বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির ক্যাবিনেটে কত যে শিরোপা আছে, তা হয়তো গুনেও শেষ করা যাবে না। বার্সা ছেড়ে সেই মেসি এখন খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। রোনাল্ড আরাউহোর মতে, পিএসজি ছেড়ে বার্সায় মেসির ফিরতে পারা হবে সত্যিই বিশেষ কিছু।
২০২১-এর মাঝামাঝি সময়ে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। পিএসজিতে যাওয়ার আগে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত টানা পাঁচ বছর লা-লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছিলেন মেসি। মেসি থাকা অবস্থায়ই কাতালানরা ২০১৫তে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। এখন মাঝেমধ্যে পিএসজি ছেড়ে মেসির বার্সায় ফেরার গুঞ্জন শোনা যায়।
বার্সেলোনায় মেসি ফিরলে বেশি খুশি হবেন আরাউহো। বার্সার ফুটবল পরিচালক হলে মেসির সঙ্গে চুক্তি করতেন বলে জানিয়েছেন আরাউহো। জেরার্ড রোমেরোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার এই সেন্টার ব্যাক বলেন, ‘মেসির ফেরা? আমরা দেখছি। তবে আমি খুশি হব। লিওর ফেরা হবে সত্যিই বিশেষ কিছু। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমরা খুশি হব যদি সে ফিরতে পারে। যদি আমি মাতেও আলামানি (বার্সেলোনার ফুটবল পরিচালক) হতাম, তাহলে রদ্রিগো ও মেসির সঙ্গে চুক্তি করতাম।’
পিএসজিতে প্রায় দুই বছর কাটিয়ে ফেলেছেন মেসি। প্যারিসিয়ানদের জার্সিতে জিতেছেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা। তাছাড়া আর্জেন্টিনার জার্সিতে গত দুই বছরে বিশ্বকাপ, ফিনালিসিমা ও কোপা আমেরিকা জিতেছেন বিশ্বজয়ী এই ফুটবলার।
বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির ক্যাবিনেটে কত যে শিরোপা আছে, তা হয়তো গুনেও শেষ করা যাবে না। বার্সা ছেড়ে সেই মেসি এখন খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। রোনাল্ড আরাউহোর মতে, পিএসজি ছেড়ে বার্সায় মেসির ফিরতে পারা হবে সত্যিই বিশেষ কিছু।
২০২১-এর মাঝামাঝি সময়ে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। পিএসজিতে যাওয়ার আগে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত টানা পাঁচ বছর লা-লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছিলেন মেসি। মেসি থাকা অবস্থায়ই কাতালানরা ২০১৫তে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। এখন মাঝেমধ্যে পিএসজি ছেড়ে মেসির বার্সায় ফেরার গুঞ্জন শোনা যায়।
বার্সেলোনায় মেসি ফিরলে বেশি খুশি হবেন আরাউহো। বার্সার ফুটবল পরিচালক হলে মেসির সঙ্গে চুক্তি করতেন বলে জানিয়েছেন আরাউহো। জেরার্ড রোমেরোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার এই সেন্টার ব্যাক বলেন, ‘মেসির ফেরা? আমরা দেখছি। তবে আমি খুশি হব। লিওর ফেরা হবে সত্যিই বিশেষ কিছু। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমরা খুশি হব যদি সে ফিরতে পারে। যদি আমি মাতেও আলামানি (বার্সেলোনার ফুটবল পরিচালক) হতাম, তাহলে রদ্রিগো ও মেসির সঙ্গে চুক্তি করতাম।’
পিএসজিতে প্রায় দুই বছর কাটিয়ে ফেলেছেন মেসি। প্যারিসিয়ানদের জার্সিতে জিতেছেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা। তাছাড়া আর্জেন্টিনার জার্সিতে গত দুই বছরে বিশ্বকাপ, ফিনালিসিমা ও কোপা আমেরিকা জিতেছেন বিশ্বজয়ী এই ফুটবলার।
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১২ মিনিট আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
২ ঘণ্টা আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
২ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
৩ ঘণ্টা আগে