নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেডারেশন কাপে শুরুতেই হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ঘরের মাঠে ফর্টিস এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। দিনটা অন্য রকম কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে তারা। তিনটি গোলই আসে স্যামুয়েল বোয়াটেংয়ের কাছ থেকে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙেন দোরিয়েলতন। মাঝমাঠ থেকে আক্রমণের জন্য বল বাড়ান রাইটব্যাক তাজ উদ্দিন। ইমানুয়েল সানডে তা নিয়ন্ত্রণে নেওয়ার পর এক ফুটবলারকে কাটিয়ে পাস দেন মোহাম্মদ রাকিবের কাছে। তাঁর ক্রস থেকে দারুণ প্লেসিংয়ে বল জালে জড়ান দোরিয়েলতন।
মাঝমাঠ থেকে আক্রমণের সুর বেঁধে দেন তাজ উদ্দিন। বক্সের সামনে বল পেয়ে ফর্টিসের একজনকে কাটিয়ে ইমানুয়েল সানডে বল তুলে দেন রাকিবের পায়ে। পোস্টের সামেন থেকে গোলে শট না নিয়ে জাতীয় দলের উইঙ্গার ক্রস দিলে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন দরিয়েলতন গোমেজ।
পিছিয়ে পড়ে ফর্টিসও মরিয়া হয়ে ওঠে কিছুটা। সাজ্জাদ হোসেন বসুন্ধরা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে একা পেয়েও পারেননি গোল করতে। ৮৫ মিনিটে ফর্টিসের ত্রাতা হয়ে ওঠেন বসুন্ধরার ডিফেন্ডার তারিক কাজী। তাঁর আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফর্টিস। রাজ উদ্দিন সাগরের উড়িয়ে মারা বল দৌড়ে এসে ধরার চেষ্টা করেন শ্রাবণ। কিন্তু তারিকের সঙ্গে ধাক্কায় বল তাঁর হাত ফসকে পড়ে যায়। পরে তা তারিকের পায়ে লেগে গড়িয়ে যায় ফাঁকা পোস্টে। তাতে আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বসুন্ধরা।
কুমিল্লায় দুবার পিছিয়ে পড়ে মোহামেডান। ৯ মিনিটে ইসা ফয়সালের গোলে এগিয়ে যায় পুলিশ এফসি। জবাবে মোহামেডান ফিরে আসে দুই মিনিট পরই। সমতা ফেরান বোয়াটেং। ৩০ মিনিটে দানিলো কুইপাপার লক্ষ্যভেদে ফের এগিয়ে যায় পুলিশ এফসি।
দ্বিতীয়ার্ধে ফের দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহামেডান। ৪৭ মিনিটে সমতা ফেরানোর পর ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বোয়াটেং।
ফেডারেশন কাপে শুরুতেই হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ঘরের মাঠে ফর্টিস এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। দিনটা অন্য রকম কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে তারা। তিনটি গোলই আসে স্যামুয়েল বোয়াটেংয়ের কাছ থেকে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙেন দোরিয়েলতন। মাঝমাঠ থেকে আক্রমণের জন্য বল বাড়ান রাইটব্যাক তাজ উদ্দিন। ইমানুয়েল সানডে তা নিয়ন্ত্রণে নেওয়ার পর এক ফুটবলারকে কাটিয়ে পাস দেন মোহাম্মদ রাকিবের কাছে। তাঁর ক্রস থেকে দারুণ প্লেসিংয়ে বল জালে জড়ান দোরিয়েলতন।
মাঝমাঠ থেকে আক্রমণের সুর বেঁধে দেন তাজ উদ্দিন। বক্সের সামনে বল পেয়ে ফর্টিসের একজনকে কাটিয়ে ইমানুয়েল সানডে বল তুলে দেন রাকিবের পায়ে। পোস্টের সামেন থেকে গোলে শট না নিয়ে জাতীয় দলের উইঙ্গার ক্রস দিলে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন দরিয়েলতন গোমেজ।
পিছিয়ে পড়ে ফর্টিসও মরিয়া হয়ে ওঠে কিছুটা। সাজ্জাদ হোসেন বসুন্ধরা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে একা পেয়েও পারেননি গোল করতে। ৮৫ মিনিটে ফর্টিসের ত্রাতা হয়ে ওঠেন বসুন্ধরার ডিফেন্ডার তারিক কাজী। তাঁর আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফর্টিস। রাজ উদ্দিন সাগরের উড়িয়ে মারা বল দৌড়ে এসে ধরার চেষ্টা করেন শ্রাবণ। কিন্তু তারিকের সঙ্গে ধাক্কায় বল তাঁর হাত ফসকে পড়ে যায়। পরে তা তারিকের পায়ে লেগে গড়িয়ে যায় ফাঁকা পোস্টে। তাতে আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বসুন্ধরা।
কুমিল্লায় দুবার পিছিয়ে পড়ে মোহামেডান। ৯ মিনিটে ইসা ফয়সালের গোলে এগিয়ে যায় পুলিশ এফসি। জবাবে মোহামেডান ফিরে আসে দুই মিনিট পরই। সমতা ফেরান বোয়াটেং। ৩০ মিনিটে দানিলো কুইপাপার লক্ষ্যভেদে ফের এগিয়ে যায় পুলিশ এফসি।
দ্বিতীয়ার্ধে ফের দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহামেডান। ৪৭ মিনিটে সমতা ফেরানোর পর ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বোয়াটেং।
উগান্ডা জাতীয় দলে সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেটার সুমিত ভার্মা। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে উগান্ডার প্রতিনিধিত্ব করবেন এই ব্যাটিং অলরাউন্ডার। সুমিতের জন্ম ভারতের হিমাচলের ভুমটি অঞ্চলে। ২০২৪–২৫ মৌসুমে হিমাচলের হয়ে সৈয়দ মুশতাক আলী
১৩ মিনিট আগেদুবাইয়ের আইসিসির একাডেমি মাঠে পরশু অনুশীলনে সতীর্থদের সঙ্গে হাসি-রসিকতা করতে করতেই মাঠে এলেন লিটন দাস। দল ভালো খেলছে। তিনি নেতৃত্বও দিচ্ছেন সামনে থেকে। সেই লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের কিছুটা চিন্তা।
১ ঘণ্টা আগেএশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। সে ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। জানালেন, টিম কম্বিনেশনের কারণে বাদ দেওয়া হয়েছে সোহানকে।
১ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচের পর সূর্যকুমার যাদব বলেন, ভারত-পাকিস্তান ম্যাচে এখন আর প্রতিদ্বন্দ্বিতা খুঁজে পান না তিনি। সূর্যকুমারের সেই কথা ধরে এবার সালমান আলী আগাদের কটাক্ষ করলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
২ ঘণ্টা আগে