাতে বসেছে।
তবে হাল ছাড়ছেন না কেইন। লাইপজিগের বিপক্ষে যোগ করা প্রথম মিনিটে দলের জয়সূচক গোলটি করে জানিয়ে দিয়েছেন, বায়ার্ন কখনো হাল ছাড়ে না। ম্যাচ শেষে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘যা করছি আমাদের তা করে যাওয়া প্রয়োজন। এই ম্যাচ জিতে ভালো হলো এবং বছর শেষ না হওয়ার আগ পর্যন্ত আমাদের দৌড়ানো প্রয়োজন। আমরা কখনো হাল ছাড়ব না, কখনো থামব না।’
এই জয়ে লিগে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের সঙ্গে ৮-এ নামিয়ে আনল বায়ার্ন। দুই দলের আরও ১১ রাউন্ড করে বাকি। পাঁচে থাকা লাইপজিগের পয়েন্ট ২৩ ম্যাচে ৪০।
বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা হারাতে বসলেও হাল ছাড়ছেন না হ্যারি কেইন। বাভারিয়ানদের অবস্থা যা-ই হোক না কেন, ইংলিশ ফুটবল ছেড়ে বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমেই আলো ছড়াচ্ছেন সাবেক টটেনহাম অধিনায়ক। গত রাতেও পেয়েছেন জোড়া গোল। তাঁর নৈপুণ্যে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও ২-১ গোলে জিতেছে লাইপজিগের বিপক্ষে।
এই মৌসুমে বুন্দেসলিগায় ২৫ গোল হয়ে গেল কেইনের, আর সব মিলিয়ে ৩১ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও। কিন্তু তার পরও প্রথমবার লিগ জিততে পারবেন কি ইংলিশ ফরোয়ার্ড? প্রিমিয়ার লিগে লম্বা ক্যারিয়ারে ব্যক্তিগত নৈপুণ্যের অনেক পুরস্কার জিতলেও দলীয় কোনো শিরোপা নেই। বায়ার্নে যোগ দিয়েছিলেন সেই অভাবটা পূরণ করতে। কিন্তু কেইন জার্মানিতে আসার পর বাভারিয়ানরা টানা ১১ মৌসুম পর লিগ হারাতে বসেছে।
তবে হাল ছাড়ছেন না কেইন। লাইপজিগের বিপক্ষে যোগ করা প্রথম মিনিটে দলের জয়সূচক গোলটি করে জানিয়ে দিয়েছেন, বায়ার্ন কখনো হাল ছাড়ে না। ম্যাচ শেষে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘যা করছি আমাদের তা করে যাওয়া প্রয়োজন। এই ম্যাচ জিতে ভালো হলো এবং বছর শেষ না হওয়ার আগ পর্যন্ত আমাদের দৌড়ানো প্রয়োজন। আমরা কখনো হাল ছাড়ব না, কখনো থামব না।’
এই জয়ে লিগে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের সঙ্গে ৮-এ নামিয়ে আনল বায়ার্ন। দুই দলের আরও ১১ রাউন্ড করে বাকি। পাঁচে থাকা লাইপজিগের পয়েন্ট ২৩ ম্যাচে ৪০।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে